X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তামিমকে ছাড়া টেস্ট দল ঘোষণা, নতুন মুখ জাকির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১৫:৪৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৬:০০

ওয়ানডে সিরিজের মতো প্রথম টেস্ট থেকেও ছিটকে গেছেন তামিম ইকবাল। কুঁচকির চোটে ঢাকা টেস্টে থাকা নিয়েও আছে সংশয়। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম টেস্টের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কুঁচকির ইনজুরিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান তামিম। আশা করা হচ্ছিল টেস্ট সিরিজে ফিরবেন। কিন্তু প্রথম টেস্টে তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে। এদিকে ওয়ানডে সিরিজে দলের সঙ্গে থাকলেও পিঠের পুরনো ইনজুরিতে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি তাসকিন আহমেদ। তবে প্রথম টেস্টে তাকে স্কোয়াডে রাখা হয়েছে। পেস আক্রমণে তার সঙ্গী হিসাবে আছেন সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম ও রেজাউর রহমান রাজা।

এদিকে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাকির হাসান। বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিভার জানান দেন এই তরুণ। সম্প্রতি ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে কক্সবাজারে দারুণ এক সেঞ্চুরি করেন। তার ১৭৩ রানের ইনিংসের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ‘এ’ দল হার এড়িয়েছে। সিলেটে চলমান দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে খেলেছেন ৪৬ রানের ইনিংস।

এর বাইরে অফফর্মে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন টেস্ট দলে। তার মধ্যে অন্যতম মুমিনুল হক। সাবেক এই অধিনায়ক দীর্ঘ সময় ধরে রান করতে পারছেন না। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট কিংবা ‘এ’ দল- কোথাও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি টেস্ট দলের সাবেক অধিনায়ক।  কক্সবাজারে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুই ইনিংসে ৪, ১৭ রান করেছেন মুমিনুল। সিলেট প্রথম ইনিংসে খেলেছেন ৪ রানের ইনিংস।

তার আগে তামিলনাড়ুর একটি দলের বিপক্ষে খেলেছেন নিজের ছায়া হয়ে। জাতীয় লিগ, বিসিএলে রান করতে পারেননি। জাতীয় দলে তো দীর্ঘদিন ধরেই অফফর্মে। জাতীয় দলের জার্সিতে ১২ ইনিংস আগে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তার আগে চার ইনিংসেও দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি এই ব্যাটার। লম্বা সময় ধরে নিজেকে খুঁজে ফিরছেন মুমিনুল। এই অবস্থায় মুমিনুলের সুযোগ নিশ্চিত ভাবেই প্রশ্নবিদ্ধ করবে।

মুমিনুল ছাড়াও মাহমুদুল হাসান জয় ও এনামুল হকও ব্যর্থতার বৃত্তেই আছেন।

১৭ সদস্যের টেস্ট স্কোয়াড: মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলি রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক বিজয়।

বিস্তারিত আসছে..

 

/আরআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি