X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন্স ট্রফি: ওয়ার্নারকে না করে দিয়েছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ১৭:৩৩আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৮:০৭

অবসরে চলে গেলেও ওয়ানডের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু তার ফেরার সব পথ বন্ধই হয়ে গেছে। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক জর্জ বেইলি বলেছেন, অজি ওপেনারকে অবসর প্রাপ্ত হিসেবেই বিবেচনা করা হবে। তবে দীর্ঘ মেয়াদে যে ছাপটা ওয়ার্নার রেখে গেছেন, তার প্রশংসা করেছেন বেইলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার কথা আবারও জোর দিয়ে জানান ওয়ার্নার। যার জবাবে জর্জ বেইলি বলেছেন, ‘আমাদের কাছে ডেভিড এখন অবসরপ্রাপ্ত। ফলে তিন ফরম্যাটে সে যা করেছে, তার প্রশংসাই করা উচিত।’ তার পরেই পাকিস্তানের আসন্ন আসরটিকে উদ্দেশ্য করে বেইলির কথা, ‘অবশ্যই, সে আমাদের পরিকল্পনায় পাকিস্তানে থাকছে না।’

তবে বেইলি এটা যোগ করেছেন, সাদা বলের ক্রিকেটে পুরোনো অন্য খেলোয়াড়দের থেকে নিজেদের নজর পুরোপুরি সরছে না। তবে ভবিষ্যতের দিকে মনোযোগটা ঠিকই রাখছেন। বিশেষ করে টি-টোয়েন্টি স্কোয়াডে। স্কটল্যান্ড ও ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য তারা কুপার কোনোলি ও জেক ফ্রেজার ম্যাকগার্ককে রেখেছেন।

বাদ পড়েছেন ম্যাথু ওয়েড। তাতে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার হয়ে তিনি শেষ ম্যাচ খেলে ফেলেছেন। যদিও সেটা এখনও আনুষ্ঠানিক নয়। সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে তাদের ভবিষ্যৎ নিয়ে এখনও আলোচনা হয়নি। বেইলির কথা, ‘পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সালে। আসন্ন সফরের জন্য যে পরিবর্তনটা দেখা যাচ্ছে, আমার ধারণা সেখানে আরও পরিবর্তন আসবে। তবে নির্দিষ্ট করে স্টার্ক ও ম্যাক্সওয়েলের  ব্যাপারে এখনও আলোচনা হয়নি।’  

/এফআইআর/
সম্পর্কিত
রোহিতের অবসরে টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে গিল
ভারত-পাকিস্তান সংঘাত: সূচি অনুযায়ী মাঠে গড়াবে পিএসএল 
ভারতের পেসারকে প্রাণনাশের হুমকি 
সর্বশেষ খবর
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
কারাগারে আইভী
কারাগারে আইভী
শেখ হাসিনার সঙ্গে মিটিংয়ের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
শেখ হাসিনার সঙ্গে মিটিংয়ের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ