X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডোনাল্ড বলছেন, সিলেটে ৪০০ রান সম্ভব

রবিউল ইসলাম, সিলেট থেকে
২২ মার্চ ২০২৩, ২০:০১আপডেট : ২২ মার্চ ২০২৩, ২০:০১

আয়ারল্যান্ডে বিপক্ষে আগের দুই ম্যাচে সাড়ে তিনশো রানের কাছাকাছি করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার হবে শেষ ম্যাচ। ওই ম্যাচ জিতলেই বাংলাদেশ সিরিজ নিশ্চিত করবে। শেষ ম্যাচের আগে পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড জানালেন, সিলেটে শেষ ওয়ানডেতে আরও বড় জুটি করতে পারলে ৪০০ রানও করা সম্ভব।

ওয়ানডে ক্রিকেট বাংলাদেশ এখন অব্দি ৪০৮টি ম্যাচ খেলেছে। তার মধ্যে মাত্র ২৫ বার ৩০০ প্লাস রান করতে পেরেছে। সেখানে আবার বেশিরভাগ স্কোরই ৩০০’র সামান্য বেশি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৩ রান করেছিল বাংলাদেশ। এতদিন ওটাই ছিল সর্বোচ্চ সংগ্রহ। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছে তারা। প্রথম ওয়ানডেতে ৩৩৮ রানের পর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৩৪৯ রান করেছে। তাহলে বাংলাদেশের পক্ষে ৪০০ রান করা সম্ভব? আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাঠিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ভালো করতে হলে ৪০০ রান করার অভ্যাস থাকতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেছেন, ‘সম্ভব, এতে কোনো সন্দেহ নেই।’

তবে সেটি করতে হলে ইনিংস লম্বা করার প্রয়োজন। দেখা গেছে, সিলেটে প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসান ৯৩ রানে আউট হয়েছেন। অভিষিক্ত তাওহীদ হৃদয়ও আউট হয়েছেন ৯২ রান করে। দ্বিতীয় ম্যাচে লিটন দাস ৭০ ও নাজমুল হোসেন শান্ত ৭৩ রানে আউট হয়েছেন। তাদের এই ইনিংসগুলো বড় হলেই চারশো রানে পৌঁছানো সম্ভব বলে মনে করেন ডোনাল্ড, ‘প্রথম ম্যাচে দুজন ৯০ এর ঘরে আউট হয়েছে। পরের ম্যাচে দু’জন ৭০ করেছে। মুশফিক অবশ্য ইনিংসটাকে বড় করেছে- ১০০ করেছে। আমরা ওই জুটিগুলোকে আরও গভীরে নিতে চাই। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে ১০ ওভারে আমাদের হাতে যেন ৬/৭ টি উইকেট থাকে। যেন আরও বেশি রান নিতে পারি। ওই জুটিগুলো চাইলে ইনিংস আরও লম্বা করতে পারবো।’

আগামী ৫ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে ব্যাটিং বান্ধব উইকেটে খেলতে হবে। তার আগে সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে খেলে বাংলাদেশ দারুণ প্রস্তুতির সুযোগ পেয়েছে। ডোনাল্ডের মতে, বিশ্বকাপে এই প্রস্তুতি কাজে দেবে, ‘২০১১ সালে ভারত বিশ্বকাপে আমি সম্পৃক্ত ছিলাম। দেখেছি, সেখানে উইকেটে খুব বেশি টার্ন থাকে না। ফলে বিশ্বকাপে সিলেটের মতো অনেকটা এমন উইকেটে খেলতে হবে। যেখানে বল ব্যাটে আসবে। এখানকার চেয়ে মানসিকতায় খুব একটা পরিবর্তন আনতে হবে না। এমনই থাকবে। আমরা এখান থেকে চেমসফোর্ডে যা নিতে পারি, আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাকিস্তানে এশিয়া কাপেও অ্যাপ্রোচ পাল্টাবে না।’

বাংলাদেশ আগামী মে মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে। তিন ম্যাচের ওই সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। ডোনাল্ড মনে করেন, ওই সিরিজের জন্য সিলেটের তিন ম্যাচের সিরিজটি খুব কাজে দেবে, ‘ভালো একটা দিক হচ্ছে আমরা কয়েক মাস পর যেখানে যাচ্ছি, সেখানকার জন্যও এটা ভালো প্রস্তুতি। চেমসফোর্ডে যে সিরিজ খেলবো, সেখানেও একই ধরনের উইকেট থাকবে।’

সিলেটে আগের দুটি ম্যাচে ব্যাটারদের পাশাপাশি পেসাররাও দারুণ সুবিধা পেয়েছেন। এমন উইকেট ব্যাটারদের জন্য আদর্শ। ব্যাটার ও পেসারদের প্রস্তুতিতে ভূমিকা রাখার জন্য কিউরেটরদের প্রশংসা করেছেন বাংলাদেশের পেস বোলিং কোচ, ‘এখানে যে উইকেট ছিল, সেটা অনেকটা দক্ষিণ আফ্রিকার উইকেটের মতো। দারুণ বাউন্স। আর রাতে শিশিরের কারণে বল আরও দ্রুত হয়। দারুণ স্ট্রোক প্লের জন্য আদর্শ এমন উইকেট। আপনি এখানে থিতু হলে ইনিংস বড় করা উচিত। এছাড়া উইকেটে পেস-বাউন্স আছে, ধারাবাহিকভাবে বল ক্যারি করেছে। ফলে পেসাররা ম্যাচে ভালোভাবেই ছিল। এ জন্য ব্যাটসম্যানরাও রান পাচ্ছে। এখানকার কিউরেটর খুব ভালো উইকেট বানিয়েছে।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা টেক্টরের র‌্যাঙ্কিংয়ে ইতিহাস
আয়ারল্যান্ড ম্যাচের অভিজ্ঞতা বিশ্বকাপের আগে কাজে দেবে: শান্ত
সম্ভবত ইংল্যান্ডে এটাই আমার শেষ ম্যাচ: তামিম
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা