X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এই ঈদে মারুফার অন্যরকম অনুভূতি

রবিউল ইসলাম 
২২ এপ্রিল ২০২৩, ১৭:২৩আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ২০:১৭

চার ছেলেমেয়ে নিয়ে কৃষক বাবা মোহাম্মদ আইমুল্লার সংগ্রামী জীবন। সন্তানদের ভরণ-পোষণ করতে গিয়ে পরিশ্রম বেশিই হয়ে যাচ্ছিল তার। এমন অবস্থায় ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখাও ‘পাপ’ ছিল মারুফা আক্তারের জন্য! তবু থেমে যাননি। সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে একটু একটু করে ওপরে উঠেছেন, পরিবারেও এনেছেন সচ্ছলতা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তো বটেই, ১৮ বছরেই সিনিয়রদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গেছে। গত বছর ডিসেম্বরে অভিষেক হওয়ার পর তিনটি ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টিও খেলে ফেলেছেন তিনি। স্বপ্ন দেখেন লম্বা সময় দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। 

২০২১ সালের জানুয়ারিতে বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়েছিল মারুফার জীবনযুদ্ধ নিয়ে একটি প্রতিবেদন, ‘ক্রিকেট-স্বপ্ন ‘নিষিদ্ধ’ জেনেও ক্রিকেটেই মারুফার বসবাস’। এই নিউজে উঠে এসেছিল মারুফার কঠিন জীবনযাপন। প্রতিবেদনটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে আসার পরই মূলত তার ভাগ্য বদল শুরু হয়। অনূর্ধ্ব-১৯ জাতীয় দল ছাড়া ডানহাতি এই পেসার সুযোগ পেয়ে যান সিনিয়রদের জাতীয় দলে। অথচ সৈয়দপুর-নীলফামারী সড়কের সঙ্গে লাগোয়া ঢেলাপীর হাটের পাশের গ্রামের মেয়ে মারুফার কল্পনাতেও ছিল না এতকিছু। প্রায় আড়াই বছর পর এসে তিনি এখনও বিশ্বাস করতে পারেন না তার অর্জনের তালিকা বেশ বড়।

এই ঈদে মারুফার অন্যরকম অনুভূতি

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে মারুফা বলেছেন, ‘অনেকে শুনেই বলে ওই জায়গার মানুষ কীভাবে ক্রিকেটার হলো। ওখানকার মানুষ তো সহজে খেলাধুলায় এগোতেই পারে না। আমার উঠে আসাটা অনেকের কাছেই বিস্ময়ের। আমি এখানে (জাতীয় পর্যায়ে) আসার পর অনেক মেয়ে নতুন করে স্বপ্ন দেখছে। এগুলো মাঝে মধ্যে ভাবলে ভালো লাগে। সত্যি কথা বলতে এসব আমার জন্য অনুপ্রেরণা। আমার কাছে অনেকে জানতে চায় কীভাবে সম্ভব হলো, আমার উত্তর- নিজের ওপর বিশ্বাস আর জেদ থাকলেই সব সম্ভব।’

আড়াই বছর আগে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় মারুফা তার বাবাকে কৃষিজমি তৈরিতে সাহায্য করেছেন। সাধারণত ট্রাক্টর কিংবা হাল দিয়ে জমি চাষাবাদের উপযোগী করা হয়। কিন্তু নিজেদের গরু কিংবা মহিষ নেই, ফলে কিছুই করার ছিল না মারুফার পরিবারের। এ অবস্থায় বাবার সঙ্গে ক্ষেতে নেমে পড়েন মারুফা। সব শক্তি দিয়ে কাদায় মাখামাখি হয়ে মই টেনে জমি সমান করার কাজ করেন। ফেসবুকে এমন ছবি দেখে অনেকেরই মন খারাপ হয়, মারুফার জন্য মন কেঁদে ওঠে।

পুরোনো সেই দিনের কথা মনে এলে মারুফা দীর্ঘশ্বাস ফেলেন। কিছুক্ষণ চুপ থেকে তার উত্তর, ‘আর্থিক কষ্ট তো ছিলই। দুইবেলা ঠিকঠাক ভাত খেতে হয়তো পারতাম, কিন্তু সচ্ছলতা বলতে আমাদের কিছুই ছিল না। তবে আমি আগেও সন্তুষ্ট ছিলাম, এখনও আছি। একবারে তো মানুষ সবকিছু পায় না। একটু একটু করে মানুষ এগিয়ে যায়। আস্তে আস্তে মানুষের জীবন বদলায়। আমার জীবনটাও আস্তে আস্তে বদলাচ্ছে। সবকিছু পায় ধীরে ধীরে। আমি খুব বেশি না হলেও এখন আয় করছি। পরিবারে অবদান রাখতে পারছি। মেয়ে হয়েও বাবার হাতে কিছু টাকা তুলে দিতে পারছি, এখন ভাবতে ভালোই লাগে।’

মারুফার জীবনে ঈদ এর আগেও এসেছে। তবে এবারের মতো আনন্দ অন্য সময়ে কখনোই লাগেনি। জাতীয় দলে অভিষেক হওয়ার পর এবারই তার প্রথম ঈদ। টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলে ফেলেছেন ইতোমধ্যে। সবকিছু মিলিয়ে এবারের ঈদ মারুফার জন্য বিশেষ, ‘আলাদা বলতে গেলে, যখন খেলাধুলায় ছিলাম না তখন বাবার কষ্ট হলেও ঈদে কাপড় কিনে দিতো। সেটা নিয়েই অন্যরকম খুশিতে থাকতাম। এবার বাবা-মা, ভাই-বোন, আত্মীয় স্বজন অনেকের জন্যই উপহার কিনেছি। আমার জন্য তো এটা বিশেষ অনুভূতির ব্যাপারই।’

এই ঈদে মারুফার অন্যরকম অনুভূতি

বাবা-মাকে কিছু কিনে দেওয়ার মাঝে মারুফা তৃপ্তি খুঁজে পান। এর আগেও সামর্থ্য অনুযায়ী তাদের কিছু না কিছু কিনে দিয়েছেন। বাবা-মাকে কিছু দেওয়ার পর তাদের চোখ-মুখের দিকে তাকিয়ে তৃপ্তি খুঁজে পান মারুফা, ‘বাবা-মায়ের জন্য এটা অবশ্যই খুশির। তাদের ছোট মেয়ে (কিছু) দিচ্ছে, নিশ্চয়ই অন্যরকম ভালো লাগার ব্যাপার।’

করোনা মহামারি শেষ হওয়ার পর ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগে বাজিমাত করেছেন মারুফা। ডানহাতি এই পেসার বিকেএসপির হয়ে ১১ ম্যাচে ওভারপ্রতি ৩.২১ রান দিয়ে নেন ২৩ উইকেটও। যার মধ্যে এক ম্যাচেই ৭ উইকেট নেওয়ার নজির রেখেছেন। এরপর গত বছরের আগস্টে সিলেটে টি-টোয়েন্টি সংস্করণের জাতীয় লিগে দেখান আরও বড় চমক। ২.৭৬ ইকোনমিতে বোলিং করে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ শিকারি। সিলেট বিভাগের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকাও। চমক জাগানিয়া এই পারফরম্যান্সের পর জাতীয় দলে সুযোগ চলে আসে তার।

যদিও এই মুহূর্তে কিছুটা মন খারাপ মারুফার। আসন্ন শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ পাননি তিনি। বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটারকেও বাদ দেওয়া হয়ে সিরিজ থেকে। পাশাপাশি নতুন কিছু মুখও নেওয়া হয়েছে লঙ্কা সফরের দলে। ১৮ বছর বয়সী মারুফার বদলে হয়তো অন্য কাউকে পরখ করতেই নির্বাচকদের এমন চিন্তা! 

এই ঈদে মারুফার অন্যরকম অনুভূতি

এদিকে ক্রিকেট নিয়ে মারুফার স্বপ্নটা আকাশের সমান বড়। জাতীয় দলের হয়ে লম্বা সময় দেশকে সেবা দেওয়ার পাশাপাশি আইপিএল ও  বিগ ব্যাশে খেলার স্বপ্ন দেখেন মারুফা, ‘আমার স্বপ্ন অনেক দূরে যাওয়া, লম্বা সময় দেশকে প্রতিনিধিত্ব করা। আমি অধিনায়কের আস্থার প্রতীক হয়ে উঠতে চাই। আমি স্বপ্ন দেখি আইপিএল খেলবো, বিগ ব্যাশ খেলবো, বাইরের লিগগুলো খেলবো।’

দলের সবচেয়ে জুনিয়র ক্রিকেটার মারুফা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে বরাবরই সহযোগিতা পেয়ে আসছেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মারুফাকে পাশে বসিয়ে দোভাষীর ভূমিকাতে দেখা গিয়েছিল জ্যোতিকে। সিনিয়রদের এমন ভালোবাসায় অনুপ্রেরণা খুঁজে পান জাতীয় দলের ছোট্ট এই পেসার, ‘সিনিয়র আপুরা প্রত্যেকেই আমাকে অনেক আদর করেন, বলে বোঝানো সম্ভব না। আমি ভুল করলে ওনারা আমাকে ভালোভাবে বুঝিয়ে দেন, না পারলে শিখিয়ে দেন।’

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়