X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

শেষ ওয়ানডেতে তাসকিনকে নিয়ে শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৯

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হলেও তৃতীয় ওয়ানডেতে ফেরানো হয়েছে তাসকিন আহমেদকে। যদিও খেলার সুযোগ হচ্ছে না এই পেসারের। পেটের অসুখে ডানহাতি এই পেসার সোমবার অনুশীলনে ছিলেন না। তার বদলে অনুশীলন করেছেন খালেদ আহমেদ।

তাসকিনের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানান, পেটের সমস্যার কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন তাসকিন। তিনি খেলতে পারবেন কিনা, তার শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। 

দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তাসকিনের কোনও ইনজুরি সমস্যা নেই। খাদ্যে বিষক্রিয়ার মতো একটা সমস্যা হয়েছে তার, পেট খারাপ হয়েছে। কোনও ইনজুরি নেই, আশা করি এটা ভালো হয়ে যাবে। ওর ব্যাপারে সিদ্ধান্ত নিতে অপেক্ষা করতে হবে।’

তাসকিনের ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে এই চিকিৎসক বলেছেন, ‘সে খেলতে পারবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। এটা নিশ্চিত নয়। খাদ্যে বিষক্রিয়ায় সাধারণত বেশি সময় ধরে ভুগতে হয় না। তবে ঠিক হয়ে গেলে দেখতে হবে দুর্বলতা আছে কিনা। ক্লান্তি বা দুর্বলতা না থাকলে খেলতে সমস্যা হবে না।’

এশিয়া কাপ খেলে দেশে ফেরার পরপরই শুরু হয় কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও বিশ্বকাপের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয় প্রথম দুই ম্যাচে। মূল স্কোয়াডের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও লিটন দাসকে বাদ দিয়ে ঘোষণা করা হয় শেষ ম্যাচের স্কোয়াড। শেষ ম্যাচটি খেলার কথা ছিল তাসকিনের। অসুস্থতার কারণে এখন খেলতে পারেন কিনা সেটাই দেখার।

তাসকিনকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দলের সঙ্গে থাকতে বলা হয়েছে খালেদকে। আজ সোমবার মিরপুরে বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেছেন সিলেট থেকে উঠে আসা এই পেসার।
/আরআই/এফএইচএম/

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যমুনার আশেপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
যমুনার আশেপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ