X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৪, ২০:৩৭আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ২০:৩৭

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে ১৪১ রানের বড় জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই জয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে দলটি। মুশফিকের হাফ সেঞ্চুরিতে ভর করে প্রাইম ব্যাংক আগে ব্যাটিং করে ২৫৬ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে গাজী টায়ার্স তুলতে পারে ১২৮ রান। এই ম্যাচটি আবার বিশেষ কারণে সবার নজরে ছিল। প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নুহায়েল সানদিদের অভিষেক হয়েছে এদিন। গাজী টায়ার্সের হয়ে প্রথমবার লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার।

বৃহস্পতিবার লিস্ট ‘এ’ ক্রিকেটে ছেলের অভিষেকে তার মাথায় ক্যাপ পরিয়ে দেন সালাউদ্দিন। অভিষেক ম্যাচে নুহায়েল ৬ ওভার বল করে ২টি উইকেটও নিয়েছেন। বিদায় দিয়েছেন মোহাম্মদ মিঠুন ও শেখ মেহেদীকে।

আগে ব্যাটিং করে প্রাইম ব্যাংক ২৬৯ রান তুলেছিল। আগের ম্যাচে মুশফিক করেছিলেন সেঞ্চুরি। এ ম্যাচেও খেললেন ৭১ রানের ইনিংস। তামিম আগে ব্যাটিংয়ে নেমে আজও রানের দেখা পাননি। ১৫ বলে ২০ রান করে ফিরেছেন। পারভেজ হোসেন ইমন এবং জাকির হাসান খেলেছেন ৩৬ রানের ইনিংস। তবে অন্যদের নিয়ে প্রাইম ব্যাংকের ইনিংস টেনে নিয়ে গেছেন মূলত মুশফিকুর রহিম। ৬৯ বলে ৭১ রান করে থেমেছেন। শেষ দিকে পেসার আশিকুর জামান অপরাজিত ছিলেন ৩৬ রানে।

জবাবে শেখ মেহেদী ও হাসান মাহমুদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি গাজী টায়ার্স। ১২৮ রানে গুটিয়ে তারা ম্যাচ হেরেছে ১৪১ রানের বড় ব্যবধানে। সর্বোচ্চ ৩৪ রান আসে আশরাফুল ইসলাম আসিফের ব্যাটে।

এই জয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সুপার লিগ নিশ্চিত হয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটির। শেখ মেহেদী ৪ ব্যাটারকে ফিরিয়েছেন। হাসান নেন ৩ উইকেট। আসরে ২ জয়ে ৪ পয়েন্ট পাওয়া গাজী টায়ার্সকে খেলতে হবে রেলিগেশন লিগ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
তামিম-মুশফিকের ব্যাটে প্রাইম ব্যাংকের জয়
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
সর্বশেষ খবর
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা