যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং কিংবা বোলিংয়ে মন ভরাতে পারেননি সাকিব আল হাসান। বাংলাদেশের সেরা অলরাউন্ডারের র্যাঙ্কিংয়েও অফফর্মের প্রভাব পড়েছে। গত কয়েক দিন শ্রীলঙ্কা অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যৌথভাবে শীর্ষে থাকলেও নামতে হয়েছে তাকে। সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে সাকিব নেমে গেছেন দু নম্বরে, এখন এককভাবে এক নম্বরে হাসারাঙ্গা।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের সপ্তাহে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাকিব ও হাসারাঙ্গার রেটিং পয়েন্ট ছিল সমান ২২৮। সিরিজ শেষে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট কমে ২২৩। হাসারাঙ্গার পয়েন্ট কমেনি।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সবগুলো খেলেছেন সাকিব। মাত্র এক উইকেট নেন তিনি। অন্যদিকে ব্যাট হাতে দুই ইনিংস খেলে করেন ৩৬ রান।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা বাংলাদেশি শেখ মেহেদী হাসান। তিনিও যুক্তরাষ্ট্র সিরিজের পর সাত ধাপ নেমে গেছে এখন ৪৭ নম্বরে।
ব্যাটার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাওহীদ হৃদয়ের। ১২ ধাপ লাফিয়ে ৬০ নম্বরে তিনি। যুক্তরাষ্ট্র সিরিজে ৩ ম্যাচে দেশের হয়ে সর্বোচ্চ ৮৩ রান তার। ব্যাট হাতে হতাশ করেছেন লিটন দাস ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটনের অবনতি পাঁচ ধাপ, আছেন ৪০ নম্বরে। চার ধাপ পিছিয়ে ৪৪তম শান্ত। ব্যাটার র্যাঙ্কিংয়ে লিটনই বাংলাদেশের সেরা।
তানজিদ হাসান তামিমের বড় উন্নতি হয়েছে। ৩৪ ধাপ লাফিয়েছেন তিনি। তাতে করে প্রথমবার শীর্ষ একশতে জায়গা করে নিয়েছেন, তার অবস্থান ৮৪তম।
সিরিজে দুর্দান্ত বোলিং করেন মোস্তাফিজুর রহমান। শেষ ম্যাচে ১০ রান দিয়ে নেন ৬ উইকেট। সব মিলিয়ে ১০ উইকেট তার। তাতে করে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন বাঁহাতি পেসার।