X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপের দুই সপ্তাহ আগে আইপিএল ছাড়লেন অসুস্থ রাবাদা

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৪, ১৮:৪৫আপডেট : ১৫ মে ২০২৪, ১৮:৪৫

কাগিসো রাবাদা রবিবার সন্ধ্যায় আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন। তার পায়ের (ঊরুর নিচের দিকে) নরম টিস্যুতে সংক্রমণ ধরা পড়েছে। বিশ্বকাপের দুই সপ্তাহ আগে অসুস্থ হলেও দক্ষিণ আফ্রিকা তাদের পেসারকে পুরো টুর্নামেন্টে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

রাবাদা এবার আইপিএল খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে। ১১ ম্যাচে ৮.৮৫ ইকোনমি রেটে নিয়েছেন ১১ উইকেট। শেষ দুটি ম্যাচে তাকে পাচ্ছে না এরই মধ্যে প্লে অফে খেলার যোগ্যতা হারানো দলটি। তাই আগেভাগে তাকে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার ব্যাপারে কোনও আপত্তি জানায়নি পাঞ্জাব। দেশে একজন বিশেষজ্ঞের সঙ্গে শলাপরার্শ করবেন প্রোটিয়া পেসার। 

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপের আগে তাদের মেডিক্যাল টিম রাবাদাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে।

রাবাদার অন্তর্ভুক্তি দক্ষিণ আফ্রিকার জন্য গুরুত্বপূর্ণ কারণ ১৫ জনের প্রাথমিক স্কোয়াডে একমাত্র তিনিই কৃষ্ণাঙ্গ আফ্রিকান খেলোয়াড়, যা কিছু বিতর্কের সৃষ্টি করেছে। সিএসএর লক্ষ্য গড়ে এক মৌসুমে প্রত্যেক একাদশে ছয় জন ভিন্ন বর্ণের খেলোয়াড় রাখা হবে, যেখানে অন্তত দুজন কৃষ্ণাঙ্গ থাকবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই লক্ষ্য পূরণ করতে পারছে না বোর্ড। স্কোয়াডে ছয় জন ভিন্ন বর্ণের খেলোয়াড় থাকলেও মাত্র একজন কৃষ্ণাঙ্গ আছেন। তাই রাবাদাকে প্রতি ম্যাচেই খেলাতে হবে, নয়তো সিএসএ তাদের লক্ষ্য থেকে পিছিয়ে পড়বে। ২০২৪-২৫ মৌসুম থেকে গড় বাড়ানোর সুযোগ থাকছে।

স্কোয়াডে থাকার মতো আরেকজন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় লুঙ্গি এনগিডি। কিন্তু তাকে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার অন্য ফাস্ট বোলাররা হলেন স্ট্রেস ফ্র্যাকচারে ৯ মাস পর দলে ফেরা আনরিখ নর্কিয়ে, জেরাল্ড কোয়েটজে, ওতনিয়েল বার্টম্যান ও মার্কো জানসেন।

আগামী ৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

/এফএইচএম/
সম্পর্কিত
বর্ণবাদী সরকারের অপরাধ তদন্তে হস্তক্ষেপের অভিযোগ, সত্যতা যাচাইয়ে কমিশন গঠন দ. আফ্রিকার
কিয়েভে রুশ হামলা, দ. আফ্রিকা সফর সংক্ষিপ্ত করলেন জেলেনস্কি
মায়ের সঙ্গে ডিভোর্সের পর চলে গেলেন বাবাও, একসঙ্গে যাওয়া হলো না জার্মানি
সর্বশেষ খবর
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’