X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ নাহিদ, ফিরেছেন লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৪, ১৭:৫১আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৯:৩২

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেট সিরিজ শেষ। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। টেস্ট দলে নতুন মুখ নাহিদ রানা। দ্রুত গতির এই পেসারের খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও টেস্ট স্কোয়াডে তাকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন হাসান মুরাদ, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ।

বাংলাদেশ দল সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই সিরিজে লিটন ছুটি নিয়েছিলেন। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে ফিরেছেন তিনি। তাছাড়া আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া মুশফিক হাসানও ফিরেছেন এবার। যদিও টেস্ট অভিষেক তার হয়নি। অন্যদিকে, একেবারে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তুলে এই ক্রিকেটার আলোড়ন তুলেছেন। 

বিপিএলের সর্বশেষ আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলতে নেমে ৪২ বলের মধ্যে ১৭ টা বলই ১৪০ প্লাস কিলোমিটার গতিতে করেছেন তিনি। সর্বোচ্চ তুলেছিলেন ১৪৮ কিলোমিটার! নাহিদের ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ২৬ ইনিংস বোলিং করে তার উইকেট ৬৩টি। 

স্কোয়াড নিয়ে জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা মনে করি যে প্রথম টেস্টের জন্য বাছাই করা স্কোয়াডে খুব সুন্দর ভারসাম্য রয়েছে। আমাদের টেস্ট দল মোটামুটি মীমাংসা করেছে এবং একমাত্র নবাগত নাহিদ রানা। ছুটিতে থাকায় সবশেষ টেস্ট না খেলা লিটন (কুমার দাস) ফিরে এসেছে। সব বিভাগেই ভালো ব্যাকআপ আছে। আমার মনে হয় আমাদের এমন একটি দল আছে যারা সব কন্ডিশনের প্রয়োজনে মানিয়ে নিতে পারে।’

নাহিদের অন্তর্ভুক্তি নিয়ে নিয়ে এই নির্বাচক বলেছেন, ‘রানা দারুণ সম্ভাবনাময় একজন ক্রিকেটার। ও সম্ভবত এই মুহূর্তে বাংলাদেশের দ্রুততম বোলার এবং সোজা বাউন্স করতে পারে। যদিও এটা ওর জন্য প্রথম, ওর প্রথম-শ্রেণির রেকর্ডও বেশ দুর্দান্ত। দলে আরেক তরুণ পেসার মুশফিক হাসান রয়েছে। এই পেসারদের পাওয়ার এটাই সঠিক সময় কারণ ইবাদত (হোসেন) চোটের কারণে বাইরে রয়েছে এবং তাসকিনও (আহমেদ) এই মুহূর্তে টেস্ট খেলছে না।'

রাজ্জাক আরও বলেছেন, ‘আমাদের এখন স্থিতিশীল টেস্ট স্কোয়াড আছে। লিটনের প্রত্যাবর্তন ব্যাটিংকে শক্তিশালী করেছে কারণ তার অভিজ্ঞতা রয়েছে এবং আমরা তার সামর্থ্যের ওপর আস্থা রাখি। আমরা শাহাদাত হোসেন দিপুর মতো খেলোয়াড়দেরও সমর্থন করতে চাই, যাকে আমরা ভবিষ্যতের ব্যাটসম্যান মনে করি।’

প্রথম টেস্টের স্কোয়াড:  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, , শাহাদাত হোসেন, লিটন দাস, মুশফিক হাসান ও নাহিদ রানা।

/আরআই/এফআইআর/এফএইচএম/
সম্পর্কিত
জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে ভুগিয়ে মাস সেরা কামিন্দু
সিরিজ হারে সাতে নেমে গেছে বাংলাদেশ
এমন ব্যর্থতায় ‘অপরাধবোধ’ নেই শান্তর
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড