X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বোর্ড প্রধানের প্রচ্ছন্ন হুমকি, ‘সবকিছুর একটা সীমা আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২৩, ১৮:২৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৮:২৫

বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রতি বেশ কিছু ইস্যু নিয়ে খবর প্রকাশিত হয়ে আসছে। তরে মধ্যে সবচেয়ে আলোচিত মুশফিকের ফিক্সিংয়ের খবর। দেশের বেসরকারি টেলিভিশন একাত্তরে প্রকাশিত খবরে বাংলাদেশি ব্যাটারের আউট নিয়ে সন্দেহ প্রকাশ করে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়। এর আগে টিম মিটিংয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ছেলের উপস্থিত থাকায় তাকে ফিক্সার হিসেবে খবরের শিরোনাম হতে হয়েছে। এসব কারণে গণমাধ্যমকে একপ্রকার হুমকিই দিয়ে রাখছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

ম্যাচ শেষে গণমাধ্যমকে নাজমুল হাসান বলেছেন, ‘উদারতা না, সত্যিটা মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। সবকিছুর একটা সীমা আছে। যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ বোঝে, আসলে এটা সাংবাদিকতা না।’

যে কোনও অনিয়ম নিয়ে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শাস্তির পথে হাঁটতো, তখন দেশের মানুষ এটাকে গ্রহণ করতো না বলে মন্তব্য করেছেন সভাপতি, ‘যে কাউকে শাস্তি যখনই দিয়েছি, সারা দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে। মানুষ চায় না এসব, আমি তো এতদিন তাই জানতাম। কেউ কি আমাদের সাপোর্ট করেছে কখনও, কোনও একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরে? আমরা অপেক্ষা করছিলাম। এই জাগরণটা উঠুক।’

বিভিন্ন সময় গণমাধ্যমে বিভ্রান্তিকর রিপোর্ট, দুইদিন আগে মুশফিকুর রহিমকে ফিক্সিংয়ে জড়িয়ে একটি টিভি চ্যানেলের রিপোর্টসহ নানা বিষয় নিয়ে বিসিবির অবস্থান নিয়ে প্রশ্ন করা হয় নাজমুল হাসানকে। তিনি পরিষ্কার কোনও অবস্থান না জানিয়ে বলেছেন, ব্যবস্থা নেওয়া হবে, ‘আপনাদেরকে কিছুদিন আগে বলেছি, এর আগেও বলেছি ক্রিকেটের ভালো করতে গেলে কিছু সিদ্ধান্ত নিতে হবে, যেটা মানুষ পছন্দ করবে না। আমি জানি আমাকে ধুয়ে ফেলবে সবাই। সিদ্ধান্ত নিতে তো হবে?’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘একটা সময় ছিল মিথ্যা কিছু তথ্য দিলেই মানুষ বেশি খেতো। গ্রহণযোগ্য ছিল। আমি জানি না, আপনারা তো সাংবাদিক, খোঁজ নিয়ে দেখেন এই সমস্ত মিথ্যাচার করতে করতে আস্তে আস্তে মানুষ কিন্তু উল্টা কথাও বলছে। এরা কিন্তু ক্রিকেটকে ধ্বংস করার জন্য কথা বলছে। এই রকম কথাও অনবরত বলে যাচ্ছে। আমরা তো এই জিনিসটাই চাচ্ছি, আমরা এর জন্য অপেক্ষায়। তারপর বিসিবির যা করার তা তো করবেই। কিছু এখন আর পায় না, তাই খেলোয়াড়দের ধরছে। এদের উদ্দেশ্য খুবই পরিষ্কার।’ 

এ সময় তিনি ক্রিকেট সংশ্লিষ্ট সবার শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বোর্ডের কর্তাদেরও ছেড়ে কথা বলেননি, ‘ডিসিপ্লিন বলে কিছু আছে? আমার মনে হয় নাই। ডিসিপ্লিন ঠিক করতে হবে না? সে যেই হোক না কেন? করতে গেলে, মনে হয় আমার পেছনে লাগে।’

হাথুরুর ছেলেকে ফিক্সার বানানো প্রসঙ্গ উঠতেই বিষয়টি অস্বীকার করেন বোর্ড প্রধান। তিনি জানালেন, ইন্টার্নশিপ করতেই বাংলাদেশে এসেছিলেন প্রধান কোচের ছেলে, ‘আমরা ইন্টার্নশিপ করতে দিয়েছি বিসিবির। সে ইন্টার্নশিপ করতে এসেছিল।’    

ভুক্তভোগী উদ্যোগী না হলে এই ধরনের ক্ষেত্রে বিসিবির করার কিছুই নেই বলে জানালেন নাজমুল হাসান। তবে মুশফিক একাত্তর টিভিকে উকিল নোটিশ দেওয়াতে বোর্ড এখন কিছু একটা করবে বলে জানালেন তিনি, ‘এখানে দুটো পক্ষ আছে, একজন ভুক্তভোগী, আরেক পক্ষ আমরা, যাদের ওপর ভুক্তভোগীরা নির্ভর করে।  দুজনেরই ভূমিকা আছে। ভুক্তভোগী তার কাজ করেছে। সে যদি কিছু না করে তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই। অন্য খবরগুলোতে আমাদেরকে যদি কিছু না জানায়, তাহলে কিছু করার থাকে না। আমি আজকে এসে শুনেছি, এটা নিয়ে ব্যবস্থা নিয়েছে মুশফিক। এখন যা করণীয় বিসিবি করবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ