পাকিস্তান সুপার লিগের দমম আসরের পর্দা উঠবে ১১ এপ্রিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড প্রথম ম্যাচে খেলবে লাহোর কালান্দার্সের সঙ্গে। রাওয়ালপিন্ডিতে হবে এই ম্যাচ, ফাইনাল ১৮ মে লাহোরে।
চারটি শহরে মোট ৩৪ ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও প্রথম কোয়ালিফায়ারসহ রাওয়ালপিন্ডিতে হবে ১১ ম্যাচ। লাহোর দুটি এলিমিনেটর ও ফাইনালসহ ১৩ ম্যাচ আয়োজন করবে। করাচি ও মুলতানে হবে পাঁচটি করে ম্যাচ। এবারও তিন দিন রয়েছে দুটি করে ম্যাচ।
পঞ্চম আসরের চ্যাম্পিয়ন করাচি কিংস ১২ এপ্রিল ঘরের মাঠে খেলবে গতবারের রানার্সআপ মুলতান সুলতান্সের সঙ্গে। গতবারের পরাজিত ফাইনালিস্টরা তাদের প্রথম হোম ম্যাচ খেলবে ২২ এপ্রিল লাহোর কালান্দার্সের সঙ্গে। লাহোরের প্রথম হোম ম্যাচ ২৪ এপ্রিল পেশাওয়ার জালমির বিপক্ষে।
পাকিস্তান সুপার লিগের সূচি:
১১ এপ্রিল, ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স, রাওয়ালপিন্ডি
১২ এপ্রিল পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, রাওয়ালপিন্ডি
১২ এপ্রিল করাচি কিংস মুলতান সুলতান্স, করাচি
১৩ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম লাহোর কালান্দার্স, রাওয়ালপিন্ডি
১৪ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি, রাওয়ালপিন্ডি
১৫ এপ্রিল করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স, করাচি
১৬ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতান্স, রাওয়ালপিন্ডি
১৮ এপ্রিল করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি
১৯ এপ্রিল পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতান্স, রাওয়ালপিন্ডি
২০ এপ্রিল করাচি কিংস বনাম ইসলামাবাদ ইউনাইটেড, করাচি
২১ এপ্রিল করাচি কিংস বনাম পেশোয়ার জালমি, করাচি
২২ এপ্রিল মুলতান সুলতান্স বনাম লাহোর কালান্দার্স, মুলতান
২৩ এপ্রিল মুলতান সুলতান্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান
২৪ এপ্রিল লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি, লাহোর
২৫ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম করাচি কিংস, লাহোর
২৬ এপ্রিল লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতান্স, লাহোর
২৭ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম পেশোয়ার জালমি, লাহোর
২৯ এপ্রিল, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম মুলতান সুলতান্স, লাহোর
৩০ এপ্রিল, লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর
১ মে, মুলতান সুলতান্স বনাম করাচি কিংস, মুলতান
১ মে, লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, লাহোর
২ মে, পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর
৩ মে, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর
৪ মে, লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস, লাহোর
৫ মে, মুলতান সুলতান্স বনাম পেশোয়ার জালমি, মুলতান
৭ মে, ইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, রাওয়ালপিন্ডি
৮ মে, পেশোয়ার জালমি বনাম করাচি কিংস, রাওয়ালপিন্ডি
৯ মে, পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স, রাওয়ালপিন্ডি
১০ মে, মুলতান সুলতানস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, মুলতান
১০ মে, ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস, রাওয়ালপিন্ডি
১৩ মে, কোয়ালিফায়ার ১: টেবিলের শীর্ষ দুই দল, রাওয়ালপিন্ডি
১৪ মে, এলিমিনেটর ১: টেবিলের তৃতীয় বনাম চতুর্থ দল, লাহোর
১৬ মে, এলিমিনেটর ২: প্রথম কোয়ালিফায়ার পরাজিত বনাম এলিমিনেটর ১ জয়ী দল, লাহোর
১৮ মে, ফাইনাল: প্রথম কোয়ালিফায়ার জয়ী বনাম দ্বিতীয় এলিমিনেটর জয়ী, লাহোর