X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সাকিব অধ্যায়ের ইতি টেনে নেতৃত্বে শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৪

গত আগস্টে তিন ফরম্যাটের নেতৃত্ব পান সাকিব আল হাসান। ইনজুরির কারণে তিনি সেই দায়িত্বে বেশিদিন থাকতে পারলেন না। মাত্র ৬ মাসের ব্যবধানে সাকিব অধ্যায়ের সমাপ্তি হলো। তার ইনজুরিতে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্তর কাঁধেই এখন তিন ফরম্যাটের নেতৃত্বভার। 

সোমবার বোর্ড মিটিংয়ের পর বোর্ড প্রধান নাজমুল হোসেন পাপন অধিনায়ক হিসেবে শান্তর নাম ঘোষণা করেন। আগামী ডিসেম্বর পর্যন্ত শান্ত এই দায়িত্ব পালন করবেন।

এর আগেও শান্ত তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে প্রতিবারই ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন। শুরুটা হয়েছিল গত বছর ২৬ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে। লিটন দাস বিশ্রামে থাকায় তাকে অধিনায়ক করা হয়েছিল। 

তারপর সাকিবের ইনজুরিতে বিশ্বকাপের মাঝপথে বাংলাদেশ দলের নেতৃত্ব পান শান্ত। একই কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজেও দায়িত্ব দেওয়া হয় টপ অর্ডার এই ব্যাটারকে। নিউজিল্যান্ড সফরেও অধিনায়ক ছিলেন তিনি। গত কয়েক মাস সিরিজ ধরে ধরে নেতৃত্ব পেলেও এবার স্থায়ীভাবে প্রায় এক বছরের জন্য নেতৃত্ব পেয়েছেন শান্ত। 

সোমবারের বোর্ড মিটিংয়ে অধিনায়ক নির্বাচন নিয়েই সবচেয়ে বেশি সময় ব্যয় হয়েছে বলে জানিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হোসেন পাপন। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘অধিনায়ক নির্বাচনে সময় বেশি গেছে। অন্যান্য মিটিংয়ের সঙ্গে আজকে পার্থক্য ছিল। আগে মিটিংয়ে আমি সব সময় প্রস্তুত হয়ে আসি। আমি বলি, উনারা শোনেন। আজ উনারা (বোর্ড পরিচালকরা) বলেছেন, আমি শুনেছি। ব্যাকগ্রাউন্ড জানি না।’

এরপরই শান্তর নাম ঘোষণা করেন পাপন, ‘তিন ফরম্যাটেই শান্তকে এই বছরের জন্য অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছি।’

এক বছরের জন্য অধিনায়ক হিসেবে শান্তর নাম ঘোষণা করলেও সহঅধিনায়ক কে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। বোর্ড সভাপতি জানিয়েছেন, সিরিজ ধরে ধরে হিসাব করে সহ অধিনায়ক নির্বাচন করা হবে। তিনি বলেন, ‘সহঅধিনায়ক আমরা সিরিজ বাই সিরিজ করতে চাচ্ছি। সমস্যা হচ্ছে, সবগুলোতে সব খেলোয়াড় থাকবে কিনা নিশ্চিত নই। একজন খেলোয়াড় সব ফরম্যাটে থাকবে কিনা সেটা অনিশ্চিত। কেউ টেস্ট বা ওয়ানডেতে থাকলে টি-টোয়েন্টিতে নাও থাকতে পারে। আবার ওয়ানডে বা টি-টোয়েন্টিতে থাকলে টেস্টে নাও থাকতে পারে। আমরা মোটামুটি নিশ্চিত করে ফেলেছি কে থাকবে, তবে ওই নির্দিষ্ট সিরিজে কে থাকবে সেটার ওপর নির্ভর করে এটা পরিবর্তন হতে পারে। এজন্য আমরা সময় নিচ্ছি। সহঅধিনায়ক সামনেই ঘোষণা করা হবে।’

এদিকে সাকিবের সঙ্গে আলাপ করেই অধিনায়ক হিসেবে শান্তর নাম ঘোষণা করা হয়েছে বলে পাপন জানালেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে। সাকিবের এখন পর্যন্ত চোখের সমস্যা দূর হয়নি। সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটি সিরিজ (জিম্বাবুয়ে) আছে। এরপর বিশ্বকাপ আছে। ওকে পাওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত নই। ও নিশ্চিতভাবেই আমাদের প্রথম পছন্দ। অধিনায়ক হিসেবে সব সময় ছিল, এখনও আছে। যেহেতু একটা অনিশ্চয়তা রয়ে গেছে, এর মধ্যে আমরা থাকতে চাই না। আমরা তাই সিদ্ধান্তটা নিতে দেরি করতে চাই না। কারণ বিশ্বকাপ খুব একটা দূরে নয়। এই সময়টায় টিম যেন সাবলীলভাবে চলতে পারে, এজন্য একজনকে বেছে নেওয়া হয়েছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক