X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আফগানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জুলাই ২০২৩, ১০:২৬আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১০:২৬

আফগানিস্তানের বিপক্ষে যে ওয়ানডে নিয়ে প্রত্যাশা ছিল, সেখানেই হতাশ করেছে বাংলাদেশ। তবে রশিদদের প্রিয় ফরম্যাট টি-টোয়েন্টিতে সফরকারীরা বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। এখন স্বাগতিকদের সামনে সবচেয়ে দুর্বোধ্য ফরম্যাটে সিরিজ জয়ের হাতছানি। তাও আবার আফগানদের বিপক্ষে প্রথমবার। রবিবার সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। টি-স্পোর্টস ও গাজী টিভি দ্বিতীয় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

প্রথম ম্যাচটি জিতলেও তীরে এসে তরি ডোবার মতো অবস্থা হয়েছিল বাংলাদেশের। শেষ ওভারে দরকার ছিল ৬ রান। ওই ওভারেই হ্যাটট্রিক করে বাংলাদেশকে বিপদে ফেলে দিয়েছিলেন করিম জানাত। শেষ পর্যন্ত দুর্বোধ্য হয়ে ওঠা ম্যাচটা জেতা গেছে দুই উইকেট ও এক বল হাতে রেখে। এমন জয়ে দারুণ অবদান রেখেছেন তাওহীদ হৃদয়। দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ এখন মানসিকভাবেও ভীষণ চাঙা। শনিবার ম্যাচের আগের দিন পুরো দল নির্ভার হয়ে ঘুঁরে বেড়িয়েছে। বেশিরভাগ ক্রিকেটার সিলেটের দর্শনীয় জায়গা ঘুরতে গিয়েছিলেন। রবিবার তাই নির্ভার মনে আফগানদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামছে বাংলাদেশ। 

অথচ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টির অতীত রেকর্ড মোটেও ভালো নয়। এখন পর্যন্ত দলটির বিপক্ষে এই ফরম্যাটে কোনও সিরিজই জিততে পারেনি। আগের দুটি সিরিজের মধ্যে একটি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে। ঘরের মাঠের সিরিজটি ড্র করেছিল ১-১ ব্যবধানে। তবে এবারই প্রথম বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। শুধু কি তাই? রবিবার জিততে পারলে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ডও গড়বে তারা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে শুধুমাত্র একবারই টানা তিনটি সিরিজ জয়ের নজির আছে বাংলাদেশের। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিল। এবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের সামনে এখন আফগানিস্তান।

তবে রবিবার দ্বিতীয় ম্যাচে রশিদ খান, মুজিব-উর রহমান, ফারুকিদের সামনে ব্যাটারদের লড়াইটা বেশ কঠিনই হবে। রশিদ খানের দল যে কোনও মূল্যেই সিরিজ হার এড়াতে চাইবে। এমনিতেও আফগানিস্তান প্রথম ম্যাচ হারের পেছনে ভেজা উইকেটের দায় দিয়েছেন। বৃষ্টির কারণে উইকেট ভেজা থাকায় বল গ্রিপ করতে অসুবিধা হয়েছে তাদের। এই অবস্থায় পুরো দলই আক্রমণে ঝাঁপিয়ে পড়বে আজকের ম্যাচে। সর্বশেষ ম্যাচটিতে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিংটাও প্রত্যাশামতো হয়নি। ফলে আজ ভালো ব্যাটিংয়ের বিকল্প নেই। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশন ধরে রাখবে বলেই ধারণা করা হচ্ছে। 

এদিকে, বাংলাদেশ দল ঘুরে বেড়ালেও ঐচ্ছিক অনুশীলন সেরেছে আফগান দল। বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা থাকলেও আফগানিস্তানের একাদশে দুই/একটি পরিবর্তন আসতে পারে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে আচরণবিধি ভাঙায় ওমরজাইয়ের শাস্তি
এই সিরিজ জয় এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস বাড়াবে: সাকিব
বাংলাদেশের ক্রিকেটে উৎসবের রাত 
সর্বশেষ খবর
দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
টিআইবির বিশ্লেষণদ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
বাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
স্মরণে কলিম শরাফীবাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
আবারও শেষ দিনের রোমাঞ্চে ইংলিশ প্রিমিয়ার লিগ
আবারও শেষ দিনের রোমাঞ্চে ইংলিশ প্রিমিয়ার লিগ
ভোটকেন্দ্রে আসতে বাধা দিলে ৯৯৯-এ জানালেই নেওয়া হবে ব্যবস্থা
যশোর জেলা প্রশাসনের সংবাদ সম্মেলনভোটকেন্দ্রে আসতে বাধা দিলে ৯৯৯-এ জানালেই নেওয়া হবে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?