X
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪
৮ ফাল্গুন ১৪৩০

শুরুতে জয় পেলে বদলে যাবে বাংলাদেশ: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২২, ২০:০২আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ২০:০৩

টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘদিন ধরেই পায়ের নিচে মাটি পাচ্ছে না বাংলাদেশ দল। বিশ্বকাপ মঞ্চে নামার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল সাকিব আল হাসানের দল। ওখানেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপ মিশন শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্ম-আপে ম্যাচেও হতাশ করেছে বাংলাদেশ। আজ (বুধবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। এই যখন অবস্থা, তখন বিশ্বকাপে সাকিবদের নিয়ে বাজি ধরার লোকের সংখ্যা কম। সাবেক অধিনায়ক মাশরাফি অবশ্য জানালেন একটি জয় পেলেই বদলে যাবে বাংলাদেশ।

আজ (বুধবার) সিলেট স্ট্রাইকার্সের লোগো উন্মোচন অনুষ্ঠানে মাশরাফি দলের প্রতি শুভকামনা জানিয়েছেন, ‘একটা নতুন টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয় সবার মানসিকভাবে ফ্রেশ থাকা উচিত। শুরুর দিকে যদি আমরা একটা-দুটো ম্যাচ জিতে যাই, তাহলে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবকিছু। আমাদের সক্ষমতা আছে, এখন ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভালো ফল হবে।’

দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করতেই মাশরাফির কূটনৈতিক উত্তর, ‘আমি ক্রিকেট ফলোর ভেতর ছিলাম না। এজন্য প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আমাকে বিশ্বাস করুন, একটা খেলাও দেখার সুযোগ হয়নি। গতকাল পর্যন্ত অত্যন্ত ব্যস্ত ছিলাম। মূল বিশ্বকাপ এখন শুরু হবে, দেখবো, তখন হয়তো কথা বলতে পারবো।’

শেষে মাশরাফি যোগ করেছেন, ‘সাবেক ক্রিকেটার হিসেবে শুভকামনা ছিল, থাকবে। আশা করছি যা কিছু হয়েছে, এটুকু বলতে পারি বাংলাদেশ টিম টি-টোয়েন্টি খেলার ভেতর আছে। অনেকদিন ধরে খেলা হচ্ছে। ফল আমাদের পক্ষে না আসলেও অনেকদিন ধরে খেলছে। ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ আছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই বিদায় বলবেন ওয়ার্নার 
আ.লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান পল্টু, সদস্য সচিব মাশরাফী
যুব ও ক্রীড়ার সংসদীয় কমিটিতে মাশরাফি ও সাকিব
সর্বশেষ খবর
উজবেকিস্তানে ভাষা আন্দোলনের গল্প শোনালেন বাংলাদেশের রাষ্ট্রদূত
উজবেকিস্তানে ভাষা আন্দোলনের গল্প শোনালেন বাংলাদেশের রাষ্ট্রদূত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ‘নতুন অধ্যায়’: কী চায় দুই দেশ?
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ‘নতুন অধ্যায়’: কী চায় দুই দেশ?
বিশেষ দিনগুলোতে ফুল বিক্রি কমেছে
বিশেষ দিনগুলোতে ফুল বিক্রি কমেছে
সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে আফগানিস্তান 
সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে আফগানিস্তান 
সর্বাধিক পঠিত
কেন বারবার অকেজো হয় মেট্রো স্টেশনের টিকিট মেশিন?
কেন বারবার অকেজো হয় মেট্রো স্টেশনের টিকিট মেশিন?
চার মাস কারও সঙ্গে দেখা করবেন না খন্দকার মোশাররফ
চার মাস কারও সঙ্গে দেখা করবেন না খন্দকার মোশাররফ
আত্মীয় হলেই চাকরি মেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে!
আত্মীয় হলেই চাকরি মেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে!
বঙ্গবন্ধুর ছবি মুছে ব্যঙ্গচিত্র, জাবি ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কার
বঙ্গবন্ধুর ছবি মুছে ব্যঙ্গচিত্র, জাবি ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কার
‘ওমরের বিকল্প’ তৈরির লক্ষ্যে বিএনপিতে নতুন ধর্ম সম্পাদক!
‘ওমরের বিকল্প’ তৈরির লক্ষ্যে বিএনপিতে নতুন ধর্ম সম্পাদক!