X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন্স ট্রফি: ওয়ার্নারকে না করে দিয়েছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ১৭:৩৩আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৮:০৭

অবসরে চলে গেলেও ওয়ানডের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু তার ফেরার সব পথ বন্ধই হয়ে গেছে। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক জর্জ বেইলি বলেছেন, অজি ওপেনারকে অবসর প্রাপ্ত হিসেবেই বিবেচনা করা হবে। তবে দীর্ঘ মেয়াদে যে ছাপটা ওয়ার্নার রেখে গেছেন, তার প্রশংসা করেছেন বেইলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার কথা আবারও জোর দিয়ে জানান ওয়ার্নার। যার জবাবে জর্জ বেইলি বলেছেন, ‘আমাদের কাছে ডেভিড এখন অবসরপ্রাপ্ত। ফলে তিন ফরম্যাটে সে যা করেছে, তার প্রশংসাই করা উচিত।’ তার পরেই পাকিস্তানের আসন্ন আসরটিকে উদ্দেশ্য করে বেইলির কথা, ‘অবশ্যই, সে আমাদের পরিকল্পনায় পাকিস্তানে থাকছে না।’

তবে বেইলি এটা যোগ করেছেন, সাদা বলের ক্রিকেটে পুরোনো অন্য খেলোয়াড়দের থেকে নিজেদের নজর পুরোপুরি সরছে না। তবে ভবিষ্যতের দিকে মনোযোগটা ঠিকই রাখছেন। বিশেষ করে টি-টোয়েন্টি স্কোয়াডে। স্কটল্যান্ড ও ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য তারা কুপার কোনোলি ও জেক ফ্রেজার ম্যাকগার্ককে রেখেছেন।

বাদ পড়েছেন ম্যাথু ওয়েড। তাতে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার হয়ে তিনি শেষ ম্যাচ খেলে ফেলেছেন। যদিও সেটা এখনও আনুষ্ঠানিক নয়। সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে তাদের ভবিষ্যৎ নিয়ে এখনও আলোচনা হয়নি। বেইলির কথা, ‘পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সালে। আসন্ন সফরের জন্য যে পরিবর্তনটা দেখা যাচ্ছে, আমার ধারণা সেখানে আরও পরিবর্তন আসবে। তবে নির্দিষ্ট করে স্টার্ক ও ম্যাক্সওয়েলের  ব্যাপারে এখনও আলোচনা হয়নি।’  

/এফআইআর/
সম্পর্কিত
মার্চ মাসের সেরা শ্রেয়াস আইয়ার
নাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
ইনজুরিতে পিএসএল শেষ লিটনের
সর্বশেষ খবর
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ