X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অবসর প্রসঙ্গে যা বললেন মুশফিক

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৮ মে ২০২২, ১৯:৩২আপডেট : ১৮ মে ২০২২, ২০:০৮

মাহমুদউল্লাহ টেস্ট থেকে অবসর নিয়েছেন। তামিম ইকবাল অবসরের ঘোষণা না দিলেও খেলছেন না টি-টোয়েন্টি। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম কেবল তিন ফরম্যাটে খেলছেন। তবে কুড়ি ওভারের ক্রিকেটে মুশফিকের পারফরম্যান্স নিয়ে বিস্তর সমালোচনা। বিশেষ করে, সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে ব্যর্থতার পর তার টি-টোয়েন্টি ক্যারিয়ার প্রশ্নের মুখে পড়ে যায়। আজ (বুধবার) টি-টোয়েন্টি থেকে অবসর প্রশ্নে মুশফিক জানিয়ে দিলেন, আপাতত এ নিয়ে তার কোনও ভাবনা নেই। নিজের সেরাটা দিয়ে খেলে যেতে চান এই ব্যাটার।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে মুশফিক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার আপাতত এমন (টি-টোয়েন্টি থেকে অবসর) কোনও ভাবনা নেই। আমার ইচ্ছা বাংলাদেশের হয়ে যত ম্যাচ খেলার সুযোগ আমার কাছে আসবে এবং যারা যেভাবে চাইবে, আমি চেষ্টা করে যাব আমার ফিটনেস ও পারফরম্যান্স দিয়ে সেটা করে দেখানোর।’

মুশফিকের টি-টোয়েন্টি থেকে অবসরের গুঞ্জন ওঠে কিছুদিন আগে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে গত ৮ মে ঢাকার সোনারগাঁও হোটেলে কোচিং স্টাফ ও টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বৈঠক শেষে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের ব্যাপারে নিজের ভাবনার কথা জানান বিসিবি প্রধান, ‘ইতোমধ্যে তো রিয়াদ (মাহমুদউল্লাহ) টেস্ট থেকে সরে এসেছে, তামিম টি-টোয়েন্টি খেলছে না। মুশফিক এখনও খেলছে, তবে ওর চিন্তা-ভাবনাও জানা যাবে।’

ফরম্যাট বাছাই করে খেলার প্রসঙ্গে সেদিন বিসিবি সভাপতি জানিয়েছিলেন, ক্রিকেটাররা এভাবে খেলতেই পারেন। তবে ফরম্যাট বাছাইয়ের ব্যাপারটি যেন আগেভাগেই জানিয়ে দেওয়া হয়। না হলে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে নেবে বলে জানান তিনি।

পাপন বলেছিলেন, ‘আমাদের এই প্লেয়ারগুলোকে আমরা চাই না তারা মন খারাপ করে যাক। আমরা চাই তারা হাসিমুখে যাক। নিজেরা সিদ্ধান্ত নিক। তবে যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে, ততই ভালো। কিন্তু একটা সময় তো আসবে যদি সিদ্ধান্ত না নেয়, তখন কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট- সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে।’

/কেআর/
সম্পর্কিত
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ