X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

মিরপুরে লঙ্কা-জুজু কাটলো না

রবিউল ইসলাম
২৭ মে ২০২২, ১৬:৩৭আপডেট : ২৭ মে ২০২২, ১৬:৩৭

২৩ রানে ৪ উইকেট হারিয়ে চতুর্থ দিনই আসলে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তারপরও সাকিব আল হাসান ম্যাচ বাঁচানোর কিছু পরামর্শ দিয়ে রেখেছিলেন। পঞ্চম দিনে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি সাকিব-লিটন-মুশফিকরা। সাকিব জানিয়েছিলেন, লাঞ্চ পর্যন্ত মুশফিক-লিটন খেলতে পারলে বাকি সময় নিজেই পার করে ম্যাচ বাঁচাবেন! কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে আরও একটি টেস্ট হেরেছে বাংলাদেশ।

অবশ্য সাকিবের ‘পরামর্শ’ মেনেই এগিয়ে যাচ্ছিলেন লিটন-মুশফিক জুটি। কিন্তু প্রথম সেশনের প্রথম ঘণ্টায় কাসুন রাজিথার স্কিড করা বলের লাইন মিস করে মুশফিক বোল্ড হন। বড় ধাক্কা খায় বাংলাদেশ। সাকিব-লিটন সেই ধাক্কা থেকে বেরিয়ে আসলেও লাঞ্চের পরের আঘাতে ম্যাচ বাঁচানো সম্ভব হয়নি স্বাগতিকদের। ফলে পাক্কা আড়াই সেশন আগেই ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে ১-০ ব্যবধানে সিরিজ খোয়ালো বাংলাদেশ।

আজ (শুক্রবার) মুশফিককে হারানোর পর সাকিব-লিটন মিলে শতরানের জুটি গড়েন। সেই জুটিতে ম্যাচ বাঁচানোর সম্ভাবনা তৈরি হতেই লাঞ্চ বিরতিতে যায় মুমিনুলের দল। সেখান থেকে ৫৩ মিনিটেই চিত্রনাট্যে পাল্টে যায়। বাংলাদেশ অলআউট হয় ১৬৯ রানে। মাত্র ১৩ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। আগের দিন তিন ঘণ্টা ব্যাটিংয়ের ঘোষণা দেওয়া সাকিব ব্যাটিং করতে পেরেছেন ২ ঘণ্টা ২১ মিনিট। কিন্তু সাকিবের এই লড়াই যথেষ্ট হয়নি ম্যাচ বাঁচানোর জন্য। তাতে করে বাংলাদেশ ২৯ রানের লক্ষ্য দিতে পারে। সেই লক্ষ্য মাত্র ১৬ মিনিটে ছুঁয়ে ফেলে সফরকারীরা।

এমনিতেই মিরপুরের উইকেট বাংলাদেশের জন্য ‘অপয়া’ হয়ে আছে। লঙ্কানদের বিপক্ষে এই মাঠে এখন পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। এখানে খেলা চার টেস্টের সবক’টিতে হেরেছে। শুধু লঙ্কানদের বিপক্ষেই নয়, এই ভেন্যুতে ২৪ টেস্ট খেলা হয়েছে। যার মধ্যে মাত্র ছয়টি জিততে পেরেছে বাংলাদেশ। ৪ বার জিতেছে প্রতিপক্ষ। ড্র হয়েছে তিনবার আর একটি ম্যাচ বাতিল হয়েছে। পাশাপাশি মিরপুরে ২০১৫ সালের পর ড্র হয়নি কোনও টেস্ট।

চট্টগ্রাম ও ঢাকাতে দুই রকম অভিজ্ঞতা হলো বাংলাদেশের। চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশ ড্র করতে সক্ষম হলেও ঢাকায় সেটি পারেনি। ঐতিহ্যগত ভাবেই মিরপুরের উইকেট কিছুটা স্লো এবং টার্নিং হয়ে থাকে। কিন্তু এবার তেমনটাও দেখা যায়নি। ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনে এসে বল কিছুটা ধীরগতির হলেও ব্যাটারদের জন্য অতটা কঠিন ছিল না। কিন্তু এই উইকেটেও বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তামিম-জয়-শান্ত-মুমিনুলরা হতাশ করেছেন।

টপ অর্ডারের এই চার ব্যাটারের ব্যর্থতাই নিচের ব্যাটারদের ওপর চাপ বাড়িয়েছে। প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারানোর পর মুশফিক-লিটনের রেকর্ড ২৭২ রানের জুটিতে ৩৬৫ রানের সংগ্রহ পায়। প্রথম ইনিংসে মুশফিক ও লিটনের সংগ্রামী ইনিংসে মান বাঁচলেও দ্বিতীয় ইনিংসে সেভাবে কেউ প্রতিরোধ গড়তে পারেননি।

একজন ব্যাটার আউট হতেই হুড়মুড় করে উইকেট হারানো যেন ‘নিয়তি’ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারিয়েছিল, দ্বিতীয় ইনিংসে ২৩ রানে টপ অর্ডার চার ব্যাটারের বিদায়, আর শেষ ৫ উইকেট হারিয়েছে ১৩ রানে। বাংলাদেশ দল এই সমস্যা কাটিয়ে উঠতে নানা পরিকল্পনা করলেও সেইসব ভেস্তে গেছে। ঢাকা টেস্ট চলকালীনই এই সমস্যা নিয়ে কথা বলেছিলেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, ‘দক্ষিণ আফ্রিকাতেও এমন হয়েছে। আমাদের এটা দ্রুত বদলাতে হবে। আমার মনে হয় না এটা থেকে বেশি দূরে আছি। কিছু কৌশলগত ও মানসিক পরিবর্তন আনলেই আমরা দ্রুত পরিবর্তন দেখতে পাবো।’

শুধু ব্যাটিং ব্যর্থতাই নয়, বোলিয়েও আপ টু মার্ক ছিল বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশের প্রথম ইনিংস ধসিয়ে দিতে লঙ্কান দুই পেসার অসিথা ফার্নান্ডো ও কাসুন রাজিথা ৯ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসেও সেটা সচল ছিল। এই দুই পেসার তুলে নেন ৮ উইকেট। অথচ একই উইকেটে বাংলাদেশের পেসাররা ছিলেন নির্বিষ! এবাদত হোসেন কিছুটা ভালো করলেও খালেদ আহমেদ তো ছিলেন নখদন্তহীন। এবাদত প্রথম ইনিংসে ৩৮ ওভার বোলিং করে ৪ উইকেট নিয়েছেন। খালেদ ২৩ ওভারে ৮৫ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন।

সাকিব অবশ্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার পেসাদের পার্থক্য করতে গিয়ে বলেছেন, ‘দুইটা পয়েন্ট আমার কাছে মনে হয়। আমাদের এপ্লিকেশনটা ভালো না। আর ওদের সিমারদের থেকে আমাদের সিমাররা ভালো জায়গায় বল কম করেছে।’

/কেআর/
সম্পর্কিত
সমর্থকদের ‘সরি’ বলেছেন তাসকিন
‘আমরা দেখিয়েছি কীভাবে ফিল্ডিংয়ে ম্যাচের গতিপথ বদলানো যায়’
ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ ৫ উইকেট পড়ে গেলো: তাসকিন
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি