X
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
৭ চৈত্র ১৪২৯

দুই ডাবল সেঞ্চুরিতে নিউ জিল্যান্ডের রানপাহাড়, বিপাকে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ১১:৫৭আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১২:৩০

ছয় মাস আগেও অনেকের মনে প্রশ্ন উঠেছিল, কেন উইলিয়ামসন কবে ব্যাট হাতে তার সেরা ফর্ম আবিষ্কার করবেন। ছয় দিন আগেও দলে হেনরি নিকলসের জায়গা ছিল প্রশ্নবিদ্ধ। ওয়েলিংটন টেস্টে সব প্রশ্নের ইতি টানলেন তারা।

ফর্মের তুঙ্গে উঠেছেন উইলিয়ামসন। তার সঙ্গে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন আলো ছড়ালেন নিকলসও। দুজনে গড়লেন ইতিহাস, নিউ জিল্যান্ডের একই ইনিংসে ডাবল সেঞ্চুরি করা সতীর্থ তারা। অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে দুজন করলেন ডাবল সেঞ্চুরি, রানপাহাড়ে চাপা পড়লো শ্রীলঙ্কা। কিউইদের ৫৮০ রানের জবাবে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ২০ রান না হতেই ২ উইকেট হারিয়ে বিপাকে লঙ্কানরা।

২১৫ রানে আউট হওয়ার পর রাজিথার অভিনন্দনে সিক্ত উইলিয়ামসন

৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শনিবার খেলা শুরু করেন উইলিয়ামসন ও নিকলস। টানা দুই সেশন অবলীলায় ব্যাটিং করে গেছেন। ২৬ রানে খেলতে নামা উইলিয়ামসন ১০৬ বলে করেন হাফ সেঞ্চুরি, তার চেয়ে দ্রুত ফিফটি ছোঁন নিকলস, ৭৯ বলে। ২ উইকেটে ১৫৫ রানের দিন শুরু করা নিউ জিল্যান্ডের প্রথমে সেশন শেষে স্কোর আর কোনও উইকেট না হারিয়ে ৩০৪। ততক্ষণে উইলিয়ামসন তার ২৮তম সেঞ্চুরি হাঁকান। টানা তৃতীয় টেস্টে শতক মারলেন তিনি ১৭১ বল খেলে, ছিল ১০ চার ও ২ ছয়।

লাঞ্চ থেকে চা বিরতি পর্যন্তও তৃতীয় উইকেটে দুর্দান্ত দুই ব্যাটার। নিকলস উইলিয়ামসনের চেয়ে দুটি বল বেশি খেলে সেঞ্চুরি পান, যা ১৫ ইনিংস পর। ২৮৫ বল খেলে তৃতীয় সেশনের শুরুতে ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরির দেখা পান উইলিয়ামসন, ধনাঞ্জয়া ডি সিলভাকে চার মেরে। ৪৫৯ বলে তাদের জুটি পৌঁছায় ৩৫০-এ।

প্রথম ডাবল সেঞ্চুরি নিকলসের

দুইশ উদযাপনের পর আর ১১ বল টিকে ছিলেন উইলিয়ামসন। ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটার থামেন ২১৫ রানে। ২৩ চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ২৯৬ বলের ইনিংস। প্রভাত জয়াসুরিয়ার শিকার হন সাবেক কিউই অধিনায়ক। ভাঙে ৩৬৩ রানের জুটি।

তার দেখানো পথে নিকলস প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পান। ২৪০ বলে ১৫ চার ও ৪ ছয়ে এই কীর্তি গড়েন বাঁহাতি ব্যাটার। তার ডাবল সেঞ্চুরির পরের বল খেলে ৪ উইকেটে ৫৮০ রানে ইনিংস ঘোষণা করে নিউ জিল্যান্ড। ড্যারিল মিচেলের সঙ্গে ৩০ বলে ৪৯ ও টম ব্লান্ডেলকে নিয়ে ৩৪ বলে অপরাজিত ৫০ রানের জুটি গড়েন নিকলস। ৬ ও ৯২ রানে জীবন পাওয়া ৩১ বছর বয়সী এই ব্যাটার অপরাজিত ছিলেন ২০০ রানে।

শুরুতেই উদ্বোধনী জুটি ভেঙে দিলেন হেনরি

বিশাল ইনিংসের জবাবে দলীয় ১৩ ও ১৮ রানে উইকেট হারায় শ্রীলঙ্কা। ৬ রানে ওশাদা ফার্নান্দো উইকেট হারান ম্যাট হেনরির বলে। ১০ বল খেলেও রানের খাতা না খুলে ডগ ব্রেসওয়েলের শিকার কুশল মেন্ডিস। অধিনায়ক দিমুথ করুণারত্নে ও নাইটওয়াচম্যান প্রভাতের ৮ রানের অপরাজিত জুটিতে দিন শেষ করে সফরকারীরা। ২ উইকেটে তাদের স্কোর ২৬ রান।

/এফএইচএম/
সর্বশেষ খবর
কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন যে ১০ কারণে
কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন যে ১০ কারণে
২১১টি উপজেলায় আর কেউ গৃহহীন থাকছে না
২১১টি উপজেলায় আর কেউ গৃহহীন থাকছে না
উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেলো ২ রোহিঙ্গার
উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেলো ২ রোহিঙ্গার
ফাহিমের কণ্ঠে হিন্দি গান ‘গালি গালি’
ফাহিমের কণ্ঠে হিন্দি গান ‘গালি গালি’
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের উদ্বেগ
প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের উদ্বেগ
মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে ঐ নারী কী করছিলেন: বুবলী
মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে ঐ নারী কী করছিলেন: বুবলী
ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে টঙ্গী সাভার কেরানীগঞ্জ
ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে টঙ্গী সাভার কেরানীগঞ্জ
মাছ ধরতে গিয়ে মিললো বস্তা, খুলতেই দেখা গেলো লাশ, সঙ্গে ৮টি ইট
মাছ ধরতে গিয়ে মিললো বস্তা, খুলতেই দেখা গেলো লাশ, সঙ্গে ৮টি ইট
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!