টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল অবস্থান করছে সুদূর সেন্ট ভিনসেন্টে। চাইলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার কোনও সুযোগ নেই। বাংলাদেশে সোমবার ঈদ, ওইদিন সকালে বাংলাদেশ দল গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে। তার আগে রবিবার সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের ক্রিকেটাররা ঈদুল আজহা উদযাপন করেছেন। প্রবাসে ঈদ উদযাপন করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাওহীদ হৃদয়।
প্রবাসে ঈদ উদযাপনের বেশ কিছু ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে আবেগঘন পোস্টে লিখেছেন, ‘আত্মত্যাগের ঈদে দূরে আছি পরিবার, সবুজ-শ্যামল গ্রাম এবং দেশ থেকে। মহান আল্লাহপাক এই পবিত্র দিনটি আমার মা-বাবার মুখ দেখা থেকে বঞ্চিত করেছেন। খুব ইচ্ছে হলেও মায়ের কোলে মাথা রাখতে পারছি না। বন্ধুদের সঙ্গে কোলাকুলি করতে পারছি না। প্রতিবার কোরবানির প্রিয় পশুর মাথায় হাত বুলিয়ে দিই, এবার সেটাও হলো না।’
সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় সেন্ট ভিনসেন্টে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। নেপালকে হারালেই কোনও সমীকরণ ছাড়া সুপার এইট নিশ্চিত করবে বাংলাদেশ। ম্যাচটি জিতে সুপার এইটে বাংলাদেশের দুই ম্যাচের ভেন্যু অ্যান্টিগাতে যেতে পারলে বাংলাদেশির ক্রিকেটপ্রেমীদের ঈদ আনন্দ দ্বিগুণ হয়ে যাবে।
ঈদের শুভেচ্ছা জানিয়ে তাওহীদ আরও বলেছেন, ‘হয়তো আল্লাহপাক এই ত্যাগটুকুই আমার জন্য কবুল করেছেন। পরবর্তী ম্যাচে জাতীয় সংগীতের লাইনে দাঁড়িয়ে শুধু এতটুকুই মনে পড়বে-দেশের দায়িত্বে আছি, এই দায়িত্ব পালনে এ রকম শত শত ত্যাগের জন্য আমি সদা প্রস্তুত। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আমাদের দোয়ায় রাখবেন। ঈদ মোবারক।’
বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, ‘আপনার প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করার সঙ্গে আপনার হৃদয় ভালবাসা এবং আনন্দে ভরে উঠুক। ঈদ মোবারক!’
পেসার তাসকিন আহমেদ বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন। দলের সেরা অস্ত্র ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদ মুবারক! আপনাকে একটি আনন্দময় এবং শান্তিপূর্ণ ঈদুল আজহার শুভেচ্ছা! আল্লাহ আপনার কোরবানি কবুল করুক এবং আপনার পরিবারের উপর তার অশেষ রহমত বর্ষণ করুক।’
ইনজুরির কারণে বিশ্বকাপের কোনও ম্যাচে এখনও নামতে পারেননি শরিফুল ইসলাম। তবে এই মুহূর্তে অনেকটাই সুস্থ তিনি। প্রবাসে ঈদ উদযাপন শেষে সামাজিক মাধ্যমে গ্রুপ ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আপনার পাশের মানুষের সঙ্গে ঈদ-আনন্দ ভাগাভাগি করুন। ঈদ মোবারক।’
টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়া তামিম ইকবালও সবাইকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’