X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

জাতীয় দলের তাঁবু ছেড়ে জাতীয় লিগে, তবু ব্যর্থ জাকির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ১৯:০৬আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৯:০৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলা হয়নি জাকির হাসানের। ম্যাচ না খেললেও চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে রয়েছেন। তার পরেও জাকিরকে আবিষ্কার করা গেলো সিলেটের মাঠে! জানা গেছে, দ্বিতীয় টেস্টে জাকিরের খেলার সম্ভাবনা নেই বলেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে জাতীয় দলের তাবু ছেড়ে জাতীয় লিগে ফিরেও ভাগ্য বদলায়নি তার। দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন উইকেটকিপার এই ব্যাটার। জাকির ব্যর্থ হলেও তার দল সিলেট দ্বিতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড টু-তে সিলেট ও চট্টগ্রাম মুখোমুখি হয়েছে। প্রথম দিনে সিলেটের বোলারদের দাপুটে বোলিংয়ে ১৯৮ রানে অলআউট হয় চট্টগ্রাম। চট্টগ্রামের ইয়াসির আলী রাব্বির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস। সিলেটের রেজাউর রহমান রাজা ও তোফায়েল আহমেদ প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়েছেন।

চট্টগ্রামকে অল্প রানে বেঁধে নিজেরা ব্যাটিংয়ে নেমে সিলেটও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সিলেটের ব্যাটিং শক্তি বাড়াতে জাতীয় দলের তাঁবু থেকে উড়িয়ে আনা হয় জাকির হাসানকে। কিন্তু হতাশ করেছেন তিনি। সাম্প্রতিক সময়টা তার ভালো কাটছে না। প্রথম ইনিংসে আউট হয়েছেন ১৭ বলে ১৩ রানে। শুধু জাকিরই নন, সিলেটের কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। সর্বোচ্চ ৩৪ রান আসে আসাদুল্লাহ আল গালিবের ব্যাট থেকে। সবমিলিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫২ রানের।

চট্টগ্রামের বোলারদের মধ্যে ইফরান হোসেন নেন ৫টি উইকেট। এছাড়া আশরাফুল হাসান নেন দুটি উইকেট। 

৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে চট্টগ্রাম। এবার রাজা, নাঈম আহমেদ ও নাসুম আহমেদের বোলিংয়ে ১৭৩ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৪২ রান আসে সাজ্জাদুল হক রিপনের ব্যাট থেকে। নাঈম, রাজা ও নাসুম প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়েছেন।

রবিবার শেষ সেশনে ২২০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩০ রানে দিন শেষ করেছে সিলেট। জয় থেকে আর ৯০ রান দূরে স্বাগতিকরা। তৌফিক খান তুষার (৫১) ও জাকির হাসান (৩৬) রান করে আউট হয়েছেন। পিনাক ঘোষ (১৪) ও অমিত হাসান (২৩) রানে অপরাজিত আছেন। 

সোমবার সকালে ৯০ রানের লক্ষ্যে বাকি ৮ উইকেট হাতে রেখে ব্যাটিংয়ে নামবে সিলেট। ম্যাচের যা অবস্থা তাতে করে জয়ের খুব কাছেই আছে স্বাগতিকরা। অন্যদিকে, চট্টগ্রামকে জিততে হলেও নিয়ন্ত্রিত বোলিংয়ের বিকল্প নেই।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ঢাকা লিগে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
হ্যাটট্রিক শিরোপা জিততে আবাহনীর চাই ২৪১ 
ইমরানুজ্জামানের সেঞ্চুরিতে গুলশানকে হারালো অগ্রণী ব্যাংক
সর্বশেষ খবর
আকু পরিশোধের পরও রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে
আকু পরিশোধের পরও রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে
আসামি ধরতে গিয়ে ওসিসহ ৭ পুলিশ হামলার শিকার
আসামি ধরতে গিয়ে ওসিসহ ৭ পুলিশ হামলার শিকার
শ্রমিক-মালিকের ঐক্যবদ্ধ চেষ্টা দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাবে: অধ্যাপক তামিজী 
শ্রমিক-মালিকের ঐক্যবদ্ধ চেষ্টা দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাবে: অধ্যাপক তামিজী 
মিয়ানমারের মিলিশিয়া গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা
মিয়ানমারের মিলিশিয়া গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার