X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাকিবদের হারিয়ে প্লে-অফে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জানুয়ারি ২০২৩, ১৭:১১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৭:১১

বিপিএলে উড়তে থাকা সাকিবদের ফরচুন বরিশালকে হারিয়েছে তাসকিন-সৌম্য-নাসিরদের নিয়ে গড়া ঢাকা ডমিনেটরস। ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৫৬ রানে অলআউট হয়েছে বরিশাল। ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ঢাকা ৭ বল আগেই ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে। তাতে ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ঢাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং বান্ধব উইকেটে ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করে তারা। ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন এনে সৌম্যর সঙ্গে মিঠুনকে পাঠানো হয় ওপেনিংয়ে। এই বদলের ফলও মেলে। ওপেনিং জুটিতে আসে ৭৪ রান। ২২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৭ রান করে আউট হন সৌম্য। এরপর মিঠুন ও আব্দুল্লাহ আল মামুন মিলে ২৯ রানের জুটি গড়েছেন। মিঠুন ৩৬ বলে ৫৪ রান করে আউট হলে ভাঙে জুটি। ম্যাচসেরাও হয়েছেন তিনি। এরপর ১৯ রান যোগ করে সাজঘরে ফেরেন সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের সদস্য মামুন (২৬)। 

বাকি পথটুকু অধিনায়ক নাসির একাই পাড়ি দিয়েছেন। নাসির ১৬ বলে ২০ রানে অপরাজিত থেকেছেন। আর অ্যালেক্স ব্লেক ১২ বলে খেলেন ১৫ রানের ইনিংস।

ফরচুন বরিশালের বোলারদের মধ্যে সাকিব আল হাসান ১৮ রানে নেন দুটি উইকেট। এছাড়া সানজামুল ইসলাম দুটি এবং করিম জানাত নেন একটি উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলটি তার পরেও দেড়শো পার করেছে। দলীয় ৯২ রানে সর্বোচ্চ ইনিংস খেলা এনামুলের (৪২) বিদায়ে পতন হয় পঞ্চম উইকেটের। এর পর মাহমুদউল্লাহ ও সালমান হোসেনের আক্রমণাত্মক ব্যাটিং-ই দেড়শো ছাড়াতে ভূমিকা রেখেছে। ১৭ ওভার পর্যন্তও তাদের রান ছিল ৫ উইকেটে ১১১। পরের দুই ওভারে ঝড় তুলে খেলেছেন সালমান-মাহমুদউল্লাহ। ১৮তম ওভারে চতুর্থ চার মারার পরের বলে মাহমুদউল্লাহ আউট হয়েছেন। ২৭ বলে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। সালমান খেলেন ১২ বলে ১৪ রানের ইনিংস। করিম জানাত নেমেই ঝড় তোলেন। শরিফুল ইসলামকে দুটি ছয় ও চার মারেন পরপর তিন বলে। ৫ বলে খেলেন ১৭ রানের ক্যামিও একটি ইনিংস। সর্বোচ্চ ৪২ রান আসে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। সবমিলিয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ১৫৬। 

বরিশালের হয়ে আমির হামজা সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
মিলারকে নিয়ে আকরাম মিথ্যাচার করছে: ফরচুন বরিশাল
কোটি টাকার লোভনীয় প্রস্তাবে বিয়ে পিছিয়ে বিপিএল খেলেছেন মিলার!
বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে নগদের ২০ লাখ টাকার পুরস্কার
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া