X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আবারও ব্যর্থ মুমিনুল, টেস্টে সুযোগ মিলবে তো?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২২, ১৭:৫৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৭:৫৮

ভারতের বিপক্ষে চলছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে দুই টেস্টের প্রথমটি। তার আগে মুমিনুলের অফ ফর্ম চিন্তার খোরাক জোগাচ্ছে। লম্বা সময় ধরে রানের মধ্যে নেই সাবেক এই টেস্ট অধিনায়ক।

ভারত ‘এ’ দলের বিপক্ষে শেষ চার দিনের ম্যাচের প্রথম ইনিংসেও হাসেনি মুমিনুলের ব্যাট। আউট হয়েছেন ১৫ রানে। টানা এমন ব্যর্থতার পর ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ একাদশে মুমিনুল কি সুযোগ পাবেন? এমন প্রশ্নই ক্রিকেট পাড়ায়!

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। ৩৬ রানে সাদমান ইসলাম (৪) ও মাহমুদুল হাসান জয় (১২) রানে আউটের পর হাল ধরে জাকির হাসান ও মুমিনুল হক জুটি। ৪২ রানের জুটি হতেই মুমিনুল ১৫ রানে আউট হন।

কক্সবাজারে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুই ইনিংসে ৪ ও ১৭ রান করেছেন মুমিনুল। তার আগে তামিলনাড়ুর একটি দলের বিপক্ষে খেলতে গিয়ে ছিলেন নিজের ছায়া হয়ে। জাতীয় লিগ, বিসিএলে রান করতে পারেননি। জাতীয় দলে তো দীর্ঘদিন ধরেই অফ ফর্মে। জাতীয় দলের জার্সিতে ১২ ইনিংস আগে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তার আগে চার ইনিংসেও দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি এই ব্যাটার। লম্বা সময় ধরে নিজেকে খুঁজে ফিরছেন মুমিনুল। এমন ব্যর্থতার পর মুমিনুলের টেস্ট ক্যারিয়ারই শঙ্কায় পড়ে গেছে।

মঙ্গলবার সিলেটে মুমিনুল আউট হওয়ার পর ৬ রানের মধ্যে মোহাম্মদ মিঠুন (৪), জাকির হাসান (৪৬) রানে আউট হন। জাকির অবশ্য প্রথম ম্যাচে সেঞ্চুরি করে দলের হার এড়াতে ভূমিকা রেখেছিলেন। এরপর জাকির আলী অনিক ও শাহাদাত হোসেন মিলে ৬ষ্ঠ উইকেটে ১৩৯ রানের জুটি গড়েন। এই জুটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ‘এ’ দল কোনও রকমে ২৫১ রান তুলতে পারে। শাহাদাত হোসেন ৮০ ও জাকির আলীর ব্যাট থেকে আসে ৬২ রান।

ভারতের বোলারদের মধ্যে মুকেশ কুমার সর্বোচ্চ ৬টি উইকেট নিয়েছেন। উমেশ যাদব ও জয়ন্ত যাদব দুটি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশকে অলআউট করে দিনের শেষ লগ্নে এসে ব্যাটিংয়ে নামে ভারত। ৪ ওভারে ১১ রান তুলে দিন শেষ করেছে তারা। যশস্বী জওসয়াল (৮) ও অভিমন্যু ইশ্বরন (৩) রান অপরাজিত আছেন।

/আরআই/এনএআর/
সম্পর্কিত
দুই স্তরের টেস্ট ইস্যুতে মুখ খুললেন মুমিনুল
সবচেয়ে বেশি শূন্য এখন মুমিনুলের!
চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় মুমিনুলের সেঞ্চুরি
সর্বশেষ খবর
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি, থানায় জিডি
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি, থানায় জিডি
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা