X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বিপিএলের নিয়মে পরিবর্তন চান তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪১

বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বিপিএল ১১ মৌসুম পার করেছে। কিন্তু দলগুলোর সেই অর্থে তেমন কোনও সমর্থকগোষ্ঠী তৈরি হয়নি। ফরচুন বরিশাল, চিটাগং কিংস কিংবা রংপুর রাইডার্সের মতো কয়েকটি দলের সমর্থকগোষ্ঠী থাকলেও বাকিদের তেমন কিছুই নেই। এর মূল কারণ হিসেবে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, ক্রিকেটাররা পরের মৌসুমে কোন দলে খেলবে, তার নিশ্চয়তা না থাকা। পাশাপাশি ঘন ঘন ফ্র্যাঞ্চাইজি পরিবর্তনের কথাও জানিয়েছেন তামিম। শুক্রবার চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয় ট্রফি জিতে গণমাধ্যমে বিপিএলের নিয়ম পরিবর্তনের বিষয়টি তুলে ধরেছেন তামিম।

২০২২ সালে তিন আসরের জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে দলের মালিকানা দিয়েছিল বিসিবি। এবারের আসর দিয়ে যা শেষ হয়েছে। আগামী আসর থেকে পাঁচ বছরের জন্য মালিকানা দেওয়ার কথা ভাবছে বিসিবি। সেক্ষেত্রে পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের সুযোগ আছে নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার। যদিও সেটি সম্ভব হবে বিসিবি চাইলে। তবে  ফ্র্যাঞ্চাইজি বদলে গেলে দলও বদলে যায়। তাছাড়া বিপিএলের নিয়মের কারণেই বেশি ক্রিকেটার ধরে রাখতে পারে না তারা। গত দুই আসরে নিয়ম ছিল আগের আসর থেকে সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলো।  তামিম অবশ্য এই নিয়মের পরিবর্তন চান, ‘এত কষ্ট করে একটা সমর্থকগোষ্ঠী তৈরি করেছি আমরা। প্রথম বিপিএল থেকে সবাই চায় যে, সব ফ্র্যাঞ্চাইজির একটা ফ্যানবেইজ হোক। আইপিএলের উদাহরণ দেই আমরা। সেখানে নিয়ম কখনও পরিবর্তন হয় না। তাই মূল ক্রিকেটাররা একই দলে থেকে যায়। (বিপিএলে) তিন বছরের একটা চক্র শেষ হয়েছে। পাঁচ বছরের চক্র আসবে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের মূল ক্রিকেটারদের ধরে রাখার একটা সুযোগ দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি মাত্র একজনকে ধরে রাখেন, তাহলে তো এত দিন ধরে যে (ফ্যানবেজ) গড়েছেন, সব শেষ হয়ে যাবে। তাই যদি ৫টা, ৬টা বা ৪টা... কমপক্ষে ৪ জন ধরে রাখার সুযোগ যদি দেয়, তাহলে ফ্যানবেইজ যে তৈরি হয়েছে, তা আরও বড় হবে। ক্রিকেটাররাও ওই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। তাই আমি আশা করি, যখনই পরের আসরের নিয়মকানুন করবেন উনারা (বিসিবি), এই জিনিসটা যেন মাথায় রাখেন।’

তামিমের মতে এই সমস্যার মূল কারণ ঘনঘন মালিকানা বদল, ‘যেটা সমস্যা হয়, মালিকপক্ষ বদলে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, চিটাগং এবার এক মালিক, পরের বছর আরেক মালিক। কিন্তু এটাতেও দল তো একই থাকছে, ক্রিকেটাররা একই থাকছে। তাই মালিক পরিবর্তন হোক বা না হোক, অন্য কেউ আসুক বা না আসুক, কেউ যদি চিটাগংয়ের প্রতিনিধিত্ব করে, তাহলে তাকে একই স্কোয়াডে ধরে রাখার অনুমতিটা রাখা উচিত।’

শেষে তামিম দাবি করেন, অন্তত ৬ জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ তৈরি করতে পারলে ফ্যানবেজ তৈরি হবে, ‘তাদের যদি ইচ্ছে হয় যে ধরে রাখবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু মালিক বদলে যাওয়ার কারণে অন্য দলগুলো ভুগবে, এটা ঠিক নয়। তাই আমার মনে হয়, অন্তত যদি ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ যদি দেয়, তাহলে এই ধরনের ফ্যানবেজ, আপনারা যা দেখছেন, এটা আরও বড় হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
৩ বছরের চুক্তিতে বাংলাদেশে আসছেন আম্পায়ার সাইমন টফেল
আগামী ডিসেম্বরে শুরু বিপিএল
বিপিএলে খেলতে আগ্রহী ‘নোয়াখালী রয়্যালস’ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’