স্কটল্যান্ডের সঙ্গে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি, অস্ট্রেলিয়ার কাছে হার। এমন পরিস্থিতি কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখতে ইংল্যান্ডের সামনে জয়ের বিকল্প কিছু ছিল না। তাও আবার শেষ দুটি ম্যাচ জিতলেই হবে না, মাথায় রাখতে হবে নেট রান রেটের হিসাবও। প্রত্যাবর্তনের শুরুটা হলো ওমানকে গুঁড়িয়ে দিয়ে। মাত্র ১৯ বল ব্যাট করেই ৮ উইকেটে জিতে গেলো ইংল্যান্ড।
বৃহস্পতিবার ইংল্যান্ড এই বিশ্বকাপের প্রথম জয় পেলো। ঠিক যেমনটা দরকার। নেট রান রেটে বড় ছাপ রাখার মতো জয় পেয়েছে তারা।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। জোফরা আর্চার ও মার্ক উড পাওয়ার প্লের মধ্যে ওমানের টপ অর্ডারে আঘাত করেন। আদিল রশিদ বল হাতে নিয়ে ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড ভাঙেন। ১৩.২ ওভারে ৪৭ রানে অলআউট ওমান। তাদের পক্ষে শোয়েব খান সর্বোচ্চ ১১ রান করেন, আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
উড ও আর্চার তিনটি করে উইকেট নিয়েছেন। রশিদ শেষ করেছেন চারটি উইকেট নিয়ে, মাত্র ১১ রান দিয়ে ম্যাচসেরাও হয়েছেন এই স্পিনার।
লক্ষ্য ছিল মাত্র ৪৮ রানের। ইংল্যান্ড আগ্রাসী ব্যাটিংয়ে ঝুঁকেছে প্রথম থেকে। ফিল সল্ট ইনিংসের প্রথম দুটি বল ছক্কা মারেন, কিন্তু আউট হয়ে যান তৃতীয় বলে। উইল জ্যাকস পরের ওভার শেষ হওয়ার আগেই বিদায় নেন। জস বাটলার ও জনি বেয়ারস্টো আর অপেক্ষায় রাখেননি। ৩.১ ওভারে ২ উইকেটে ৫০ রান করে ইংল্যান্ড। বাটলার ২৪ ও বেয়ারস্টো ৮ রানে অপরাজিত ছিলেন।
এই জয়ে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে স্কটল্যান্ড, যারা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে গ্রুপের শেষ ম্যাচ। ওই ম্যাচে স্কটিশরা জিতলে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত। তবে যদি স্কটল্যান্ড অজিদের কাছে হেরে যায়, তাহলে ইংল্যান্ড নামিবিয়ার বিপক্ষে জিতে সমান ৫ পয়েন্ট নিয়েও নেট রান রেটে পেছনে ফেলার সুযোগ পাবে। বর্তমানে রান রেটে স্কটল্যান্ডের চেয়ে বেশ এগিয়ে ইংলিশরা।