X
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
১৮ অগ্রহায়ণ ১৪৩০

শেষ ওয়ানডেতে তাসকিনকে নিয়ে শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৯

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হলেও তৃতীয় ওয়ানডেতে ফেরানো হয়েছে তাসকিন আহমেদকে। যদিও খেলার সুযোগ হচ্ছে না এই পেসারের। পেটের অসুখে ডানহাতি এই পেসার সোমবার অনুশীলনে ছিলেন না। তার বদলে অনুশীলন করেছেন খালেদ আহমেদ।

তাসকিনের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানান, পেটের সমস্যার কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন তাসকিন। তিনি খেলতে পারবেন কিনা, তার শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। 

দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তাসকিনের কোনও ইনজুরি সমস্যা নেই। খাদ্যে বিষক্রিয়ার মতো একটা সমস্যা হয়েছে তার, পেট খারাপ হয়েছে। কোনও ইনজুরি নেই, আশা করি এটা ভালো হয়ে যাবে। ওর ব্যাপারে সিদ্ধান্ত নিতে অপেক্ষা করতে হবে।’

তাসকিনের ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে এই চিকিৎসক বলেছেন, ‘সে খেলতে পারবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। এটা নিশ্চিত নয়। খাদ্যে বিষক্রিয়ায় সাধারণত বেশি সময় ধরে ভুগতে হয় না। তবে ঠিক হয়ে গেলে দেখতে হবে দুর্বলতা আছে কিনা। ক্লান্তি বা দুর্বলতা না থাকলে খেলতে সমস্যা হবে না।’

এশিয়া কাপ খেলে দেশে ফেরার পরপরই শুরু হয় কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও বিশ্বকাপের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয় প্রথম দুই ম্যাচে। মূল স্কোয়াডের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও লিটন দাসকে বাদ দিয়ে ঘোষণা করা হয় শেষ ম্যাচের স্কোয়াড। শেষ ম্যাচটি খেলার কথা ছিল তাসকিনের। অসুস্থতার কারণে এখন খেলতে পারেন কিনা সেটাই দেখার।

তাসকিনকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দলের সঙ্গে থাকতে বলা হয়েছে খালেদকে। আজ সোমবার মিরপুরে বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেছেন সিলেট থেকে উঠে আসা এই পেসার।
/আরআই/এফএইচএম/

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ
শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ
শ্রম ইস্যুতে মার্কিন বিধিনিষেধে পড়লে কী করবে সরকার?
করণীয় নির্ধারণে বৈঠক আজশ্রম ইস্যুতে মার্কিন বিধিনিষেধে পড়লে কী করবে সরকার?
মহাঘোরা ।। পর্ব—১১
উপন্যাসমহাঘোরা ।। পর্ব—১১
মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ভারত: মুইজ্জু
মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ভারত: মুইজ্জু
সর্বাধিক পঠিত
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী