X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ঘরের মাঠে জিততে ভূমিকা রাখতে চান নাঈম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ১৯:২৯আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২২:০৭

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট হেরে গেছে বাংলাদেশ। মঙ্গলবার শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। ম্যাচটির ভেন্যু চট্টগ্রাম আবার নাঈম হাসানের হোম গ্রাউন্ড। মিরপুর কিংবা অন্য ভেন্যুতে এই অফস্পিনারের পারফরম্যান্স গড়পড়তা হলেও চট্টগ্রামে নাঈমের পারফরম্যান্স দুর্দান্ত। তাইতো তার কণ্ঠে ফুটে উঠলো উচ্ছ্বাস। চট্টগ্রাম থেকে নাঈম জানালেন, দ্বিতীয় ম্যাচটি জিততে মরিয়া দলের সবাই। নিজের গ্রাউন্ড বলে ম্যাচটিতে সবকিছু উজার করে দিতে চান এই অফস্পিনার নিজেও।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই নাঈমের অভিষেক হয়েছিল। প্রথম ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর ২০২২ সালে সর্বশেষ টেস্ট ম্যাচেও ৬টি উইকেট পেয়েছেন। চট্টগ্রাম যেন নাঈমকে দুই হাত ভরে দিচ্ছে। তবে নাঈমের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। সর্বশেষ তিন ইনিংসে কোন উইকেটের দেখা পাননি। নাঈম এবার নিজের হোমগ্রাউন্ড বলেই বেশি আত্মবিশ্বাসী। এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘অবশ্যই নিজের হোম গ্রাউন্ডে খেলতে খুব ভালো লাগে। আগেও খেলেছি, আলহামদুলিল্লাহ আমার ক্যারিয়ারের দুটা ফাইফার এখানে। সর্বশেষ ম্যাচ যখন খেলেছি এই মাঠে ৬ উইকেট পেয়েছি। মাঠে যা যা দরকার ওগুলোর প্রস্তুতি নিচ্ছি, সর্বশেষ ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে কাজ করছি যেন সামনে আর না হয়। এখানে (চট্টগ্রামে) সুযোগ পেলে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করবো। আমার মনে হয় মিরপুরে যে উইকেট ছিল এখানে ভিন্ন উইকেট থাকবে। ইনশাআল্লাহ আমাদের স্পিনাররা তো আল্লাহ রহমতে খুব ভালো শেপে আছে। তাইজুল ভাই, মিরাজ ভাই; ইনশাআল্লাহ আমাদের ভালো একটা রেজাল্ট আসবে।’

নাঈম মনে করেন দলের প্রত্যেকেই যদি প্রত্যেকের পারফরম্যান্সে ফোকাস রাখে, তাহলে ফল নিজেদের পক্ষে আনা সম্ভব, ‘আমার দিক দিয়ে চেষ্টা করবো আমার শতভাগ দিয়ে ম্যাচ জেতানোর, যদি একাদশে থাকি। চেষ্টা করবো আমিই যেন ম্যাচ জেতাতে পাারি। এরকম যদি সবাই বিশ্বাস করি যে- আমি ম্যাচ জেতাবো। তাহলে যাদের ক্লিক হবে, তারাই ম্যাচ জেতাবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো ঘরের মাঠে ম্যাচ জেতাতে ভূমিকা রাখতে।’

মিরপুরে ব্যাটিং ব্যর্থতায় প্রথম টেস্ট হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রসেস ঠিক রেখে ম্যাচ জেতার আশা করছে স্বাগতিকরা। নাঈম বলেছেন, ‘আলহামদুলিল্লাহ সবাই আশাবাদী আমরা, জেতার জন্যই খেলবো। আসলে ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের চিন্তা করতে হবে রেজাল্ট হবে পাঁচদিন পর, চেষ্টা করতে হবে যে যার কাজটা শতভাগ করার।’

অফস্পিনের পাশাপাশি নাঈম ব্যাটিংয়েও বেশ পারদর্শী। টেলএন্ডার হিসেবে বেশ দাপট দেখিয়েই ২২ গজে রাজত্ব করেন। ব্যাটিং নিয়ে নাঈম বলেছেন, ‘আমি চেষ্টা করি যখন ব্যাটিংয়ে নামি নিজেকে ব্যাটার হিসেবে মনে করার। দেখবেন লোয়ার অর্ডারে যদি পার্টনারশিপ হয় বিপক্ষ দলের মোমেন্টাম পরিবর্তন হয়ে যায়।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়কত্ব ইস্যুতে শান্ত, ‘হয়তো ক্রিকেট বোর্ড থেকে একটা খবর পাবেন’
একদিনে দুইবার অলআউট, বাংলাদেশের হতশ্রী ব্যাটিংয়ের শেষ কোথায়?
চট্টগ্রাম টেস্টইনিংসে হার, বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে দ.আফ্রিকা
সর্বশেষ খবর
সিমেন্টবোঝাই ট্রাক উল্টে সড়কে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
সিমেন্টবোঝাই ট্রাক উল্টে সড়কে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
দক্ষিণখানে প্রতিবন্ধীর ব্যবসা দখল বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন
দক্ষিণখানে প্রতিবন্ধীর ব্যবসা দখল বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন
শহীদকন্যাকে ধর্ষণ মামলার পলাতক সেই আসামি গ্রেফতার
শহীদকন্যাকে ধর্ষণ মামলার পলাতক সেই আসামি গ্রেফতার
আ.লীগ নিষিদ্ধে বিলম্ব হলেও আমরা খুশি: নজরুল ইসলাম খান
আ.লীগ নিষিদ্ধে বিলম্ব হলেও আমরা খুশি: নজরুল ইসলাম খান
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো