X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার এখন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১৬:৪৫আপডেট : ০৭ মে ২০২৫, ১৬:৪৫

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ একটি সিরিজ কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এক সপ্তাহের ব্যবধানে এর পুরস্কারও পেলেন তিনি। এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের তালিকার পর এবার র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। আইসিসির টেস্ট অল-রাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। সবার শীর্ষে আছেন যথারীতি ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

আইসিসি বুধবার হালনাগাদ করেছে সাপ্তাহিক র‌্যাঙ্কিং। নতুন তালিকায় টেস্টে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩২৭। দুই নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন নেমে গেছেন তিন নম্বরে। বিস্ময়কর ভাবে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের চার নম্বরে আছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট ক্যামিন্স। সম্প্রতি তিনি ব্যাট হাতে বেশ অবদান রাখছেন। এদিকে, বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন ৫ নম্বরে।   

গত এপ্রিলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–১ এ ড্র করেছে বাংলাদেশ। এই সিরিজে দারুণ পারফরম্যান্স করেছিলেন মিরাজ। বিশেষ করে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নিয়ে দারুণ কীর্তি গড়েন তিনি। দুই টেস্ট মিলিয়ে ৩৮.৬৬ গড়ে করেছেন ১১৬ রান, ১১.৮৬ গড়ে উইকেট শিকার করেন ১৫টি। এরই পুরস্কার হিসেবে র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে গেছেন। শুধু তাই নয়, ব্যাটার এবং বোলারদের র‌্যাঙ্কিংয়েও মিরাজের উন্নতি হয়েছে। আট ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের তালিকায় ৫৫ নম্বরে এখন তিনি। মিরাজের রেটিং পয়েন্ট ৫১৫। আর টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন।

মিরাজ ছাড়াও বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটারের র‌্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে। টেস্টে ১৭ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন সাদমান ইসলাম।   জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়া ৪৭ ও ৫২ নম্বরে অবস্থান করছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। দুজনেই এক ধাপ করে এগিয়েছেন। আর তাইজুল সাত ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে তিনি চট্টগ্রামে নিয়েছেন ৯ উইকেট।  

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
মাহিদুল-সোহানের জোড়া সেঞ্চুরিতে সিরিজ বাংলাদেশের
হ্যাটট্রিক জয়ের পর হার দেখলো বাংলাদেশের যুবারা
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৮ মে, ২০২৫)
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
আর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগআর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা