X
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
৯ চৈত্র ১৪২৯

দেশে অস্ট্রেলিয়ার কাছে প্রথমবার ভারতের এমন ভরাডুবি

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ১৬:৩৭আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৭:০০

ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে বিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। মিচেল স্টার্কের বোলিংয়ে ছন্নছাড়া তাদের ব্যাটিং লাইনআপ। টস জিতে ফিল্ডিং নিয়ে স্কোর পঞ্চাশ না হতেই তাদের অর্ধেক ব্যাটারদের প্যাভিলিয়নের পথ দেখায় অজিরা। শেষ দিকে শন অ্যাবটের আগুন বোলিং। তাতে ২৬ ওভারে ১১৭ রানেই অলআউট ভারত। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের এটাই সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সব মিলিয়ে ঘরের মাঠে এটা চতুর্থ সর্বনিম্ন স্কোর।

নবম ওভারে ৪৮ রানের মধ্যে চার উইকেট হারায় ভারত। প্রথম ওভারে শুভমান গিল, পঞ্চম ওভারে পরপর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব এবং নবম ওভারে লোকেশ রাহুলকে ফেরান স্টার্ক। ৪৯ রানে স্বাগতিকদের পঞ্চম উইকেট তুলে নেন অ্যাবট।

ক্রিজে ছিলেন বিরাট কোহলি, তার সঙ্গী আগের ম্যাচের সেরা খেলোয়াড় রবীন্দ্র জাদেজা। কিন্তু নাথান এলিসের ঘূর্ণিতে এলবিডব্লিউ কোহলি। ৩৫ বলে তার ৩১ রানই শেষ পর্যন্ত ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। জাদেজাকেও (১৬) ফেরান এলিস। দুজনের ২২ রানের জুটি ছিল ভারতের ইনিংসে সবচেয়ে বড়।

২৫তম ওভারে টানা দুটি উইকেট তুলে নেন অ্যাবট। কুলদীপ যাদব ও মোহাম্মদ শামিকে ফেরান তিনি। মোহাম্মদ সিরাজকে বোল্ড করে স্টার্ক পান তার পঞ্চম উইকেট। অক্ষর প্যাটেল ২৯ রানে অপরাজিত থেকে অন্যদের আসা-যাওয়া দেখেছেন।

ওয়ানডেতে সবচেয়ে বেশি ৯ বার পাঁচ উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে তিনে স্টার্ক। তার সঙ্গে আছেন স্বদেশী ব্রেট লি ও পাকিস্তানের শহীদ আফ্রিদি। ৮ ওভারে ৫৩ রান দেন স্টার্ক, ছিল একটি মেইডেন ওভার। অ্যাবট পান দ্বিতীয় সর্বোচ্চ তিন উইকেট। 

/এফএইচএম/
সর্বশেষ খবর
৬৫ বছরের পুরনো স্কুলের নাম পরিবর্তন
৬৫ বছরের পুরনো স্কুলের নাম পরিবর্তন
পুণ্যভূমি সিলেটে অনেক প্রাপ্তির সিরিজ জয়
পুণ্যভূমি সিলেটে অনেক প্রাপ্তির সিরিজ জয়
গৃহহীনের আশার আলো - জননেত্রী শেখ হাসিনা: সজীব ওয়াজেদ জয়
গৃহহীনের আশার আলো - জননেত্রী শেখ হাসিনা: সজীব ওয়াজেদ জয়
‘স্যার’ বলা নিয়ে রংপুরের ডিসির সঙ্গে কী হয়েছিল শিক্ষকের?
‘স্যার’ বলা নিয়ে রংপুরের ডিসির সঙ্গে কী হয়েছিল শিক্ষকের?
সর্বাধিক পঠিত
৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
অস্ট্রেলিয়ান নায়িকার সঙ্গে হোটেলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব
আদালতে দেওয়া জবানবন্দিঅস্ট্রেলিয়ান নায়িকার সঙ্গে হোটেলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব
শনিবার খোলা থাকবে ব্যাংক
শনিবার খোলা থাকবে ব্যাংক
স্বামীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনি ভাড়া করেন স্ত্রী, কাজ শেষে দেন ৫০০
স্বামীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনি ভাড়া করেন স্ত্রী, কাজ শেষে দেন ৫০০
এফবিসিসিআই’র ডাকে সাড়া দেননি মুরগি ব্যবসায়ীরা
এফবিসিসিআই’র ডাকে সাড়া দেননি মুরগি ব্যবসায়ীরা