X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

তামিমকে ব্যাটিং অর্ডার পরিবর্তনের প্রস্তাবে দোষ দেখেন না সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:৩৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৪

বুধবার ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় চলমান বিতর্ক নিয়ে কথা বলেছেন তামিম ইকবাল। টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসানও জবাব দিয়েছেন নানা প্রশ্নের। সেখানে পরিষ্কার করেছেন যে, তাকে জড়িয়ে যেসব কথা ছড়িয়েছে, তাতে কোনও সম্পৃক্ততা ছিল না তার।  

ভিডিওতে তামিম জানিয়েছেন, বিসিবির এক শীর্ষ কর্তা ব্যাটিং অর্ডার পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন তাকে। যদিও এই প্রস্তাব তার পছন্দ হয়নি। এমন নোংরামো নিয়ে বিশ্বাকাপ খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। শেষমেশ বাধ্য হয়ে তামিমকে ছাড়াই দল ঘোষণা করতে হয়েছে। তবে বোর্ড প্রধান এমন প্রস্তাব দিয়ে থাকলে তাতে সমস্যা দেখেন না সাকিব আল হাসান!বুধবার রাত ১১টায় টি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি।     

তার আগে বিকালে ভিডিও বার্তায় তামিম অভিযোগ করেছেন, আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে বসে থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। সাকিবের অবশ্য দাবি, তামিমকে প্রথম ম্যাচে না রাখার বিষয়ে তার সঙ্গে কোনও আলোচনাই হয়নি। বর্তমান অধিনায়ক বলেছেন, ‘এটা নিয়ে (তামিমকে আফগানিস্তানের বিপক্ষে না খেলানোর) আমার সঙ্গে কোনও আলোচনাই হয়নি। এমন প্রশ্ন কোথা থেকে এসেছে জানি না। আমি নিশ্চিত এমন কেউই বলেছে যে এই দায়িত্বে আছে, এটা আগে থেকেই আলাপ করে রেখেছিল যেন জানা থাকলে দুই পক্ষের জন্যই ভালো হয়। এরকম কিছু বলাতে খারাপ কিছু আছে আমি মনে করি না।’

সাকিব আরও বলেছেন, ‘এটা তো কেউ কারো খারাপের জন্য বলবে না আমি নিশ্চিত। যদি কেউ বলে থাকে দলের কথা চিন্তা করেই বলেছে যে এরকম যদি আমরা কম্বিনেশন করি, এরকম অনেক কিছুই হয় ম্যাচকে কেন্দ্র করে। আপনি এরকম কম্বিনেশন বানালে কি হতো, ওরকম কম্বিনেশন বানালে কি হয়। আমার মনে হয় না এরকম আলোচনা কোনো দোষের আছে।’

ব্যাটিং অর্ডারে তামিমের নিচে খেলা প্রসঙ্গে সাকিব বলেছেন ‘এরকম প্রস্তাব দিলে কি কোনও দোষের কিছু আছে নাকি এরকম প্রস্তাবই দেওয়া যাবে না। দল আগে নাকি ব্যক্তি আগে? রোহিত শর্মা একটা প্লেয়ার ওপেনিং থেকে নাম্বার সেভেন পর্যন্ত খেলেছে। সে ১০ হাজার রান করে ফেলেছে। ও যদি তিন-চারে খেলে বা ব্যাটিং অর্ডারে ব্যাটিংয়ে নামে তাহলে কী খুব বেশি প্রবলেম হয়? এটা আসলে আমার কাছে মনে হয় বাচ্চা মানুষের মতো... আমার ব্যাট আমিই খেলবো... আর কেউ খেলতে পারবে না। দলের প্রয়োজনে যে কারোর যে কোনও জায়গায় খেলতে রাজি থাকা উচিত। দল সবার আগে। আপনি একশ করলেন, দুইশ করলেন এটা কোনও পার্থক্য গড়ে দেয় না।’

এরপর তামিমকে ব্যক্তিগত আক্রমণ করে সাকিব বলেন, 'পারসোনাল এচিভমেন্ট দিয়ে আপনি কি করবেন আসলে। আপনার নিজের নাম কামাবেন, তার মানে আপনি নিজের কথা চিন্তা করতেছেন। আপনি দলের কথা চিন্তা করছেন না। আপনি দলের কথা চিন্তা করছেন না মোটেও। মানুষ এই পয়েন্টগুলোই বোঝে না। আপনাকে যখন প্রস্তাবটা দেওয়া হয়েছে, কেন প্রস্তাবটা দেওয়া হয়েছে আপনার টিমের কোথা চিন্তা করেই দেওয়া হয়েছে। টিমের এভাবে হলে হয়তো টিমের জন্য ভালো হবে। সে কারণেই প্রস্তাবটা দেওয়া হয়েছে, যদি দেওয়াও হয়ে থাকে। এটাতে খারাপের কি আছে?

তামিমকে দেওয়া এই প্রস্তাব মেনে নেওয়া উচিত ছিল বলেই মনে করেন টাইগার অধিনায়ক, 'বিষয়টি মেনে অবশ্যই আলোচনার রয়েছে, না আমি পারব, আমি এটা পারব, তোমার কি লাগবে। তুমি বল আমাকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব দলের জন্য। তাহলেই আপনি টিমম্যান। অন্যথায় ওইভাবে চিন্তা করলে আপনি টিমম্যানই না। আপনি খেলছেন ব্যক্তিগত রেকর্ড এবং সাফল্যের জন্য। নিজের ফেম এবং নেমের জন্য। টিমের জন্য না।'

এদিকে, গুঞ্জন রটেছে তামিমকে বাদ দেওয়ার পেছনে হাত রয়েছে সাকিবেরও। কিন্তু মাহমুদউল্লাহর উদাহরণ টেনে সে বিষয়টি পরিষ্কার করেছেন অধিনায়ক, ‘প্রথমত আমি সেই অনূর্ধ্ব-১৫ থেকে খেলছি, তখন থেকেই দেখছি যে খেলোয়াড় ভালো করছে, যে দলে অবদান রাখছে সেই খেলোয়াড়কে বাংলাদেশ কখনও বাদ দেয় নাই। কোনও দিনও না। আমি সাধারণ একটা উদাহরণ দেই মাহমুদউল্লাহ রিয়াদ ভাই উনি ছিলেন না, একটা সিরিজ খেললেন হয়তো ওইভাবে অবদান রাখতে পারেননি যতটা করা উচিত ছিল। ব্যক্তিগতভাবে আমি মনে করি তিনি আরও ভালো করতে পারতেন। দুটা ম্যাচেই উনার ওই সুযোগটা ছিল। উনার জন্য পারফেক্ট স্টেজ ছিল অনেক ভালো কিছু করার। যেটা আমার কাছে মনে হয়েছে সেটা সে করতে পারেনি। তার যে ডেডিকেশন ছিল, টিমের প্রতি দায়বদ্ধতা ছিল দলের হয়ে খেলার যে ইচ্ছা ছিল।’

এ বিষয়ে সাকিব আরও যোগ করে বলেছেন, ‘সব কিছু সবাই দেখতে পেয়েছে। ভিন্নতা আছে। আর আমার তো দায়িত্ব না পুরো দলটা সিলেক্ট করার। তাই যদি হতো এশিয়া কাপের একদিন আগেই ক্যাপ্টেন আনাউন্স করার পরই টিম দিয়ে দিতে পারতাম। এটা অনেক প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। অনেক জিনিস অনেক ফ্যাক্ট চিন্তা করতে হয়। শুধু মাঠের পারফরম্যান্স না, মাঠ মাঠের বাইরে, ড্রেসিং রুম, টিম মিটিং, পরিবেশ, অনেক কিছু চিন্তা করে আপনার টিমটা করতে হয়। আমিও আমি বলছি না এই সব কিছুতে আমি যুক্ত ছিলাম। আমার কাছে মনে হয় আমি খুবই কম যুক্ত এই জায়গাগুলোতে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ