X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

নিউজিল্যান্ডের ৬ ভেন্যুতে খেলবে বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২২, ১৮:৪৩আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৮:৪৩

নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামী ২৪ নভেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে নিগার সুলতানারা। ২৪ দিনের এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশের মেয়েরা। এজন্য আজ (শনিবার) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রকৃতির সৌন্দর্য ঘেরা নিউজিল্যান্ডে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে দুই ফরম্যাটের ৬ ম্যাচ ৬ ভেন্যুতে খেলবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চ, ডানেডিন ও কুইন্সটাউনে হবে তিনটি টি-টোয়েন্টি। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ওয়েলিংটন, নেপিয়ার ও হ্যামিল্টনে।

ক্রাইস্টচার্চে তিনটি অনুশীলন সেশন ছাড়াও কুড়ি ওভারের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলদেশের মেয়েরা। ২৮ নভেম্বর ওয়ানডে ফরম্যাটে এবং ৩০ নভেম্বর টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি ক্রাস্টাচার্চে অনুষ্ঠিত হবে।

হ্যাগলি ওভালে ২ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ৪ ডিসেম্বর ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে দ্বিতীয় এবং ৭ ডিসেম্বর কুইন্সটাউনের জন ডেভিস ওভালে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে।

টি-টোয়েন্টি সিরিজ খেলে ৮ ডিসেম্বর ওয়েলিংটনের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা। ওয়েলিংটনের ভেসিন রিজার্ভে ১১ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দিন বিরতি দিয়ে ১৪ ডিসেম্বর নেপিয়ারের মেকলন পার্কে দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে। ১৭ ডিসেম্বর হ্যামিল্টনের সেডন পার্কে তৃতীয় ওয়ানডে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, শানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম, মারুফা আক্তার, রাবেয়া, দিলারা আক্তার ও দিশা বিশ্বাস।

/আরআই/কেআর/
সম্পর্কিত
নারী ইমার্জিং ওয়ানডে সিরিজদক্ষিণ আফ্রিকার কাছে হেরে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
র‍্যাঙ্কিংয়ে উন্নতি নাহিদা, শারমিন ও রিতুর
সর্বশেষ খবর
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে
লিবিয়ার ত্রিপোলিতে মিলিশিয়া প্রধান খুন, সংঘর্ষে নিহত ৬
লিবিয়ার ত্রিপোলিতে মিলিশিয়া প্রধান খুন, সংঘর্ষে নিহত ৬
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি