X
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
১০ আশ্বিন ১৪২৯

স্পিনারদের অনন্য কীর্তিতে জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২২, ০০:৪৪আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০০:৫০

সিরিজ আগেই জিতে যাওয়ায় পঞ্চম ও শেষ ম্যাচটি ছিল ‘ডেড রাবার’। তাই ৪ পরিবর্তনের পথে হেঁটেছিল দুই দল। তার পরেও ভারতের ওপর ছড়ি ঘোরাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বরং সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারত এমন নজির গড়ে জিতলো। যা সংক্ষিপ্ততম ফরম্যাটে আগে ঘটেনি কখনও। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮৮ রানে হারানো ম্যাচে সবগুলো উইকেট-ই নিলেন স্পিনাররা।

ভারতের ছুড়ে দেওয়া ১৮৯ রানের জবাবে ১৫.৪ ওভারে ১০০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতে তিন উইকেট তুলে নিয়ে তাদের শুরুতে ম্যাচ থেকে ছিটকে দেন অক্ষর প্যাটেল। শুরুতে বোল্ড করেন জেসন হোল্ডারকে। শামার ব্রুকসকেও (১৩) স্টাম্পড করে ছাড়েন বামহাতি এই স্পিনার। তার পর ডেভন থমাসও ১০ রানে তার ঘূর্ণিতে বোল্ড হয়েছেন। শুরুতে বিপদে পড়ে যাওয়া দলটি এর পর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। রবি বিষ্ণয় ও কুলদীপ যাদবের স্পিনে বাকিরা পুরোপুরি কাবু হয়েছেন। একমাত্র শিমরন হেটমায়ার ৩৫ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেললেও তা শুধু ব্যবধান কমিয়েছে। শেষ উইকেটের আগে তাকে তালুবন্দি করিয়েছেন রবি বিষ্ণয়।

ভারতের লেগ স্পিনার বিষ্ণয় ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন। তিনটি নিয়েছেন বামহাতি অক্ষর ও রিস্ট স্পিনার কুলদীপ যাদব।

শুরুতে টস জিতে ব্যাট করা ভারত ৭ উইকেটে পায় ১৮৮ রানের বড় সংগ্রহ। যার পেছনে বড় অবদান শ্রেয়াস আইয়ারের। এই ওপেনার ৪০ বলে ৮ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৬৪ রান করেছেন। দীপক হুদাও ২৫ বলে করেন ৩৮ রান। ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৬ বলে ২ চার ও ২ ছক্কায় ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেছেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন ওডিন স্মিথ।ম্যাচসেরা অক্ষর প্যাটেল। পুরো সিরিজে ৭ উইকেট নিয়ে সিরিজসেরা পেসার আরশদ্বীপ সিং। ভারত টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে।

/এফআইআর/ 
সম্পর্কিত
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
অপারেশন থিয়েটারে ২ চিকিৎসকের হাতাহাতি 
অপারেশন থিয়েটারে ২ চিকিৎসকের হাতাহাতি 
শুরুতে সাজঘরে সাব্বির-লিটন
শুরুতে সাজঘরে সাব্বির-লিটন
‘ডায়বেটিস আক্রান্তদের বছরে একবার রেটিনা পরীক্ষা দরকার'
‘ডায়বেটিস আক্রান্তদের বছরে একবার রেটিনা পরীক্ষা দরকার'
ইভিএমে রাতে ভোট দেওয়ার সুযোগ নেই: কমিশনার আলমগীর
ইভিএমে রাতে ভোট দেওয়ার সুযোগ নেই: কমিশনার আলমগীর
এ বিভাগের সর্বশেষ
শুরুতে সাজঘরে সাব্বির-লিটন
শুরুতে সাজঘরে সাব্বির-লিটন
টস হেরেছে বাংলাদেশ
টস হেরেছে বাংলাদেশ
‘হৃদয় থেকে বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই’
‘হৃদয় থেকে বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই’
৫৭ বছর বয়সী শিব শঙ্করের ৪২ কিলোমিটার দৌড়
৫৭ বছর বয়সী শিব শঙ্করের ৪২ কিলোমিটার দৌড়
ফ্র্যাঞ্চাইজি লিগে দ.কোরিয়া-পাকিস্তানের কোচ
ফ্র্যাঞ্চাইজি লিগে দ.কোরিয়া-পাকিস্তানের কোচ