X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাব্বির-মিঠুন-সৌম্যদের ব্যর্থতায় ৮০ রানে অলআউট বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২২, ০০:৫৮আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০০:৫৯

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে সিরিজ শুরু হলো হার দিয়ে। মঙ্গলবার (১৬ আগস্ট) সেন্ট লুসিয়াতে সাব্বির-সৌম্য-মিঠুনরা ৮০ রানে অলআউট হয়। সেই রান ১৬০ বল আগেই ৬ উইকেট হারিয়ে টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। হুট করে জাতীয় দলে সুযোগ পাওয়া সাব্বির রহমানসহ তারকা ক্রিকেটাররা ব্যাট হাতে ব্যর্থতায় হারতে হলো সফরকারীদের।

তিন বছর পর অভিজ্ঞতার কারণে সাব্বিরকে ফিরিয়েছেন নির্বাচকরা। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে শেষবার খেলেছিলেন তিনি। চলতি বছর জানুয়ারিতে বঙ্গবন্ধু বিপিএলে তার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ৬ ম্যাচে, ১৮.১৮ গড়ে ১০৯ রান। স্ট্রাইক রেট ছিল ১১১.৩২। ঢাকা লিগে অবশ্য ভালো করেছেন। ১৫ ম্যাচে ১ সেঞ্চুরি ও ১ হাফসেঞ্চুরিতে রান ৫১৫। সাব্বিরকে দলে নেওয়ার ফলে যেসব আলোচনা সেটি কিন্তু থামিয়ে দিতে পারতেন। কিন্তু ‘অভিজ্ঞ’ সাব্বির ‘এ’ দলের বিপক্ষেও পারলেন না। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬ বলে মাত্র ৩ রানে আউট হয়েছেন হার্ডহিটার এই ব্যাটার।

শুধু সাব্বির নয়, ক্যারিবীয় পেসারদের শর্ট বলে ভুগতে হয়েছে বাংলাদেশের সব ব্যাটারদের। শুরুটা হয় নাঈম শেখের শূন্য রানের বিদায়ের মধ্য দিয়ে। ইনিংসের দ্বিতীয় বলে অফস্টাম্পের এক হাত বাইরের বল খেলতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন তিনি। এরপর চার দিনের ম্যাচে ভালো করা সাইফ (৬) রানে বিদায় নেন। আর এশিয়া কাপের রিজার্ভ বেঞ্চে সুযোগ পাওয়া সৌম্য ১৫ রানের বেশি তুলতে পারেননি। অধিনায়ক মিঠুন হতাশ করেন উইকেটের পেছনে শর্ট বলে ক্যাচ দিয়ে। জাস্টিনের বলে পুল করতে গিয়ে ১২ রানে আউট হন এই ব্যাটার।

এরপর বাকিরা কেউই দলের হাল ধরতে পারেননি। সাব্বির (৩), জয় (৪), মৃত্যুঞ্জয় (০) প্রত্যেকেই শর্ট বলের ফাঁদে পড়েছেন। শেষ দিকে জাকের আলীর ৪১ বলে ২৫ রানের উপর দাঁড়িয়ে ২৩.২ ওভারে বাংলাদেশ দল ৮০ রান সংগ্রহ করে।

ক্যারিবীয় বোলারদের মধ্যে জাস্টিন ২৫ রানে নেন ৪ উইকেট। এছাড়া অ্যান্ডারসন ও শিমরন ২টি করে উইকেট নিয়েছেন। ৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিকদের ওপর ভালোই চাপ তৈরি করেছিল বাংলাদেশের পেসাররা। তারপরও এতো অল্প পুঁজিতে শেষ রক্ষা হয়নি। ২৩.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ত্যাগনারায়ণ চন্দরপল সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেন। অলিক আথানাজের ব্যাট থেকে আসে ১৯ এবং জোশুয়া ডি সিলভা ১৭ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের দুই পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও মৃত্যুঞ্জয় চৌধুরী দুটি করে উইকেট নেন। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও স্লো মিডিয়াম পেসার সৌম্য সরকার নেন একটি করে উইকেট।

/আরআই/এলকে/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী