X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাভুমার ১৪৪ রানও প্রোটিয়াদের জেতাতে পারেনি!  

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ০২:১৩আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০২:১৭

দ্বিতীয় ওয়ানডে জিততে ৫০ বলে আর ৪৮ রান করতে হতো দক্ষিণ আফ্রিকার। কিন্তু যোগ্য সঙ্গী না পাওয়া তেম্বা বাভুমাও রক্তে মাংসে গড়া মানুষ। দলকে একা একা আর কতদূরই বা টেনে নেওয়া যায়। শেষ পর্যন্ত হার মানলেন ১৪৪ রানের অসাধারণ এক ইনিংসে! তার আউট হতে দক্ষিণ আফ্রিকাও পরাজয় দেখেছে ৪৮ রানের। স্বাগতিকরা ৪১.৪ ওভারে ২৮৭ রানে গুটিয়ে গেছে। তাতে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়া তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

৩৩৬ রানের লক্ষ্যে খেলতে নামা প্রোটিয়াদের দুই ব্যাটার বলার মতো যা ব্যাটিং করেছেন। ওপেনার কুইন্টন ডি কক ২৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় খেলেছেন ৪৮ রানের বিস্ফোরক ইনিংস। তার বিদায়ে ৭৬ রানে ভাঙে ওপেনিং জুটি। বাকিরা সেভাবে অবদান রাখতে পারেননি। একার লড়াইয়ে ম্যাচটা জমিয়ে রেখেছিলেন শুধু অধিনায়ক বাভুমা। টানা দ্বিতীয় সেঞ্চুরি পেলেও তার একার লড়াই বৃথা গেছে। ১১৮ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ৭টি ছয়।   

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে শঙ্কার মাঝে থাকা প্রোটিয়ারা ৪ অভিষিক্ত ক্রিকেটার নিয়ে এদিন মাঠে নেমেছে। তাদের তিন ব্যাটার রায়ান রিকেলটন (১৪), টনি ডি জর্জি (২৭) ও ত্রিস্টান স্টাবসের (৬) কেউ প্রত্যাশা পূরণ করতে পারেননি। যার ফলটা শেষ পর্যন্ত ভুগতে হয়েছে প্রোটিয়াদের। তবে সফরকারী ক্যারিবীয় বোলারদেরও কৃতিত্ব দিতে হবে। ইস্ট লন্ডনে আলজারি জোসেফ, আকিল হোসেনরা শর্ট আর স্লোয়ার বলকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সাফল্য পেয়েছেন। ৫৩ রানে ৩ উইকেট নিয়েছেন জোসেফ। ৫৯ রানে সম সংখ্যক উইকেট নেন আকিল হোসেনও। একটি করে নিয়েছেন কাইল মেয়ার্স, ওডিন স্মিথ ও ইয়ানিক কারিয়াহ।  

টস জিতে শুরুতে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। ১২৮ রানের অপরাজিত ইনিংসে দলকে তিনশো ছাড়ানো স্কোর পাইয়ে দিতে অবদান রেখেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক শাই হোপ। ১১৫ বলে ৫ চার ও ৭ ছক্কায় ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। দুটি হাফসেঞ্চুরি ছাড়ানো জুটি গড়তেও অবদান ছিল তার। নিকোলাস পুরান ৩৯, রোভম্যান পাওয়েল ৪৬ রানে তাকে সঙ্গ দিয়েছেন। তাছাড়া দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও কাইল মেয়ার্সের ব্যাট থেকেও আসে ৬৭ রানের জুটি। তারা যথাক্রমে ৩০ ও ৩৬ রানের ইনিংস খেলেছেন। তাতে ৮ উইকেটে ৩৩৫ রানের স্কোরবোর্ড পেয়েছে ক্যারিবীয় দল। ম্যাচ জেতাতে অবদান রাখায় ম্যাচসেরাও হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।   

প্রোটিয়াদের হয়ে ৫৭ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জেরাল্ড কোয়েটজে। দুটি করে নিয়েছেন বিয়র্ন ফরটুইন ও তাবরাইজ শামসি।

/ এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা