X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

শ্রীলঙ্কার রান পাহাড়, সৌম্যর তিন উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৩, ১৪:৫৯আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৫:০৯

উদীয়মান ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে ইমার্জিং এশিয়া কাপ। তবে বাংলাদেশ দলে উদীয়মান ক্রিকেটারদের থেকেও গুরুত্ব পেয়েছে পোড় খাওয়া ক্রিকেটাররা। বিশেষ করে আগামী বিশ্বকাপের দুই-একটি পজিশনের ক্রিকেটারদের বাছাই করতেই মূলত সৌম্য-নাঈম-মেহেদীর মতো ক্রিকেটারদের ইমার্জিং এশিয়া কাপে দলভুক্ত করা। 

অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে দল গঠিত হলেও প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার রান পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। বোলারদের ছাতু বানিয়ে লঙ্কানরা ৩৪৯ রান সংগ্রহ করেছে। সৌম্য সরকার বল হাতে নিয়েছেন তিন উইকেট। এখন দেখার অপেক্ষা ব্যাট হাতে কী করেন এই পেস বোলিং অলরাউন্ডার।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দলের ওপেনার আভিস্কা ফার্নান্দোর ঝড়ো ব্যাটিংয়ে বিধ্বস্ত হয় বাংলাদেশের বোলিং লাইনআপ। জাতীয় দলের এই ক্রিকেটার ১৩৩ রান করেছেন। ১২৪ বলে ১৩ চার ও ৩ ছক্কার ইনিংস খেলে সৌম্যর বলে বোল্ড হন তিনি।

আভিস্কা ছাড়াও লঙ্কান এই দলটিতে আটজন ক্রিকেটার আছেন, যারা জাতীয় দলের ক্রিকেটার। যদিও বেশিরভাগ ক্রিকেটারই নতুন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান আছে মিনোদ ভানুকার ব্যাট থেকে। পাসিন্দু সুরিয়াবান্দারার ব্যাট থেকে আসে ৪৩ রানের ইনিংস। সবমিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল সৌম্য সরকার। ৫২ রান খরচায় তার শিকার তিন উইকেট। বয়সভিত্তিক ক্রিকেট খেলে উঠে আসা রিপন মণ্ডল ৭২ রানে নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া রাকিবুল হাসান ও মেহেদী হাসান নেন একটি করে উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল