X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানের বিপক্ষে জিততে বাংলাদেশের চাই ১৬৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ০৯:৪৭আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১০:৩০

টপ অর্ডারের তিনজনকে ছাড়া পাকিস্তানের আর কোনও ব্যাটারকে বাড়তে দেয়নি বাংলাদেশ। তাতেও অবশ্য রানের লাগাম টানতে পারেনি। ওপেনিংয়ে আবারও মোহাম্মদ রিজওয়ান দাঁড়িয়ে যাওয়ায় কঠিন পথই পাড়ি দিতে হবে বাংলাদেশকে। জয়ের জন্য লাল-সবুজ জার্সিধারীদের চাই ১৬৮ রান।

আজ (শুক্রবার) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রিজওয়ানের অপরাজিত ৭৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান করেছে ৫ উইকেটে ১৬৭ রান।

ব্যাটে বসন্ত চলছে রিজওয়ানের। টি-টোয়েন্টি ফরম্যাটে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন এই ব্যাটার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে রানের বৃষ্টি ঝরিয়ে নিউজিল্যান্ডে গিয়েও চলছে তার দাপট। তার অপরাজিত হাফসেঞ্চুরিতেই লড়াই করার মতো স্কোর গড়েছে পাকিস্তান। এই উইকেটকিপার ব্যাটার শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন। পাকিস্তানের স্কোর সমৃদ্ধ করার পথে রিজওয়ান ৫০ বলে খেলেছেন হার না মানা ৭৮ রানের ইনিংস। যাতে ছিল ৭ বাউন্ডারির সঙ্গে ২ ছক্কার মার। তার সঙ্গে ইনিংস শেষ করা মোহাম্মদ নওয়াজ ৫ বলে ১ ছক্কায় অপরাজিত ছিলেন ৮ রানে।

এর আগে হায়দার আলীর ব্যাট থেকে আসে ৩১ রান। অধিনায়ক বাবর আজম করেন ২২ রান। তাদের বাইরে দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন ইফতিখার আহমেদ (১৩)।

বোলিংয়ে আলো ছড়িয়েছেন তাসকিন আহমেদ। প্রথম ওভারে মাত্র ১ রান খরচ করা এই পেসারের শেষটাও হয়েছেন দারুণ। সব মিলিয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে তার শিকার ২ উইকেট। নাসুম আহমেদও সফল। বাঁহাতি স্পিনার ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ১ উইকেট। তার মতো একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।

নাসুমের পর তাসকিনের উইকেট উদযাপন

নিউজিল্যান্ডের উইকেট পেস বোলারদের জন্য স্বর্গীয় হলেও বাংলাদেশের পেসাররা সাফল্য পাচ্ছিলেন না। অবশেষে উইকেটের দেখা পেয়েছেন তাসকিন আহমেদ। নাসুম আহমেদের পর ডানহাতি পেসার মেতেছেন উইকেট উদযাপনে।

চমৎকার দুটো ক্যাচ নিয়েছে বাংলাদেশ। নাসুমের পর তাসকিন যে উইকেট উদযাপন করেন, তাতে তাদের যেমন অবদান আছে, তেমনি কৃতিত্ব পাবেন দুই ফিল্ডার- হাসান মাহমুদ ও ইয়াসির আলী। নাসুম আউট করেছেন শান মাসুদকে। ভয়ংকর হয়ে ওঠা এই ব্যাটার লং অনে খেলতে চেয়েছিলেন, তবে একটু বাউন্স পাওয়া নাসুমের বল তার ব্যাটের কানায় লেগে উঠে যায়। পয়েন্টে লাফিয়ে ক্যাচ নেন হাসান মাহমুদ। প্রথম চেষ্টায় অবশ্য বল হাতে জমাতে পারেননি, তবে ছুটে যাওয়া বল দ্বিতীয় চেষ্টায় ঠিকই তালুবন্দি করেন। তার চমৎকার ক্যাচে বিদায় নেওয়া মাসুদ ২২ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ৩১ রান।

এরপর তাসকিন নিয়েছেন উইকেট। এই পেসারের বল উড়িয়ে মেরেছিলেন হায়দার আলী। কিন্তু একেবারে সীমানার সামনে থেকে দারুণ ক্যাচ নেন ইয়াসির। ফেরার আগে হায়দার ৬ বলে ১ বাউন্ডারিতে করেন ৬ রান।

মিরাজ এনে দিলেন প্রথম উইকেট

মেহেদী হাসান মিরাজের টি-টোয়েন্টি দলে ফেরাটা ওপেনার হিসেবে। তবে বাংলাদেশ দলকে তিনি যে ভূমিকায় শুরু থেকে বেশি সার্ভিস দিয়ে আসছিলেন, সেই বোলিংয়েও আলো ছড়িয়ে যাচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে তিনিই প্রথম উইকেট এনে দিয়েছেন। বাবর আজমকে আউট করেছেন মিরাজ।

আবারও উদ্বোধনী জুটিতে রান পেয়েছে পাকিস্তান। পাওয়ার প্লেতে বাংলাদেশকে হতাশায় রাখলেও বেশিক্ষণ উইকেট আগলে রাখতে পারেনি তারা। অষ্টম ওভারের শুরুতেই বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেটের স্বাদ দিয়েছেন মিরাজ। ‍ডানহাতি স্পিনারের বল সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে মোস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন পাকিস্তান অধিনায়ক। ফেরার আগে ২৫ বলে ৪ বাউন্ডারিতে ২২ রান করেন বাবর।

পাওয়ার প্লেতে সাফল্য নেই বাংলাদেশের

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপেনিং জুটি দুর্দান্ত। তারই ধারাবাহিকতা দেখা গেলো বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে। ওপেনিংয়ে দারুণ শুরু এনে দিয়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের চমৎকার ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনও উইকেট পায়নি বাংলাদেশ।

বাবর-রিজওয়ানের ম্যাজিক্যাল ওপেনিং জুটির সাফল্য চলছেই। উইকেট ধরে রেখে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করার চেষ্টা বাংলাদেশের বিপক্ষেও সচল থাকলো। পাওয়ার প্লেতে তারা উইকেট হারাতে দেয়নি পাকিস্তানকে। প্রথম ৬ ওভারে বাবর-রিজওয়ান স্কোরে জমা করে ৪৩ রান।

টস করলেন সোহান, একাদশে নেই সাকিব

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের শুরুতেই অন্যরকম দৃশ্য বাংলাদেশ দলে! টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে নেই। তার জায়গায় বাবর আজমের সঙ্গে টস করলেন নুরুল হাসান সোহান। তিনি টস জেতায় শুরুতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

আজ (শুক্রবার) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই সিরিজের অফিসিয়াল ফটোসেশনে অনুপস্থিত ছিলেন নিয়মিত অধিনায়ক সাকিব। তার জায়গায় নিউজিল্যান্ড ও পাকিস্তানের অধিনায়কের সঙ্গে ফটোসেশন করেছিলেন সাকিবের ডেপুটি সোহান। ম্যাচেও টস করলেন এই উইকেটকিপার ব্যাটার। ভিসাসংক্রান্ত জটিলতায় সাকিবের নিউজিল্যান্ড পৌঁছাতে দেরি হয়েছে। ম্যাচেও সম্ভবত সেটির প্রভাব পড়েছে।

সাকিব না থাকায় একাদশে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বোলিং আক্রমণে তার সঙ্গে আছেন তিন পেসার-তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে ওপেনিংয়ে যথারীতি সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!