X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

৩০ রানের আক্ষেপের কথা শোনালেন হৃদয়

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৫ মার্চ ২০২৪, ২৩:৪৭আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০২:০৭

চট্টগ্রামে দিনের বেলায় তীব্র রোদ থাকলেও সন্ধ্যা নামতেই উল্টো চিত্র। চৈত্র মাসে যেন শীতের আমেজ নেমে আসে সাগরিকায়। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও ছিল শিশিরের আধিপত্য। শ্রীলঙ্কা এবার আর ভুল করেনি। টস জিতে শুরুতেই বাংলাদেশকে তারা ব্যাটিংয়ে পাঠিয়েছে। বাংলাদেশও স্কোরাবোর্ডে কম রান তোলেনি। সাধারণ সময়ে ২৮৬ রান চ্যালেঞ্জিংই বটে। কিন্তু যেখানে শিশিরের প্রভাব থাকে, সেখানে এই রান মোটেও নিরাপদ নয়। ম্যাচ শেষে সেই কথাই শোনালেন, ৯৬ রানের দারুণ ইনিংস খেলা তাওহীদ হৃদয়।

তাওহীদ হৃদয়-সৌম্য সরকারের ব্যাটেই ২৮৬ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ। ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানদের ৩ উইকেটও ফেলে দিয়েছিল তারা। কিন্তু পাথুম নিসাঙ্কার সেঞ্চুরি আর চারিথ আসালাঙ্কার ৯০ ছাড়ানো ইনিংসেই ঠিক হয়ে যায় ম্যাচের গতিপথ। বোলিংয়ে ৪ উইকেটের পর ব্যাটিংয়ে শেষে দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নায়ক হয়ে যান ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩ উইকেটে দ্বিতীয় ওয়ানডে হেরে সংবাদ সম্মেলনে আসা তাওহীদ হৃদয় জানিয়েছেন, স্কোরবোর্ডে তাদের কিছু রান কম হয়েছে, ‘আমার মনে হয় উইকেটটা যেমন ছিল ৩৩০/৩৪০ এর উইকেট। আমরা ২০ থেকে ৩০ রান কম করেছি। আমরা সেট হয়ে যদি আরেকটু ক্যারি করতাম, যারা সেট হয়েছিলাম। তাহলে হয়তোবা দৃশ্যটা ভিন্ন হতো।’

ম্যাচে যে শিশির প্রভাব ফেলেছে সেটিও স্বীকার করে নিয়েছেন এই ব্যাটার, ‘শিশির তো আসলে আমাদের হাতে নেই। আমাদের দেশে এই সময় কমই শিশির পড়ে। ভালো শিশিরই পড়েছে দুই ম্যাচে। বোলাররা তাও ভালো বোলিং করেছে। সামনে ডে ম্যাচ, তখন খেলা ভিন্ন হবে।’

৪৩ রানে তিন উইকেট তুলে লঙ্কানদের চাপে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ উইকেটে চারিথ আসালাঙ্কা ও পাথুম নিসাঙ্কা মিলে বাংলাদেশের কাছ থেকে ম্যাচটি এক প্রকার ছিনিয়ে নিয়েছেন। তাদের ১৮৩ বলে ১৮৫ রানের জুটির ওপর দাঁড়িয়েই শ্রীলঙ্কা পৌঁছে যায় ২২৮ রানে। নিসাঙ্কা ১১৪ রানের ইনিংস খেলেছেন। অন্যদিকে আসালাঙ্কা খেলেছেন ৯১ রানের ইনিংস। এই দুইজনের ইনিংসের কাছেই বাংলাদেশ হার মেনেছে বলে মনে করেন হৃদয়, ‘আমার কাছে মনে হয়, ওরা (নিসাঙ্কা-আসালাঙ্কা) অনেক ভালো জুটি গড়েছে। কৃতিত্ব ওদেরও দিতে হবে। যারা আমরা সেট হয়েছি, যদি ইনিংসটা আরও ক্যারি করতে পারতাম। ওপর থেকে যদি সৌম্য ভাই বা আমি যদি আরও বড় করতে পারতাম। আমি সৌম্য ভাইকে বারবার বলছিলাম যে আজকে খেলতে হবে। সৌম্য ভাইয়ের ইনিংসটা যদি আরও বড় হতো বা শান্ত ভাইয়ের ইনিংসটা যদি আরও বড় হতো, তাহলে খেলাটা হয়তো ভিন্ন হতো।’

তাওহীদ ৭৪ বলে হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন। পরের ৪৬ রান করেছেন মাত্র ২৮ বলে।  দুই পেসার তাসকিন, সাকিবকে নিয়ে শেষ দিকে এসে দারুণ ইনিংস খেলেছেন তিনি। ঠিক শেষ দিকে যেভাবে প্রয়োজন ছিল। নিজের ইনিংস নিয়ে তাওহীদ বলেছেন, ‘যেটা বললেন স্লো ছিল… আপনার আসলে পরিস্থিতিটাও বুঝতে হবে। একটু পর পর উইকেট পড়ছিল। আমার মাথা যতটুকু কাজ করেছে, চেষ্টা করেছি খেলা শেষ করার, যেহেতু ব্যাটার ছিল না। যদি থাকতো তাহলে হয়তো ভিন্ন দৃশ্য হতো। প্রথম থেকেই যা দেখছিলাম একটু পর পর উইকেট হারানোয় লক্ষ্য ছিল আমি খেলাটা শেষ করবো। যেহেতু আমি সেট ব্যাটার, খেলাটা শেষ করলে ভালো হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিষিদ্ধ থাকবেন তাওহীদ
তামিমের বদলে নেতৃত্ব পাচ্ছেন হৃদয়
লঙ্কা প্রিমিয়ার লিগ: তাসকিন-মোস্তাফিজসহ কে কোন দলে
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন