X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

শুরুতে জয় পেলে বদলে যাবে বাংলাদেশ: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২২, ২০:০২আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ২০:০৩

টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘদিন ধরেই পায়ের নিচে মাটি পাচ্ছে না বাংলাদেশ দল। বিশ্বকাপ মঞ্চে নামার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল সাকিব আল হাসানের দল। ওখানেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপ মিশন শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্ম-আপে ম্যাচেও হতাশ করেছে বাংলাদেশ। আজ (বুধবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। এই যখন অবস্থা, তখন বিশ্বকাপে সাকিবদের নিয়ে বাজি ধরার লোকের সংখ্যা কম। সাবেক অধিনায়ক মাশরাফি অবশ্য জানালেন একটি জয় পেলেই বদলে যাবে বাংলাদেশ।

আজ (বুধবার) সিলেট স্ট্রাইকার্সের লোগো উন্মোচন অনুষ্ঠানে মাশরাফি দলের প্রতি শুভকামনা জানিয়েছেন, ‘একটা নতুন টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয় সবার মানসিকভাবে ফ্রেশ থাকা উচিত। শুরুর দিকে যদি আমরা একটা-দুটো ম্যাচ জিতে যাই, তাহলে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবকিছু। আমাদের সক্ষমতা আছে, এখন ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভালো ফল হবে।’

দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করতেই মাশরাফির কূটনৈতিক উত্তর, ‘আমি ক্রিকেট ফলোর ভেতর ছিলাম না। এজন্য প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আমাকে বিশ্বাস করুন, একটা খেলাও দেখার সুযোগ হয়নি। গতকাল পর্যন্ত অত্যন্ত ব্যস্ত ছিলাম। মূল বিশ্বকাপ এখন শুরু হবে, দেখবো, তখন হয়তো কথা বলতে পারবো।’

শেষে মাশরাফি যোগ করেছেন, ‘সাবেক ক্রিকেটার হিসেবে শুভকামনা ছিল, থাকবে। আশা করছি যা কিছু হয়েছে, এটুকু বলতে পারি বাংলাদেশ টিম টি-টোয়েন্টি খেলার ভেতর আছে। অনেকদিন ধরে খেলা হচ্ছে। ফল আমাদের পক্ষে না আসলেও অনেকদিন ধরে খেলছে। ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ আছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
তামিমকে নিয়ে মাশরাফির পোস্ট, ‘তোর কাছে যাইতে পারলাম না ভাডি’
সাকিব-মুশফিকদের হৃদয় জুড়ে মাহমুদউল্লাহ
মুশফিকের অবসরে মাশরাফি-তাসকিনদের আবেগঘন পোস্ট
সর্বশেষ খবর
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়