X
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
১ বৈশাখ ১৪৩১

ছিটকে গেলেন অভিষেকের অপেক্ষায় থাকা আলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৪, ১১:৪১আপডেট : ০২ মার্চ ২০২৪, ১২:৫২

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে সবচেয়ে বড় চমকের নামটি ছিল আলিস আল ইসলাম। সদ্যই শেষ হওয়া বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই অফস্পিনার দারুণ বোলিংয়ে নজর কেড়েছেন। দুর্ভাগ্য অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ এই স্পিনার ছিটকে গেছেন শ্রীলঙ্কা সিরিজ থেকে। আনুষ্ঠানিক ভাবে বিসিবি কিছু না জানালেও ক্রিকবাজকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ম্যাচ খেলতে নেমেই হইচই ফেলে দিয়েছিলেন তিনি। অভিষেক ম্যাচে হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছেন। মাঝে অবৈধ বোলিং অ্যাকশন এবং ইনজুরির কারণে হারিয়ে যেতে বসেছিলেন তিনি। এবার ফিরেই তিনি স্বরূপে। ৮ ম্যাচে ৯ উইকেট শিকার করলেও বোলিংয়ে বেশ মিতব্যয়ী থেকেছেন। বিপিএলের এমন পারফরম্যান্সই শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছিলেন।

যদিও ভাগ্য সহায় হলো না। দলে যোগ দেওয়ার আগেই চোটে পড়েছেন এই লেগ স্পিনার। গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন। এই চোটে প্লে-অফের পাশাপাশি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে পারেননি তিনি। আঙুলের সেই চোট কাটিয়ে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। 

বিসিবির সূত্র জানিয়েছে, ‘আলিসের ফিট হতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। তাই দলের সঙ্গে সে সিলেটে যাচ্ছে না।’

এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও ক্রিকবাজকে জানিয়েছেন, ‘তার আঙুলে চোট আছে। খুব সম্ভবত শ্রীলঙ্কা সিরিজে তার খেলা হচ্ছে না।’
 
নির্বাচক হাবিবুল বাশার সুমন আলিসকে নিয়ে দারুণ আশাবাদী ছিলেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছিলেন, ‘‘আমি আলিসকে খুব কাছ থেকে দেখেছি, তবে আলিসকে লম্বা রেসের ঘোড়া হতে হলে বোলিংয়ে আরও বৈচিত্র্য আনতে হবে। ক্রিকেটের ভাষায় আলিস ‘মিস্ট্রি স্পিনার’। আমার ধারণা শুরুতে ও (আলিস) খারাপ করবে না। ’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি দেশে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা: কাদের
বিএনপি দেশে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা: কাদের
গাজায় যুদ্ধবিরতির প্রধান দাবিতে অটল হামাস
গাজায় যুদ্ধবিরতির প্রধান দাবিতে অটল হামাস
‘সাম্প্রদায়িকতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দিতে হবে’
‘সাম্প্রদায়িকতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দিতে হবে’
চেনা বটমূলে রবি-নজরুলের গান আর বাঙালিয়ানার বার্তা
নববর্ষ ১৪৩১চেনা বটমূলে রবি-নজরুলের গান আর বাঙালিয়ানার বার্তা
সর্বাধিক পঠিত
নৌযান আটকের পর ইরানকে ইসরায়েলের হুমকি
নৌযান আটকের পর ইরানকে ইসরায়েলের হুমকি
আজ পহেলা বৈশাখ
আজ পহেলা বৈশাখ
ইসরায়েলে ইরানি হামলার নিন্দা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইসরায়েলে ইরানি হামলার নিন্দা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ভরা মৌসুমে অস্থির কেন পেঁয়াজের বাজার?
ভরা মৌসুমে অস্থির কেন পেঁয়াজের বাজার?
ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান: ইসরায়েলি সেনাবাহিনী
ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান: ইসরায়েলি সেনাবাহিনী