X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সোহাগের নিষেধাজ্ঞা ইস্যুতে পাপন বলেছেন, ‘নো কমেন্টস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৩, ১৫:০২আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৫:০২

আর্থিক অনিয়মে ফিফা থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এই সময়ে ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ডে নিষিদ্ধ থাকবেন তিনি। পাশাপাশি ‍দিতে হচ্ছে প্রায় ১২ লাখ টাকা জরিমানাও। বাফুফে কর্তার এই দুর্নীতিতে পুরো ফুটবলাঙ্গন এখন টালমাটাল। সপ্তাহ দুয়েক আগে ফুটবল ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করলেও সোমবার এই ইস্যুতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘নো কমেন্টস’।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমিতে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার ও পণ্য সামগ্রী বিতরণ করেছে। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সোহাগের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে বিসিবি প্রধান বলেছেন, ‘নো কমেন্টস। ক্রিকেটের বাইরে কোনও কিছুতেই আমার আগ্রহ নেই। কী হচ্ছে না হচ্ছে আমি আসলে জানি না। তাই সেটা না জেনে কোনও মন্তব্য করা উচিত হবে না। এই বিষয় নিয়ে তাই কোনও কথা বলতে চাইনা।’

সোহাগ ইস্যুতে জরুরি সভাতে বসেছে বাফুফে। বিসিবি সভাপতির কাছে মনে হয়েছে, কোনও সিদ্ধান্তে আসাটা তড়িঘড়ি হয়ে যাবে, ‘আমি নিশ্চিত ফেডারেশনে যারা আছে এবং আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এটা দেখছে। এখনই এটা নিয়ে মন্তব্য করা দ্রুত হয়ে যায়। দেখি আগে কী করে। এটা নিয়ে এই মুহূর্তে কোনও কথাই বলতে চাই না। আজকে এটা না বলাই উচিত।’

বাফুফে-বিসিবির কথার লড়াই অতি সাম্প্রতিক। তাও আবার বাংলাদেশ নারী ফুটবল দলকে কেন্দ্র করে। নতুন করে বাফুফের দুর্নীতির বিষয়টি সামনে আসায় নাজমুল হাসান ‘বিতর্ক’ এড়িয়ে যাচ্ছেন কিনা- এমন প্রশ্নে বলেছেন, ‘তখন আমি মন্তব্য করেছিলাম, কারণ আমাকে নিয়ে কথা বলা হয়েছিল। সেই ক্ষোভ থেকে আমিও মন্তব্য করেছিলাম। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, তা আসলে আমি জানি না। কোনও বিষয় নিয়ে মন্তব্য করতে হলে তো সে বিষয় জানা থাকা লাগে। তাই এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চাই না।’

প্রতিবছরের মতো ইফতার পার্টি না করে এবার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে বিসিবি। এই কার্যক্রম উদ্বোধন হয়েছে সোমবার। সবমিলিয়ে ছয় হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এই ব্যাপারে বোর্ড প্রধান নাজমুল হাসান বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, ইফতার পার্টি করে লাখ লাখ টাকা খরচ না করে যদি গরীবদের মাঝে বিতরণ করা যায়। যদিও এটা দলের ক্ষেত্রে বলেছিলেন। এটা আমরা বিসিবিতে করেছি। প্রধানমন্ত্রীর এই নির্দেশক্রমে আমরা কার্যক্রম আজ (সোমবার) শুরু করেছি।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘এখানকার যারা স্টাফ আছে বিশেষ করে গ্রাউন্ডসম্যান, সিকিউরিটি, ক্লিনারস তাদেরকে প্রতীকী হিসেবে এখানে দিলাম। এরপর বস্তিতে চলে যাবে, এখানকার মাদ্রাসা আছে, ঢাকার বাইরেও কয়েকটা ভেন্যুতে  পাঠিয়ে দিচ্ছি। এখন এটা বিতরণ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে ছয় হাজার পরিবারের জন্য প্যাক করার পরিকল্পনা করেছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
‘ওভারপারফর্ম করে হারাতে হবে দক্ষিণ আফ্রিকাকে’
শান্তর ডেপুটি হিসেবে তাসকিন কেন?
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
সর্বশেষ খবর
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনার দুই ম্যাচ
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনার দুই ম্যাচ
আরেকটু হলে ক্যারিয়ারই শেষ হয়ে যেতো ফাহিমের!
আরেকটু হলে ক্যারিয়ারই শেষ হয়ে যেতো ফাহিমের!
কানাডাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘আর্টসেল’
কানাডাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘আর্টসেল’
‘বারবার নিষেধের পরেও চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বাসটি’
‘বারবার নিষেধের পরেও চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বাসটি’
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব