X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তামিমের হাফসেঞ্চুরি, বাংলাদেশের ‘সেঞ্চুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২২, ১৪:৫৭আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৭:০৯

সাম্প্রতিক বছরগুলোতে ওয়ানডেতে অন্য বাংলাদেশকে দেখা যাচ্ছে। ৫০ ওভারের ক্রিকেটে হয়েছে উঠেছে দুর্দান্ত এক দল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের ব্যাটিংয়েও দাপট দেখাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা। তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে শক্ত ভিত পেয়েছে সফরকারীরা। ইতিমধ্যে তামিম পেয়েছেন হাফসেঞ্চুরি, আর বাংলাদেশের সংগ্রহ ১০০ ছাড়িয়েছে।

আজ (শুক্রবার) হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে নেমেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দারুণ শুরু পেয়েছে। স্কোর ২৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১৬ রান।

টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচেও টস জিততে পারেনি বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও একই ফল। টস হেরেছেন অধিনায়ক তামিম ইকবাল। টস জয়ী জিম্বাবুয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ।

এই ম্যাচ দিয়ে ওয়ানডে ফরম্যাটের একাদশে ফিরেছেন এনামুল হক। ঘরোয়া লিগে রানের বন্যা বইয়ে জাতীয় দলে ফিরেছেন আগেই। তবে যে ফরম্যাটে সবচেয়ে বেশি ভালো পারফরম্যান্স ছিল তার, সেই ওয়ানডে সংস্করণে অবশেষে খেলার সুযোগ পেলেন ডানহাতি ব্যাটার।

টি-টোয়েন্টি সিরিজ হারায় ৫০ ওভারের সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ। অবশ্য ওয়ানডে ফরম্যাটে অতীত সাফল্য আত্মবিশ্বাসের পারদ বাড়িয়ে দিচ্ছে তামিমদের। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালের পর কোনও সিরিজে হারেনি বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোনও দলের বিপক্ষে এমন ধারাবাহিকতা লাল-সবুজ জার্সিধারীদের আর নেই। আজ জিততে পারলে সেই সংখ্যা ২০ দাঁড়াবে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা (অধিনায়ক ও উইকেটকিপার), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাদেভেরে, তারিসাই মুসাকান্দা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গোয়ে, ভিক্টর নিয়াউচি, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা।

/কেআর/
সম্পর্কিত
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!