সিরিজে ঘুরে দাঁড়াতে ভিন্ন কৌশল নিয়েছে ইংল্যান্ড। চতুর্থ টেস্টের একাদশে ওলি রবিনসন আর শোয়েব বশিরকে রেখেছে সফরকারীরা। রাঁচির স্পিন সহায়ক উইকেটে খেলতে দলে তারা মার্ক উড আর রেহান আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।
একাদশে স্থান হওয়ায় রবিনসন এই প্রথম ভারতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন। সর্বশেষ জুলাইয়ে অ্যাশেজে পিঠের চোটে ছিটকে গিয়েছিলেন তিনি। রবিনসন পেস বোলিং ইউনিটে জেমস অ্যান্ডারসনের সঙ্গী হবেন।
রেহানকে বাদ দেওয়ার কারণ, সর্বশেষ টেস্টে ভারতীয় ব্যাটাররা তাকে লক্ষ্য করেই আক্রমণ হেনেছেন বেশি। বিশেষ করে রাজকোটে ওপেনার জশ্বসী জয়সওয়াল তার ওপর চড়াও হয়েছিলেন। তিন ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি রেহান ১১ উইকেট নিলেও তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ১০৮ রান দিয়েছেন!
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, টম হার্টলি, ওলি রবিনসন, জেমস অ্যান্ডারসন ও শোয়েব বশির।