X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

রাজা-কাইয়ার জুটিতে লড়াই চলছে জিম্বাবুয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২২, ১৯:৩১আপডেট : ০৫ আগস্ট ২০২২, ২০:৩৩

৩০৪ রানের লক্ষ্যে প্রথম দুই ওভারেই দুই ওপেনারকে হারিয়ে বসেছিল জিম্বাবুয়ে। মনে হচ্ছিল শুরুতেই বুঝি খেই হারাবে স্বাগতিকদের ইনিংস। কিন্তু তৃতীয় উইকেটে ৫৬ রানের পার্টনারশিপের পর ঘুরে দাঁড়িয়েছে তারা। তৃতীয় উইকেটের পতন হলেও জিম্বাবুয়েকে টেনে নিচ্ছে সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়ার শতরান ছাড়ানো ‍জুটি।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৮.২ ওভার শেষে ৩ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ২৩১ রান। ক্রিজে আছেন ইনোসেন্ট কাইয়া (৯৯) ও সিকান্দার রাজা (৯৭)।  

মোস্তাফিজুর রহমানের শুরুর ওভার দেখে-শুনে খেলতে থাকলেও রক্ষে হয়নি ভারপ্রাপ্ত অধিনায়ক রেজিস চাকাভার (২)। ওভারের শেষ বলে অফস্টাম্পের বাইরের বল খেলতে গেলে ব্যাটের কানায় লেগে সেটি আঘাত করে স্টাম্পে। শরিফুলের পরের ওভারে চার মেরে শুরুতে জবাব দিলেও পঞ্চম বলে সাজঘরের পথ ধরেন তারিসাই মুসাকান্দা। উঠিয়ে মারতে গেলে ৪ রানে তালুবন্দি হন মোসাদ্দেকের। প্রাথমিক ধাক্কার পর ইনিংস সামলানোর গুরু দায়িত্ব সামলাচ্ছিলেন মাধেভেরে ও কাইয়া। ৫৬ রানও যোগ করে ফেলে তারা। দলীয় ৬২ রানে ভুল করে বসেন মাধেভেরে। মেহেদী হাসান মিরাজের ওভারে অযথা রান নিতে গিয়ে রানআউট হয়েছেন ১৯ রানে।

তৃতীয় উইকেট জুটি ভাঙার পরেও সমস্যা হয়নি স্বাগতিকদের। বরং স্কোরবোর্ড সচল রাখতে দুর্দান্ত গতিতে ব্যাট করছেন কাইয়া-সিকান্দার রাজা। তাদের ব্যাটিংয়ে ২১তম ওভারেই শত রান ছাড়িয়েছে জিম্বাবুয়ের। দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন কাইয়া। ২১তম ফিফটির দেখা পেয়েছেন সিকান্দার রাজাও। 

অবশ্য এই জুটি গড়তে বাংলাদেশের বাজে ফিল্ডিংয়েরও অবদান আছে। ৩২তম ওভারে শরিফুলের বলে ক্যাচ উঠেছিল কাইয়ার। কিন্তু থার্ড ম্যানে সেটি লুফে নিতে পারেননি তাসকিন। শেষ বলে তো কাইয়ার ক্যাচ মিস করেন শরিফুল নিজেই। ফিরতি ক্যাচ নিতে গিয়ে অবশ্য চোটও পেয়েছেন। সেই চোটে স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়েছিল। ২৭তম ওভারেও রাজার ক্যাচ ড্রপ করেন তাইজুল। যার সুবাদে দারুণ ব্যাটিংয়ে জবাব দিতে থাকে স্বাগতিক দল।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হারলেও নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৩০৩ রান করে বাংলাদেশ। স্বাগতিক বোলারদের পরীক্ষা নিয়ে চমৎকার ব্যাটিংয়ে ফিফটি পেয়েছেন- লিটন, এনামুল, তামিম ও মুশফিক। মাহমুদউল্লাহর অপরাজিত ২০ রান ধরলে ব্যাট করা পাঁচজনই গিয়েছেন দুই অঙ্কের ঘরে।

দারুণ শুরুতে শক্ত ভিত এনে দেন তামিম ইকবাল ও লিটন দাস। দুজনই পেয়েছেন হাফসেঞ্চুরি। এই হারারেতে খেলা সবশেষ ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছিলেন তামিম। এক বছর পর সেখানে ফেরার উপলক্ষটা শতক দিয়ে রাঙিয়ে নেওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু পারেননি।

জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দিয়েছেন সিকান্দার রাজা। সফরকারী দুই ওপেনারের দাপটে কোণঠাসা হয়ে পড়েছিল স্বাগতিকরা। তামিম-লিটন ক্রিজে পড়ে থেকে একটু একটু করে বাড়িয়ে নিয়েছেন রান। এরমধ্যে তামিম পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম হাফসেঞ্চুরি। সিকান্দার রাজার বলে ইনোসেন্ট কাইয়ার হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে ৮৮ বলে ৯ বাউন্ডারিতে করেন ৬২ রান। সেঞ্চুরি না পেলেও দেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে স্পর্শ করেছেন ৮ হাজার রান। 

বাংলাদেশ অধিনায়ক তিন অঙ্কের ঘরে যেতে না পারলেও লিটন কিন্তু এগিয়ে গেছেন। যদিও শুরুটা ছিল মন্থর। সময় গড়ানোর সঙ্গে চওড়া হতে থাকে ব্যাট। দুর্ভাগ্য তার এই পথ চলায় বাধা হয়ে দাঁড়ায় চোট! পায়ের পেশিতে টান লাগায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন এই ওপেনার।

উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গে ১১৯ রান যোগ করেন লিটন। অধিনায়কের আউটের পর এনামুলের সঙ্গে ৫০ বলে ৫২ রানের জুটি গড়েন তিনি। আর নিজে বাহারি সব শটে ৮৯ বলে ৮১ রান করেছেন। বিশেষ করে ৭৫ বলে হাফসেঞ্চুরি ছোঁয়ার পর থেকেই আক্রমণ বাড়াতে থাকেন। হাফসেঞ্চুরির পর শেষ ১৪ বলে তোলেন ৩১ রান।

লিটনের আউটের পর স্কোর বাড়িয়ে নেওয়ার মিশনে নামেন এনামুল। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া এই ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের সামর্থ্য দেখিয়েছেন। তিন বছর পর ওয়ানডেতে ফিরে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিলেন। কিন্তু ৭৩ রানে থামতে হয়েছে তাকে। অভিষিক্ত ভিক্টর নিয়াউচির শিকার হওয়ার আগে ৬২ বলের ইনিংসটি সাজান ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায়।

অন্যপ্রান্তে তাকে সঙ্গ দেওয়া মুশফিকও কম যাননি। জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা এই ব্যাটার ওয়ানডে দিয়ে ফিরেই করেছেন হাফসেঞ্চুরি। ৪৯ বলে ৫ বাউন্ডারিতে তিনি ৫২ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে শেষ দিকে নেমে মাহমুদউল্লাহ ১২ বলে ৩ বাউন্ডারিতে অপরাজিত থাকেন ২০ রানে।

জিম্বাবুয়ের দুই বোলার- নিয়াউচি ও রাজা প্রত্যেকে নিয়েছেন একটি করে উইকেট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই