X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভারতকে সিরিজ হারের লজ্জা দিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৩, ২৩:৩৬আপডেট : ২২ মার্চ ২০২৩, ২৩:৫৭

টার্নিং উইকেটে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্তই কাজে দিলো অস্ট্রেলিয়ার। চেন্নাইয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেটি ছিল সিরিজ নির্ধারণী। অজিদের ২৬৯ রানের পর ভারত একটা সময় জয়ের লক্ষ্যেই খেলে যাচ্ছিল। কিন্তু দলের সর্বোচ্চ স্কোরার কোহলি আউট হতেই ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে গেছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার ২১ রানের রোমাঞ্চকর জয়ে ঘরের মাঠে ৪ বছর পর সিরিজ (২-১) পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েছে ভারতীয় দল। পাশাপাশি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটিও অজিরা দখলে নিয়েছে।

২৭০ রানের লক্ষ্যে ওপেনিং জুটিতে যোগ হয়েছে ৬৫ রান। রোহিত শর্মার (৩০) বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার শুবমান গিলও ফেরেন কিছুক্ষণ পর। লোকেশ রাহুল ও বিরাট কোহলির ৬৯ রানের জুটিতে সব কিছু ঠিকঠাক মতোই চলছিল। এই জুটি ভাঙে রাহুলের (৩২) বিদায়ে। তারপরেও সমস্যা ছিল না। অক্ষর প্যাটেল ২ রানে ফিরলে আশার সঞ্চার করছিল কোহলি-পান্ডিয়ার জুটি। কোহলি ৫৪ রানে ফিরতেই ম্যাচের দৃশ্যপট দ্রুত বদলে গেছে। ওই অবস্থায় কোহলি শেষ পর্যন্ত থাকলে ভিন্ন কিছু হলেও হতে পারতো। যেহেতু অন্যপ্রান্তে পান্ডিয়া রান তুলছিলেন। কিন্তু কোহলির পর টানা তৃতীয় ম্যাচে সূর্যকুমার যাদব গোল্ডেন ডাকে ফিরলে চাপটা অনেক বেড়ে যায় ভারতীয়দের। যার ফলে ভালো ছন্দে থাকা পান্ডিয়াকেও সেই চাপের কাছে মাথা নত করতে হয়েছে। অথচ সূর্য বিদায় নেওয়ার সময় ভারতের ৮৮ বলে ৮৫ রান প্রয়োজন ছিল। হাতে ছিল ৪ উইকেট। দলীয় ২১৮ রানে পান্ডিয়ার বিদায়ে সপ্তম উইকেটের পতন হয়েছে। রবীন্দ্র জাদেজাও তীব্র চাপের সময় ১৮ রানের বেশি করতে পারেননি। স্বাগতিক দল ৪৯.১ ওভারে থেমেছে ২৪৮ রানে।

লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ছিলেন বেশি কার্যকরী। ৪৫ রানে ৪ উইকেট নিয়েছেন। ৪১ রানে দুটি নেন অ্যাশটন অ্যাগার। একটি করে নিয়েছেন মার্কাস স্টয়নিস ও শন অ্যাবট।

শুরুতে টস জিতে ব্যাট করা অস্ট্রেলিয়া ৪৯ ওভারে ২৬৯ রানে গুটিয়ে গেছে। তাদের শুরুটাও খারাপ ছিল না। ট্রাভিস হেড ও মিচেল মার্শের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১১ ওভারে যোগ হয়েছে ৬৮ রান। হেডের (৩৩) বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। দ্রুত সময়ে ৮৫ রানে পড়ে আরও ‍২ উইকেট। মাঝে ডেভিড ওয়ার্নার (২৩), মার্নাস লাবুশেন (২৮) রান পেলেও ইনিংস খুব বেশি লম্বা করতে পারেননি। তার পর অ্যালেক্স ক্যারি (৩৮), মার্কাস স্টয়নিস (২৫), শন অ্যাবটের (২৬) ছোট ছোট ইনিংস স্কোরবোর্ড সমৃদ্ধ করেছে।

ভারতের হয়ে পান্ডিয়া ৪৪ রানে ৩ উইকেট নিয়েছেন। কুলদীপ যাদবও ৫৬ রানের বিনিময়ে নেন সম সংখ্যক উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল। ম্যাচসেরা অ্যাডাম জাম্পা। সিরিজ সেরা মোট ১৯৪ রান করা মিচেল মার্শ। 

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!