X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নাহিদের আগুন বোলিংয়ে হারলো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ১৯:০৫আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৯:০৫

তরুণ পেসার নাহিদ রানার গতির কাছে পরাস্ত হয়ে ২২৭ রানে থামে মোহামেডান। মামুলি লক্ষ্যে খেলতে নেমে ঢাকা প্রিমিয়ার লিগে সহজ জয়ের পথেই ছিল শাইনপুকুর। তবে হুট করে নামা বৃষ্টিতে তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩০ ওভারে ১৫৮ রানের। এই লক্ষ্য ২৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে দলটি। প্রথমবার ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তরুণ এই পেসার।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। কিন্তু শুরুতেই টপ অর্ডার দুই ব্যাটারকে হারিয়ে খেই হারিয়ে ফেলে ঐতিহ্যবাহী ক্লাবটি। রনি তালুকদার ৪ এবং মাহিদুল ইসলাম অঙ্কন রানের খাতা না খুলেই আউট হন। এরপর তৃতীয় উইকেটে মেহেদী হাসান মিরাজকে নিয়ে ইমরুল কায়েস গড়েন ৭০ রানের জুটি। ৭৩ বলে ৫৬ রান করে হাসান মুরাদের বলে ইমরুল আউট হতেই জুটি ভাঙে তাদের। এরপর দ্রুত চার উইকেট হারায় মোহামেডান। 

২৮ রানে চার উইকেট হারানোর পর দলের হাল ধরেন আরিফুল ইসলাম ও আবু হায়দার রনি। সপ্তম উইকেটে এই দুইজন মিলে গড়েন ৭৯ রানের জুটি। আরিফুল ৫৮ বলে ৩০ রান করে আউট হলেও রনি পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ৫৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫১ রানে আউট হন এই পেস বোলিং অলরাউন্ডার। এই দুজনের ব্যাটেই মূলত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে ঐতিহ্যবাহী ক্লাবটি। 

মোহামেডানকে ধসিয়ে দেওয়ার নায়ক তরুণ পেসার নাহিদ। সর্বশেষ লঙ্কানদের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল ২১ বছর বয়সী এই পেসারের। মোহামেডানের ৫ ব্যাটারকে ফিরিয়ে শাইনপুকুরের জয়ের নায়ক রানা। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তিনি। আজকে ৪৫ রানে নেন ৫টি উইকেট। আগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৫৪ রানে পেয়েছিলেন ৪ উইকেট। ফলে চলতি আসরে স্রেফ দুই ম্যাচ খেলে ৯ উইকেট তার নামের পাশে। এছাড়া হাসান মুরাদ দুটি এবং রবিউল হক ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট।

২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বৃষ্টির বাঁধায় ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকে। বৃষ্টি আইনে শাইনপুকুরের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩০ ওভারে ১৫৮। ততক্ষণে জয়ের অনেকটাই কাছে শাইনপুকুর। শেষ পর্যন্ত ২৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে দলটি। তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস আসে। এছাড়া মার্শাল আইয়ুব ৩০ ও জিসান আলমের ব্যাট থেকে আসে ২৬ রানের ইনিংস। অধিনায়ক আকবর আলী ২৭ ও ইরফান শুক্কুর ১১ রানে অপরাজিত থাকেন।

মোহামেডানের বোলারদের মধ্যে আবু হায়দার রনি, নাঈম হাসান ও মাহমুদউল্লাহ একটি করে উইকেট নিয়েছেন।

এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে শাইনপুকুর। পাশাপাশি সুপার লিগ নিশ্চিত করেছে তারা। এদিনে সমান ১৪ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান চারে। কাগজে কলমে মোহামেডানের সুপার লিগ নিশ্চিত না হলেও এক পা দিয়ে রেখেছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার