X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের হাতেই অস্ট্রেলিয়ার ভাগ্য!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৪, ০১:১৭আপডেট : ২৫ জুন ২০২৪, ০১:১৭

ভারতের বিপক্ষে শেষ তিন ওভারে অস্ট্রেলিয়াকে তুলতে হতো ৫৩ রান। শেষ ওভারে যা দাঁড়ায় ২৯ রানের সমীকরণে। কঠিন এই সমীকরণ মেলাতে পারলেন না অস্ট্রেলিয়ার লেট অর্ডার ব্যাটাররা। শেষ ৬ বলে তুলেছে ৪ রান। ২৪ রানে ম্যাচ জিতেছে ভারত। এই জয়ে মিচেল মার্শ-প্যাট কামিন্সদের অপেক্ষায় রেখে সেমিফাইনালে উঠে গেছে রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়ার অপেক্ষার প্রহর শেষ হবে মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের পর।

সুপার এইটের গ্রুপ ১-এ ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা ভারত। তাদের নেট রানরেট ২.০১৭। ১ জয় এবং -০.৩৩১ নেট রানরেট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে অস্ট্রেলিয়ার সেমিতে যাওয়ার সম্ভাবনা আছে এখনও। তবে মিচেল মার্শদের তাকিয়ে থাকতে হচ্ছে আজ বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের দিকে। বিশেষ করে বাংলাদেশের হাতেই অস্ট্রেলিয়ার ভাগ্য দুলছে। আফগানিস্তানের বিপক্ষে নাজমুল হোসেন শান্তদের বড় জয়ই কেবল পারে তাদের পরের ধাপে নিতে। তবে বাংলাদেশ যদি ৬২ (প্রথম ইনিংসে ১৬০ রান ধরে) বা তার চেয়ে বেশি রানে জেতে কিংবা আফগানিস্তান জিতে যায়, তাহলে অজিরা বিদায় নেবে। এই মুহূর্তে আফগানিস্তানের ১ জয় এবং -০.৬৫০ নেট রানরেট। আর বাংলাদেশের রানরেট -২.৪৮৯।

বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ হচ্ছে, তারা যদি আগে ব্যাট করে ১৬০ রান করে আর আফগানদের হারায় ৬২ রানে, তাহলে বাংলাদেশ উঠে আসবে গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে। এর চেয়ে বেশি ব্যবধানে হারালে তো আরও ভালো। আর যে লক্ষ্যই হোক না কেন বাংলাদেশ পরে ব্যাটিং করলে জিততে হবে ১৩ ওভাবের মধ্যে।

তবে -২.৪৮৯ রান রেট থেকে -০.৩৩১ রান রেটকে টপকে যেতে কমপক্ষে এই ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। আর আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে সরাসরি ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে তারা।

সবকিছু মিলিয়ে কঠিন সমীকরণের মারপ্যাচে নিয়ে মঙ্গলবার সুপার এইটের শেষ ম্যাচটি সেন্ট ভিনসেন্টে মাঠে গড়াবে। নাজমুল হোসেন শান্তরা চলতি টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলতে পারেননি। আফগানদের বিপক্ষে শেষ ম্যাচটিতে সেরা ক্রিকেট খেলতে পারলে সঙ্গে যে সমীকরণ সেটি মেলাতে পারলেই ইতিহাস রচনা করতে পারবে। তাতে অস্ট্রেলিয়াকে বিদায় করে ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল খেলার সুযোগ মিলবে। তখন টুর্নামেন্ট থেকে বিদায় নেবে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।

/আরআই/আরআইজে/
সম্পর্কিত
বাংলাদেশের নতুন বোলিং কোচ শন টেইট
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামসকে বিদায় দিলো বিসিবি
৪০ কোটি বছর আগের মাছের রহস্যভেদ করলেন চীনা বিজ্ঞানীরা
সর্বশেষ খবর
কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত
কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত
কাস্টমস ও বন্দরের হয়রানির কারণে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কমেছে
কাস্টমস ও বন্দরের হয়রানির কারণে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কমেছে
পুলিশের হাতে মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশের হাতে মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাস্তায় পাওয়া ৪৯ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিলো দুই কিশোর
রাস্তায় পাওয়া ৪৯ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিলো দুই কিশোর
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা