X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ছুটির দিনে প্রকৃতির সান্নিধ্যে ক্রিকেটাররা

রবিউল ইসলাম, সিলেট থেকে
২১ মার্চ ২০২৩, ২১:৫৮আপডেট : ২১ মার্চ ২০২৩, ২১:৫৮

সিলেটে প্রথম দুই ওয়ানডে শেষে মঙ্গলবার বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ছুটির সময়টা পুরোদমে উপভোগ করেছেন মোস্তাফিজুর রহমানরা। বেশ কিছু ক্রিকেটার হোটেলে থাকলেও কয়েকজন সিলেটের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছেন। কোচিং স্টাফদের সবাই প্রকৃতির সান্নিধ্যে নিজেদের বিলিয়ে দিয়েছেন। বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান বাণিজ্যিক কাজে ঢাকায় অবস্থান করছেন।

প্রথম ম্যাচে ৩৩৮ রানের বড় সংগ্রহ করেছিল বাংলাদেশ। আইরিশ বোলারদের নাস্তানাবুদ করে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছিল তামিম ইকবালের দল। ওই ম্যাচে রেকর্ড ১৮৩ রানে জয় লাভ করে। পরের ম্যাচে একই দাপট দেখিয়ে আগের রেকর্ড ভেঙে দেয় বাংলাদেশের ব্যাটাররা। দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়ে মুশফিক দলকে রেকর্ড ৩৪৯ রান এনে দেন। এমন পারফরম্যান্সের পর ক্রিকেটারদের বাধাধরা কোনও রুটিন ছিল না। পুণ্যভূমি সিলেটে ক্রিকেটাররা আনন্দ-আড্ডাতে সময় কাটিয়েছেন।

পাহাড়, টিলা আর দিগন্ত বিস্তৃত চা-বাগান যেন সিলেটকে ঢেকে রেখেছে সবুজ চাঁদরে। যেখানে পর্যটকরা মুগ্ধ হন, প্রেমে পড়েন শীতল প্রকৃতির এই লীলাভূমিতে। সিলেট হচ্ছে দুটি পাতা একটি কুঁড়ির সবুজ রংয়ের নয়নাভিরাম চারণভূমি, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) সহ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি এবং সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণের রয়েছ শ্রী চৈতন্যের তীর্থস্থান। এছাড়াও সিলেটের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতির রূপ-লাবণ্যের অপূর্ব সৌন্দর্যের ভাণ্ডার। এখানকার নৈসর্গিক প্রাকৃতিক শোভা অতি সহজে মুগ্ধ করে যে কাউকে। 

মঙ্গলবার আনুষ্ঠানিক কোনও অনুশীলন সূচি ছিল না ক্রিকেটারদের। দ্বিতীয় ওয়ানডের পর মাঝে দুই দিন বিরতি থাকায় প্রথম দিনে বিশ্রাম দেওয়া হয় ক্রিকেটারদের। সুযোগটা খুব ভালো করেই লুফে নিলেন ক্রিকেটাররা। এমন ছুটি পেয়ে কয়েকজন ক্রিকেটার সিলেটের সৌন্দর্য প্রাণভরে উপভোগ করেছেন। বাদ যাননি কোচরাও।

সিলেটের সীমান্তবর্তী একটি নদের নাম ধলাই। ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে এসেছে এটি। ধলাই নদের উৎসমুখে পাঁচ একর জায়গা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সাদা সাদা পাথর। সাদা পাথরের ওপর দিয়ে বয়ে চলা ঝরনার পানির তীব্র স্রোত নয়ন জুড়ায়। শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিষে। পাথরের উপর দিয়ে প্রবল বেগে বয়ে চলা পানির কলকল শব্দে যেন পাগল করা ছন্দ। বরফ গলার মতো ঠাণ্ডা সেই পানি। বেশিক্ষণ গা ভেজালে শরীরে শীতের কাঁপন লেগে যাওয়ার মতো অবস্থা হয়। এখানেই ভোলাগঞ্জের সাদা পাথর দেখতে বেরিয়ে যান পেসার হাসান মাহমুদ। তার সঙ্গে যোগ দেন দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। টিম ম্যানেজার নাফিস ইকবাল ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও ছিলেন তাদের সঙ্গে।
 
অন্যপ্রান্তে স্ত্রীকে নিয়ে এদিন ঘুরতে বের হন পেসার মোস্তাফিজ। চা বাগান ঘুরে রাতারগুলের সোয়াম ফরেস্টেও যান তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন সেই ছবি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রকৃতির সান্নিধ্যে।’

তবে দলের সবচেয়ে বড় তারকা সাকিব উড়ে গেছেন ঢাকায়। বিমান বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সম্পন্ন করেছেন তিনি। প্রায় প্রতিদিনই নানা কর্মকাণ্ডে যুক্ত থাকা এক ক্রিকেটার এত কিছু সামলান কীভাবে জানতে চাইলে বলেন, ‘যে পারে সে সব পারে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!