X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বেঙ্গালুরুর ১৭ ও ৩৩৩ নম্বর জার্সি অবসরে

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ১০:৩৫আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১১:২৪

ক্লাবের সাবেক দুই লিজেন্ডারি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলকে সম্মানিত করার উদ্যোগ নিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই আইকনিক তারকা দলটির হয়ে বহু বছর খেলেছেন। তাদেরকে ক্লাবের হল অব ফেমে অভিষিক্ত করা হচ্ছে, একই সঙ্গে তাদের ১৭ ও ৩৩৩ নম্বর জার্সিকে অবসরে পাঠানো হচ্ছে।

গত বছর বেঙ্গালুরু এক ঘোষণা দিয়ে ডি ভিলিয়ার্স ও গেইলকে হল অব ফেমে অন্তর্ভুক্তির কথা জানায়। ২০১১ সাল থেকে ১১ মৌসুম এই ক্লাবে খেলেছেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকান ব্যাটিং গ্রেটের জার্সি নম্বর ছিল ১৭। ১৫৬ ম্যাচ খেলে ৩৭ হাফ সেঞ্চুরি ও ২ সেঞ্চুরিতে তার রান ৪৪৯১।

অন্যদিকে গেইল ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বেঙ্গালুরুতে ছিলেন। পাঁচ সেঞ্চুরিতে মোট ৩১৬৩ রান করেন। এর মধ্যে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ১৭৫ রান করেন এই ব্যাটার। তার জার্সি নম্বর ৩৩৩, সংখ্যাটির বিশেষত্ব, টেস্টের সর্বোচ্চ রানও এটাই।

আগামী ২৬ মার্চ বেঙ্গালুরু তাদের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে আনবক্স ইভেন্ট আয়োজন করবে। এই অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে তাদের আইপিএল অধ্যায়। সেখানেই এক আয়োজনের মধ্য দিয়ে ডি ভিলিয়ার্স ও গেইলকে সম্মানিত করা হবে। ফ্র্যাঞ্চাইজি তাদের টুইটারে জানায়, ‘এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের সম্মানে জার্সি নম্বর ১৭ ও ৩৩৩ চিরদিনের জন্য অবসর যাচ্ছে। ওই দিন আরসিবি লিজেন্ডদের হল অব ফেমে অভিষিক্ত করা হবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়