X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

শ্বাসরুদ্ধকর জয়ে পিএসএলে আবারও চ্যাম্পিয়ন লাহোর

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ০৬:২৬আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৬:৩০

পাকিস্তান সুপার লিগের অষ্টম আসর যে উত্তেজনায় শুরু হয়েছিল, সেই একই উত্তেজনা নিয়ে শেষ হলো। এমনকি ফলও একই। শনিবার ফাইনালে মুলতান সুলতানসের বিপক্ষে ১ রানের শ্বাসরুদ্ধকর জয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো লাহোর কালান্দার্স।

গত ১৩ ফেব্রুয়ারি প্রতিযোগিতার প্রথম ম্যাচে শেষ বলে ছয় রান দরকার ছিল মুলতানের। বোলিংয়ে ছিলেন জামান খান, ব্যাটিংয়ে খুশদিল শাহ। ওই বলটি ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারেন মুলতানের ব্যাটার, জিতে যায় লাহোর। ফাইনালেও শেষ বল করলেন একই বোলার, ব্যাটিংয়েও একই ব্যাটার। দরকার চার রান। কাউ কর্নার দিয়ে শট খেলে চোখ বন্ধ করে যেন রান নিতে থাকেন খুশদিল ও আব্বাস আফ্রিদি। কিন্তু তৃতীয় রান শেষ করতে পারেননি খুশদিল, নন স্ট্রাইকিং প্রান্তে শাহীন শাহ আফ্রিদি ও ডেভিড উইজের যোগসাজশে রান আউট। ৮ উইকেটে ১৯৯ রানে থামে মুলতান, গতবারও ফাইনালে লাহোরের কাছে স্বপ্নভঙ্গ হয় তাদের।

ম্যাচ কিন্তু পেন্ডুলামের মতো দুলেছে। শেষ ৫ ওভারে ৭ উইকেটে ৬০ রান দরকার ছিল মুলতানের। ১৬তম ওভারে আউট হলেন কিয়েরন পোলার্ড। তিন ওভারে ৬ উইকেট হাতে রেখে দরকার ৪১ রান। টিম ডেভিড ও খুশদিল ক্রিজে। ১৮তম ওভারে শাহীন আফ্রিদি হিসাব নিকাশ ওলট পালট করে দিলেন বল হাতে তিন উইকেট নিয়ে।

দুই ওভারে ৩৫ রান আটকাতে হতো লাহোরকে, জয়সূর্য তখন তাদের দিকে হেলে পড়েছে। কিন্তু ১৯তম ওভারে হারিস রউফ দিয়ে দিলেন ২২ রান। শেষ ওভারে প্রয়োজন ১৩ রান, প্রথম তিন বল শেষে ব্যবধান কমলো ১০ রানে। চতুর্থ বলে বোকামি করে রান আউটের সহজ সুযোগ নষ্ট করেন বোলার জামান। শেষ ২ বলে লাগবে ৮ রান, খুশদিল চার মেরে ভয় ধরিয়ে দিলেন লাহোরের। শেষ বলে তৃতীয় রান নিয়ে সমতা ফেরাতে পারেনি মুলতান।

অবিশ্বাস্য জয়ে আবারও চ্যাম্পিয়ন লাহোর। বল হাতে চার ওভারে সর্বোচ্চ ৫১ রান দিলেও ৪ উইকেট নিয়ে সেরা বোলার শাহীন আফ্রিদি। এর আগে ব্যাটিংয়েও ঝড় তোলেন তিনি। মাত্র ১৫ বলে ২ চার ও ৫ ছয়ে ৪৪ রানে অপরাজিত ছিলেন শাহীন আফ্রিদি। লাহোরের ইনিংসে সেরা পারফরম্যান্স করেন আব্দুল্লাহ শফিক, ৪০ বলে করেন ৬৫ রান। এর আগে মির্জা বেইগের ১৮ বলে ৩০ ভালো শুরু এনে দেয় লাহোরকে।

ফাইনালের ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক শাহীন আফ্রিদি। মুলতানের ইহসানউল্লাহ ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল