X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘শূন্য’ রানে আউট হৃদয়, ছিটকে গেলো ডাম্বুলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৪, ০০:৩৫আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০০:৩৫

লঙ্কা প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচ ব্যর্থ হচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। যার কারণে বেশ কিছু ম্যাচে সুযোগ হচ্ছিল না তাসিকন-মোস্তাফিজ-শরিফুল-তাওহীদদের। মঙ্গলবার ৫ ম্যাচ পর সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। আগের দুই ম্যাচে এক ইনিংস ব্যাটিং করে ১ রান কার তাওহীদ আজ রানের খাতা না খুলেই আউট হয়েছেন। এদিন শুধু তাওহীদ নয়, অধিনায়ক মোহাম্মদ নবী ছাড়া কেউই রান পাননি। তার ৪০ রানের ইনিংসের ওপর দাঁড়িয়ে ডাম্বুলা সিক্সার্স ১২৩ রানের স্কোর গড়েছে। জবাবে খেলতে নেমে কলম্বো স্ট্রাইকার্স আউট হয়েছে ৯৫ রানে। তাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ২৩ রান জিতলেও লাভ হয়নি ডাম্বুলার। ক্যান্ডি ফ্যালকন্সের সঙ্গে সমান ৬ পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ডাম্বুলার দেওয়া ১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই পেসার কামিন্দু বিক্রমাসিংহে ও নুয়ান প্রদীপের তোপে পড়ে কলম্বো স্ট্রাইকার্স। আরও আগেই অলআউট হতে পারতো দলটি। অধিনায়ক থিসারা পেরেরার ৩০ রানে সুবাদে স্কোর ৯৫ রান পৌঁছেছে। এই ম্যাচ হারলেও অবশ্য কোয়ালিফায়ার খেলা নিশ্চিত দলটির। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান কলম্বোর।

ডাম্বুলার বোলারদের মধ্যে প্রদীপ ২০ রান খরচায় শিকার করেন তিনটি উইকেট। এছাড়া বিক্রমাসিংহে নেন দুটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই রেজা হেনড্রিক্সকে হারায় ডাম্বুলা। এরপর পাওয়ার প্লেতে আরও তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। মোহাম্মদ নবীর ৪০ এবং বিক্রমাসিংহের ব্যাট থেকে আসে ২৬ রানের ইনিংস। তাতে ১২৩ রান জমা পড়ে স্কোরবোর্ডে। ম্যাচসেরাও হয়েছেন নবী।

কলেম্বোর বোলারদের মধ্যে বিনুরা ফার্নান্দো সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। মাথিশা পাথিরানা ও দুনিথ ভেল্লালাগে নেন দুটি করে উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
আঙুলের চোটের পর দ্বিতীয় টেস্টে ফিরছেন স্মিথ
ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হারলো বাংলাদেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে