X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বিপিএলের পর আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে সিদ্ধান্ত নেবেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৩, ১৭:২৬আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৭:৫৪

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সোমবার দুপুরে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল। ওই বৈঠকের পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য বিসিবি প্রধানকে বেশ কিছু শর্ত দিয়েছেন। কিন্তু নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় আপাতত এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে পারছেন নাজমুল হাসান। আপাতত তামিমকে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করেছেন। বাঁহাতি ওপেনারও বোর্ড প্রধানের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

বৈঠক শেষে বিকাল পাঁচটায় তামিম নিজ বাসার সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে পূর্ব নির্ধারিত বক্তব্য দিয়েছেন। 

বক্তব্যে সাবেক অধিনায়ক বলেছেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে একটা সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। এটা আমার মুখে বলার দরকার নেই। আপনারা কম বেশি সবাই এটা বুঝতে পারেন। আমার অপেক্ষা ছিল ক্রিকেট বোর্ডের সঙ্গে মিটিং করবো আনুষ্ঠানিক ভাবে। আজকে যখন প্রেসিডেন্টের সঙ্গে মিটিং হয়, অনেক কিছু নিয়ে আলাপ করেছি। আমার কী কী সমস্যা, কী কী হয়েছে...যাই হোক খোলা মেলা আলোচনা ছিল। ’

তামিম আরও যোগ করে বলেছেন, ‘তারও (নাজমুল হাসান পাপন) অনেক কিছু শেয়ার করার ছিল। সেগুলো তিনি শেয়ার করেছেন। আমি বোর্ড প্রধানকে বলেছি আমি কী চাই। তারপর উনি বলেছেন, সামনে নির্বাচন ব্যস্ততা আছে। প্রেস কনফারেন্সেও একই ধরনের কথা বলেছেন। জানুয়ারি পর্যন্ত আমাকে বলেছেন একটু থামতে, তারপর দেখা যাক কী হয়।’

বোর্ড প্রধানকে খোলা মেলা অনেক কথাই বলেছেন তামিম। সেসব অবশ্য সংবাদ মাধ্যমের কাছে জানাননি। তবে জানা গেছে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বেশ কিছু শর্ত দিয়েছেন তামিম! বোর্ড প্রধান এখনও তার সিদ্ধান্ত জানাননি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তার ব্যস্ততা অনেক। এই কারণে বিপিএল পর্যন্ত সময় চেয়েছেন তিনি। তামিম বলেছেন, ‘আমি হয়তো বা বিপিএল থেকেই খেলাটা শুরু করবো। আমি সময় ক্ষেপণ করতে চাই না। আমার সিদ্ধান্ত বোর্ড সভাপতিকে জানিয়েছি। যেহেতু তিনি আমাকে একটা জিনিস বলেছেন, এই কারণে বিপিএল পর্যন্ত অপেক্ষা করতে পারি।’ 

মঙ্গলবার শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। তার আগের দিন এমন সংবাদ সম্মেলনের কারণে দলে যাতে কোনও প্রভাব না পড়ে সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিয়েছেন তামিম, ‘আমি দেশের বাইরে ছিলাম বেশ কয়েকদিন, এই মিটিং তাই হয়নি। মিটিংটা হওয়ার কথা ছিল কয়েকটা দিন আগে। বিশেষ করে গতকাল হওয়ার কথা ছিল। কিন্তু নমিনেশনের কারণে আজকে শিফট করতে হয়েছে। কালকে প্রথম টেস্ট শুরু হচ্ছে। দুর্ভাগ্যবশত টাইমিংটা এমন হয়ে গেছে। আজকে মিটিংয়ের পর স্টেটমেন্ট আসা উচিত যে কোন ইমপ্যাক্ট যেন খেলায় না পড়ে।’

/আরআই/এফএইচএম/এফআইআর/
সম্পর্কিত
নিজের বিভাগের উন্নতি না করে বোর্ডে আসার প্রয়োজন নেই: তামিম 
সিঙ্গাপুর থেকে ফিরে মাঠে হাজির তামিম
তামিমের বদলে নেতৃত্ব পাচ্ছেন হৃদয়
সর্বশেষ খবর
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ