জিম্বাবুয়ে সিরিজে ফিল্ডিং করতে গিয়ে পেশিতে চোট পেয়েছিলেন তাসকিন আহমেদ। এই চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা শঙ্কায় পড়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপে শুরুর দুই ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে শঙ্কা অনেকটাই কেটে গেছে। তাসকিনের উন্নতি দ্রুত গতিতেই হচ্ছে। বিশ্বকাপের শুরু থেকেই তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। শনিবার প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এমন আশার কথা শুনিয়েছেন।
শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লিপু জানান, তাসকিন প্রত্যাশার চেয়ে বেশি দ্রুত ফিট হওয়ার পথে রয়েছেন। তিনি বলেন, ‘আমাদের ফিজিও বায়েজিদ জানিয়েছেন, তাসকিনের আরেকটি এমআরআই করানো হয়েছে। সেখানে গেছে, তারা যে গতিতে তাসকিনের সুস্থতার কথা চিন্তা করেছেন, তার চেয়ে কিছুটা এগিয়েই আছে সে।’
সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুন থেকে তাসকিন বোলিংও শুরু করবেন বলে লিপু জানালেন, ‘ভালো সাড়া দিচ্ছে সে (তাসকিন)। তারা (ফিজিও) আশাবাদী, ৩১ মে নাগাদ আবার পর্যবেক্ষণ করে তাসকিন হয়তো বোলিং শুরু করবে ১ জুন থেকে। যদি সবকিছু পরিকল্পনামাফিক হয়। আর এখন থেকে সে হয়তো স্ট্রেংথ ও ফিটনেস ট্রেনিং করবে। আশা করা যায়, ৫ তারিখের মধ্যে সে পূর্ণ রানআপে বোলিং করবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে চোটে পড়েন তসকিন। রিপোর্ট পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। সেখানকার চিকিৎসকদের পরামর্শ ইতিবাচক থাকায় রাখা হয় বিশ্বকাপ স্কোয়াডে। বাংলাদেশের বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় দুই সপ্তাহ বাকি। সবকিছু ঠিক থাকলে প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়ার আশা করা হচ্ছে।
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, 'তাসকিনের উন্নতি খুবই ভালো ও সন্তোষজনক। সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে ও জিম করছে। রানিংও শুরু করছে, আর কয়েকদিন পর আমরা তাকে বল করতে দেবো। আমরা কেবলই রিপোর্টটা পেয়েছি আর মনে হচ্ছে ইনজুরি প্রায় ঠিক হয়ে গেছে।'