X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

বিকালে আইপিএলের মেগা নিলাম 

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ১২:২৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪২

আইপিএলের দুই দিনের মেগা নিলাম শুরু হতে যাচ্ছে আজ। পার্থে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের সঙ্গে নিলামের সময়ের সংঘর্ষ এড়াতে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বিকালে। সৌদি আরবের জেদ্দায় নিলাম শুরু হবে রবিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায়। এবারই প্রথম আরব দেশটিতে নিলামটি হতে যাচ্ছে। নিলাম সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। 

সর্বমোট ৫৭৭জনকে নিয়ে শুরু হবে নিলামের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ থেকেও তালিকায় আছেন ১২জন। তারা হলেন- নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদ। 

নিলামে যাওয়ার আগে তাদের ভিত্তি মূল্যের দিকেও চোখ বুলিয়ে নেওয়া যাক। নাহিদ রানার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। একই ভিত্তিমূল্য রিশাদ, লিটন, হদয়, শরিফুল, তানজিম সাকিব, শেখ মেহেদী ও হাসান মাহমুদের।  মোস্তাফিজের ভিত্তিমূল্য সবচেয়ে বেশি ২ কোটি রুপি। সাকিব, তাসকিন, মিরাজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।  

আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক--

১. সর্বমোট খেলোয়াড় ৫৭৪ নাকি ৫৭৭জন?

প্রাথমিকভাবে ৫৭৪জনই ছিল। কিন্তু শেষ দিকে লেট এন্ট্রি হিসেবে যোগ হয়েছেন আরও তিন ক্রিকেটার। তারা হলেন ইংল্যান্ডের জোফরা আর্চার, যুক্তরাষ্ট্রের সৌরভ নেত্রাভালকার ও মুম্বাইয়ের উইকেটকিপার হার্দিক তামোরে। 

২. ৫৭৭জনই কি নিলামে উঠবেন? 

নিলাম তালিকায় থাকা ৫৭৭জনকেই নিলামে ডাকা হবে না। সেজন্যই দ্রুত গতির নিলাম প্রক্রিয়া হিসেবে অ্যাকসেলারেটেড নিলাম রাখা হয়েছে। এই প্রক্রিয়া শুরু হবে ১১৭তম খেলোয়াড় তালিকা থেকে।  ভারতীয় ক্রিকেট বোর্ড ১০টি ফ্র্যাঞ্চাইজিকে বলে দিয়েছে এই প্রক্রিয়ার প্রথম ধাপে ১১৭ থেকে ৫৭৭ জনকে রাখা হবে। শুধু ফ্র্যাঞ্চাইজিকে রবিবার রাত সাড়ে দশটার মধ্যে এই গ্রুপের নির্দিষ্ট সংখ্যার খেলোয়াড়দের উল্লেখ করতে হবে। এই প্রক্রিয়ার পর অবিক্রিত ও নিলামে নাম না ওঠা খেলোয়াড়দের জন্য আরেকটি অ্যাকসেলারেটেড নিলাম ডাকা হবে।

৩. ভিত্তিমূল্য কত? 

সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি। ৮১জন এই মূল্যেই নিজেদের তালিকাভুক্ত করেছে। সর্বনিম্ন ভিত্তিমূল্য ২০ লাখ রুপি থেকে ৩০ লাখে উন্নীত করা হয়েছে। 

৪. একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ কত রুপি ব্যর্থ করতে পারবে?

একটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের স্কোয়াডের জন্য সর্বোচ্চ ১২০ কোটি রুপি ব্যয় করতে পারবে। গত বছর সেটা ছিল ১০০ কোটি রুপি।  

৫. স্কোয়াডে থাকবেন কতজন?

একটি দলে সর্বোচ্চ ২৫জন থাকতে পারবে, সর্বনিম্ন ১৮জন। এরই মধ্যে দলগুলো নিলামের আগে রিটেনশন প্রক্রিয়ার কাজও এগিয়ে রেখেছে। 
 

/এফআইআর/    
সম্পর্কিত
আইপিএল নিলামে ১৩ বছরের বৈভবের ইতিহাস
প্রথম দিনের নিলাম শেষে দল পেলেন যারা
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন পান্ত
সর্বশেষ খবর
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
ইউরোপা লিগবিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট