বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরে। ২০২০ সালে ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে প্রথমবার। এই সাফল্যে বল হাতে দারুণ ভূমিকা ছিল পেসার শরিফুল ইসলামের। রবিবার রাতে বিসিবির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নাজমুল হোসেন শান্তর সঞ্চালনায় ‘র্যাপিড ফায়ার রাউন্ডে’ অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই নিজের স্মরণীয় মুহূর্তের কথা জানিয়েছেন শরিফুল।
ঝটপট প্রশ্নের ঝটপট উত্তরের এমন মজার খেলায় উপস্থাপক ছিলেন টপ অর্ডার ব্যাটার শান্ত। দারুণ উপস্থাপনার মাধ্যমে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন এই বাঁহাতি। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি শরিফুলকে ১৫ সেকেন্ড সময় দিয়েছেন। এক পর্যায়ে শরিফুলের কাছে শান্তর প্রশ্ন ছিল, ‘ক্রিকেট বিশ্বকাপের তোমার পছন্দের কোনও এক মুহূর্ত?’ জবাবে শরিফুল বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।’ পরে শান্ত বিশেষ মুহূর্তের কথা জিজ্ঞেস করলে শরিফুল বলেছেন, ‘জয়সওয়ালের উইকেট।’
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় বাংলাদেশের যুবারা। সেই ফাইনালে ভারতীয় ব্যাটাররা যখন আসা-যাওয়ার মিছিলে ছিলেন, তখন একপ্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়েন যশস্বী জয়সওয়াল। সেই জয়সওয়ালকে আউট করার পর শরিফুল ‘চুপ’ করার ভঙ্গিতে আগ্রাসী উদযপানও করেছিলেন।
ঝটপট প্রশ্নের ঝটপট উত্তরের এই আড্ডায় শান্ত শরিফুলকে আরও প্রশ্ন করেছেন। শরিফুলের কাছে তার জীবনের গুরুত্বপূর্ণ মানুষের কথা জানতে চাওয়া হলে নির্দ্বিধায় বাবা, মা ও স্ত্রীর কথা বলেছেন। সঙ্গে সঙ্গে শান্তর পাল্টা জবাব ছিল, ‘একজন একজন, এতো বলতে পারবা না।’ তার পর হেসে শরিফুলের উত্তর, ‘মা’। এক পর্যায়ে শরিফুলের শখ সম্পর্কেও শান্ত জানতে চান। জবাবে তরুণ পেসার বলেছেন, ‘অবসর সময়ে বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করি।’